The Source of Bengali 1st Letter Poetry
The Source of Bengali 1st Letter Poetry #30minuteeducation |
#30minuteeducation
Last Update: 30/05/2021
বাংলা ১ম পত্রের কবিতার উৎস যা থেকে ?
একাদশ-দ্বাদশ
শ্রেণির বাংলা ১ম পত্র রচনা কবিতার উৎস যা থেকে HSC, বিশ্ববিদ্যালয় ও চাকরি পরিক্ষায়এসেই থাকে💗..
গদ্য
১। বিড়াল :- বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের রসাত্নক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন 'কমলাকান্তের দপ্তর'।
তিন অংশে বিভক্ত
এই গ্রন্থটিতে যে ক'টি প্রবন্ধ আছে,তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা 'বিড়াল'।
২। অপরিচিতা :- এই
গল্পটি ১৩২১ বঙ্গাব্দে 'সবুজপত্র'পত্রিকার কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।প্রথমে
'গল্পসপ্তক'পরে ১৯২৭ সালে 'গল্পগুচ্ছ'৩য় খন্ডে সংকলিত হয়।
৩। চাষার
দুক্ষু :- এই প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত' রোকেয়া রচনাবলি' হতে সংকলিত হয়েছে।
👇👇👇👇
৪। আহ্বান :- এই
গল্পটি 'বিভূতিভষণ বন্দ্যোপাধ্যায় রচনাবলি' হতে সংকলিত।
৫। আমার
পথ :- এই প্রবন্ধটি 'রুদ্রমঙ্গল' প্রবন্ধগ্রন্থ হতে সংকলিত।
৬। জীবন
ও বৃক্ষ :- এই প্রবন্ধটি 'সংস্কৃতি কথা' প্রবন্ধগ্রন্থ হতে সংকলিত।
৭। মাসি-পিসি :- এই গল্পটি ১৩৫২ বঙ্গাব্দে 'পূর্বাশা' পত্রিকায় চৈত্র সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।
পরে 'পরিস্থিতি' নামক গল্পগ্রন্থে গ্রন্থভুক্ত হয়।
পাঠ্যাংশটুকু সংকলিত হয়েছে 'ঐতিহ্য ' প্রকাশিত 'মানিক
রচনাবলি' থেকে।
👇👇👇👇
৮। বায়ান্নর
দিনগুলো :- এ জীবনী অংশটুকু 'অসমাপ্ত আত্মজীবনী'(২০১২)গ্রন্থ হতে সংকলিত।
৯। জাদুঘরে
কেন যাব :- এ প্রবন্ধটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী উপলক্ষে শামসুল হোসাইনের
সম্পাদনায় ২০০৩ সালে প্রকাশিত স্মারক পুস্তিকা 'ঐতিহ্যায়ন' হতে সংকলিত হয়েছে।
👇👇👇👇
১০। রেইনকোট :- এই গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।
পরে এটি লেখকের সর্বশেষ গল্পগন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল'(১৯৯৭)গ্রন্থে সংকলিত হয়।
এ গল্পের পাঠ গ্রহন করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র
-০১ থেকে।
১১। মহাজাগতিক কিউরেটন :- এই গল্পটি 'জলজ' গ্রন্থের অন্তর্ভুক্ত।
পাঠ্যাংশটুকু সংকলিত হয়েছে ২০০২ সালের
প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের 'সায়েন্স ফিকশন সমগ্র'(৩য় খন্ড)থেকে।
১২। নেকলেস :- ফরাসি
ভাষায় 'La parure' নামক এ গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৮৮৪ সালে ফরাসি পত্রিকা
'Gaulois'এ।
You can check out here another English Grammar link ...
👇👇👇👇👇👇
ব্রিঃদ্রঃ
-দয়া করে কেউ নিজনামে কপি করবেন না। করতে চাইলে পোস্টকারীর নামসহ করবেন☺।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank You............
0 Comments
Please do not enter any spam link in the comment box.