How Can We Live A Happy Life
If You Understand Some Things, You Will Get Less Trouble In Life
how can we live a happy life #30minuteeducation |
#30minuteeducation
Published Date: 08/10/2020
কিছু বিষয় বুঝতে পারলে জীবনে কষ্ট কিছুটা হলেও কম পাবেন
#জীবনে যদি খুশিতে থাকতে চান?
তাহলে,,, লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন,,,কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে!...!!
##কখনও অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না,,,কারণ যা লোক ততোটাই বুঝবে যতোটা তার যোগ্যতা!...!!
##নিজের জীবনের তুলনা কখনও অন্যকারোর সাথে করবেন না,,,
কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয় কিন্তু নিজের নিজের সময়ে তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের!..!
##মনে রাখবেন,,,একবারে বা অল্প সময়ে কখনও বড় সফলতা অর্জন করা যায় না,,,
অসফলতা আমাদের এটা বোঝায় যে,,,আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি,,,
তাই যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন!...!!
##কোনকিছুকে পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যেকে দোষ দিয়ে,,,
কারণ,,, নিজের ভাগ্যের প্রদীপকে আপনাকেই জ্বালাতে হবে!..!
##মনের আয়না আপনাকে মিথ্যে বলতে দেবে না,,,
আপনার জ্ঞান আপনাকে কখনও ভয় পেতে দেবে না,,,
আপনার মনের সত্য আপনাকে কখনও দুর্বল হতে দেবে না,,,
আপনার বিশ্বাস আপনাকে কখনও দুঃখী হতে দেবে না,,,
আর আপনার পরিশ্রম আপনাকে কখনওই অসফল হতে দেবে না!....!!
আরো পড়ুন....
2. সঠিক নিয়মে লেখাপড়া করার নিয়ম
3.How to Teach Your Child to Talk Nicely
##জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন,,,
নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়,,,!!
আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোজার চেষ্টা করুন,,,
কারণ আপনার মধ্যে কমতি বা ভুল ধরার জন্য অনেকেই আছে বা অপেক্ষা করে..!
##প্রতিটি দিনই আপনার জন্য একটা নতুন আশাকে নিয়ে আসে,,,
তাই পুনরায় সাহসের সঙ্গে কাজ করা শুরু করুন!
কারণ,,, যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারটি দরজা খুলে যায়...
কিন্তু আমরা বন্ধ দরজাকে এতোটা আপসোসের সাথে দেখি যে,,,খোলা দরজার দিকে আমাদের নজরই পড়ে না!...!!
##অন্যের জীবন দেখে আপনি কিছুই পাবেন না,,,বিশ্বাস করুন!
আপনার জীবনেও এমন অনেককিছু আছে যা অপেক্ষা করছে আপনি তাদেরকে দেখুন!
Ways To Have A Happy Life
##অন্যের জন্য সেটা চান,,,সেটা দিন যা আপনি নিজে পছন্দ করেন,,,
আর জীবনে এমন মানুষের উপর কখনো অত্যাচার করবেন না যার কাছে ডাকার মতো ওপরওয়ালা ছাড়া আর কেউ নেই!...!!
##জীবনে সুখে থাকার জন্য দুটি শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ,,, এক,সহ্য শক্তি আর দুই, বোঝার শক্তি...
আর কাউকে আপনি এতোটা অধিকার দেবেন না যে,,,সেই ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন!..!!
##আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন,,,
কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে!...!!
##যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না,,,
কিন্তু যদি আপনি শিখতে চান তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না!...!!
##আর সব বন্ধুকে সব গোপন কথা বলবেন না,,, কারণ মনে রাখবেন,,,আপনার বন্ধুরও বন্ধু আছে!...!!
#সবশেষে,,, লোক যদি আপনাকে না বোঝে তাহলে মন খারাপ করবেন না,,,
কারণ,,,ভালো বই ও ভালো মানুষ সবাই বুঝতে পারেনা!...!!
Hello Viewers,
You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank you........
0 Comments
Please do not enter any spam link in the comment box.