Header Ads Widget

Responsive Advertisement

Be Confident in Yourself | Moral Story of Rats | 30minuteeducation

 


Be Confident in Yourself 


Be Confident in Yourself #30minuteeducation
Be Confident in Yourself #30minuteeducation



#30minuteeducation

Last Update: 02/06/2021



Moral Story of Rats


১৯৫০ সালের দিকে হার্ভার্ডে অধ্যয়নের সময় ড. কার্ট রিখটার পানির বড় একটি পাত্রে কিছু ইঁদুর রেখেছিলেন তারা কতক্ষণ পানিতে থাকতে পারে তা পরীক্ষা করতে।


 (গড়ে ইঁদুরটি ১৫মিনিট পরে হাল ছেড়ে দেয় এবং ইঁদুরটি ডুবে যায়। )


ক্লান্তির কারণে তারা হাল ছেড়ে দেওয়ার ঠিক আগে, গবেষকরা ইঁদুর কে বের করে ফেলতেন,শরীর শুকিয়ে ফেলতেন, কয়েক মিনিট বিশ্রামে রাখতেন। 



কিছু বিষয় বুঝতে পারলে জীবনে কষ্ট কিছুটা হলেও কম পাবেন.....বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন...

👇👇👇

How can we live a Happy Life 



এবং তাদের দ্বিতীয় রাউন্ডের জন্য ফিরিয়ে আনতেন। 


এই দ্বিতীয় চেষ্টায় ইঁদুর কতক্ষণ টিকে থাকবে বলে মনে করেন? (মনে রাখবেন - মাত্র কয়েক মিনিট আগে এরা ব্যর্থ হওয়ার আগ পর্যন্ত সাঁতার কেটেছিলো ...)


এখন কতক্ষণ থাকবে বলে মনে হয় ? আরও 15 মিনিট? 


10 মিনিট? 


5 মিনিট? 


না! 


60 ঘন্টা! 


হ্যাঁ, এটি কোনো ত্রুটি নয়, এটাই ঠিক! 60 ঘন্টা টিকে ছিলো হাল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত।



How to Achieve Success in Your Social and Professional Life ... বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন...

👇👇👇

Success in Your Social and Professional Life




 যেহেতু ইঁদুর বিশ্বাস করেছিলো যে তারা শেষ পর্যন্ত উদ্ধার পাবে, তাই তারা তাদের দেহকে আগে যা অসম্ভব বলে মনে করেছিল সেই পথেই ঠেলে দিতে পেরেছিলো।


 একটি সারমর্ম দিয়েই শেষ করবো: আশা যদি ক্লান্ত ইঁদুরগুলিকে দীর্ঘ সময়ের জন্য সাঁতার কাটাতে পারে, তবে নিজের এবং নিজের যোগ্যতার উপর কী বিশ্বাস করা যায় না ?


So, নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ সফল আপনি হবেনই।




You can check  out here another English Grammar link ...

👇👇👇👇👇👇


1.Rules of Modifier


2.Simple, Complex & Compound





If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

0 Comments