Header Ads Widget

Responsive Advertisement

Jagannath University Admission 2020-21 | Jagannath University College | 30minuteeducation


Jagannath University Admission 2020-21





#30minuteeducation
Published Date:11/08/2020




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিস্তারিত 




🚩🚩ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-

এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে।


 এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান।






🚩🚩ইউনিট-২ (মানবিক শখা)-

এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। 



এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও সাময়িক বিশ্ব এবং সাধারণ বুদ্ধিমত্তা।






🚩🚩ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-


এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৭.৫ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। 


এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়োগ, 


গাণিতিক বুদ্ধিমত্তা এবং ভাষাজ্ঞান (সমসাময়িক ব্যবসায় ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বাংলা এবং ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে)।





Jagannath University Admission 2020-21 #30minuteeducation
Jagannath University Admission 2020-21 #30minuteeducation



🚩🚩বিশেষায়িত বিভাগে (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) : 


আবেদনের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫ এর নিচে নয়) থাকতে হবে।


 এই ইউনিটের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা নেয়া হবে।







পরীক্ষার পদ্ধতি ও নাম্বার বণ্টন 


🚩ইউনিট-১ (বিজ্ঞান শাখা)

🚩 ইউনিট-২ (মানবিক শাখা) 

🚩 ইউনিট-৩ (বাণিজ্য শাখা)


 এ মেধার ভিত্তিতে বাছাইকৃত ২৫ হাজার শিক্ষার্থীর লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হবে। 


পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।



 লিখিত পরীক্ষায় ৭২ নম্বর, এসএসসি থেকে ১২ নাম্বার, এইচএসসি থেকে ১৬ নাম্বার মোট ১০০ নাম্বার।






🚩🚩🚩ইউনিটসমূহে প্রত্যেক বিষয়ে প্রশ্ন থাকবে ৬টি। 

প্রতি প্রশ্নের মান ৪ নাম্বার করে এক বিষয়ে ২৪ নাম্বার হবে এবং তিনটি বিষয়ে সর্বমোট ৭২ নাম্বারের লিখিত পরীক্ষা হবে।




Jagannath University Admission 2020-21 #30minuteeducation
Jagannath University Admission 2020-21 #30minuteeducation




🚩🚩🚩বিশেষায়িত সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই চারটি বিভাগে লিখিত পরীক্ষা হবে না। 



শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগে নেয়া হবে। এই বিভাগগুলোতে এসএসসি থেকে ২০ নাম্বার, এইচএসসি থেকে ৩০ নাম্বার এবং ৫০ নাম্বারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে।




🚩🚩🚩আসন সংখ্যা:



📛  ইউনিট ১ (বিজ্ঞান শাখা)-৮২৫টি


📛, ইউনিট-২ (মানবিক শাখা)- ১,২৭০টি, 




📛 বিশেষায়িত চারটি বিভাগসহ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ- মোট ১৫০টি)’ 




📌সর্বমোট ২,৭৬৫টি আসন



🔼🔼আর কোন কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে ইচ্ছুক, 
কমেন্টে জানাবেন ...........................



Hello Viewers,

You can check it out here another HSC Suggestion link ...👇👇👇👇👇


Read More English Grammar Post.......


##Narration এর সহজ নিয়ম


## Completing Sentence With Suitable Phrase



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You.

Post a Comment

0 Comments