Header Ads Widget

Responsive Advertisement

What is Commerce | কমার্স মানে কি? Commerce Examples | 30minuteeducation


What is Commerce



উদ্ভট কিছু প্রশ্ন যা জানার আগ্রহ প্রত্যেক ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র ছাত্রীদের থাকে।





#30minuteeducation
Last Update:18/07/2020



১| কমার্স মানে কি?

 

উত্তরঃ কমার্স অর্থ হলো বানিজ্য। আমরা মুলত কমার্সের ছাত্র ছাত্রী নই।

আমরা ব্যবসায় শিক্ষা বা Business Studies শাখার ছাত্র ছাত্রী।


একটি দেশের অর্থনৈতিক সচ্ছলতা এবং দেশের উন্নতির লক্ষ্যে ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের ভূমিকা অপরিসীম।

 দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানব্যাংকইন্ডাস্ট্রি এসকল প্রতিষ্ঠানে হিসাবরক্ষকব্যবস্থাপক,বিপণন কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম।


 একজন চার্টার্ড একাউন্টেন্ট বা ফিন্যান্সিয়াল অফিসারদের তদারকী ব্যতিত কোন বড় ব্যবসায় প্রতিষ্ঠান সরকার কর্তৃক অনুমোদিত হতে পারে না।


 দেশের আর্থিক ভারসাম্য রক্ষার্থে ব্যবসায় শিক্ষার ছাত্র ছাত্রী দের ভুমিকা অতুলনীয়।




/ প্রথমে বই খোলার পর জানতে চাওয়া, হিসাববিজ্ঞান কেন পড়তে হয়?


উত্তরঃ হিসাববিজ্ঞান এমন একটি বিষয় যা বিজ্ঞান কলার দ্বারা পরিলক্ষিত একটি প্রতিষ্ঠান কি কি কার্যক্রম করে এতে কতটুকু আয়,ব্যয় লাভ ক্ষতি হয় 

এবং এতে সম্পদ দায়ের পরিমান বের করতে হিসাববিজ্ঞান জানা অত্যন্ত জরুরী। 



/ কে আবিষ্কার করলো এবং তার বাড়ি কোথায়?


উত্তরঃ এই বিষয় টি আবিষ্কার করেন পাদ্রী লুকা প্যাসিওলি


১৪৯৪ সালে তার বিখ্যাত গ্রন্থে দু তরফা দাখিলা পদ্ধতির ধারনা দেন। তিনি ইতালির নাগরি ছিলেন। এবং লিওনার্দো দ্যা ভিঞ্চি এর বন্ধু শিক্ষক।


| Commerce Definition | 


What is Commerce #30minuteeducation
 What is Commerce #30minuteeducation



/প্রত্যেকটা টপিক কি? কেন ব্যবহার করা হয়?


উত্তরঃপ্রত্যেকটা টপিক

যেমনঃ জাবেদা,

খতিয়ান,

রেওয়ামিল,

নগদান বই,

আর্থিক বিবরনী সমুহু একটির সাথে অন্যটি সংযুক্ত।

আর কোন লেনদেনটি কোন শ্রেনীর অন্তর্ভুক্ত তা বিশ্লেষণ করার জন্য প্রত্যেকটা টপিকের দরকার।




/হিসাববিজ্ঞানে শুধু কেন টাকার হিসাব কেন করা হয়?


উত্তরঃ কথাটি ভুল হিসাববিজ্ঞান টাকার হিসাব করে না। 

এটি প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়,ব্যয় ইত্যাদির পরিমান বের করে, যা আর্থিক মূল্যে বের হয়। এটি টাকাও হতে পারে আবার সম্পদ হতে পারে।




উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

 উৎপাদনের ধারণা 




/ডেবিট ক্রেডিট বের করার কি দরকার?


উত্তরঃ ডেবিট শব্দের অর্থ হিসাবের বাম।

ক্রেডিট শব্দের অর্থ হিসাবের ডান দিক।


লেনদেনের প্রধান বৈশিষ্ঠ হলো দুইটি পক্ষ থাকতে হবে। আর দুই পক্ষকে বিশ্লেষন করার জন্য ডেবিট ক্রেডিট ব্যবহার করা হয়।




/আমাদের কাজ তো আর্থিক, তাহলে বেসিক জানতে হবে কেনো?


উত্তরঃ আন্তর্জাতিক মানদন্ড নিদিষ্ট কারী সংস্থা GAAP, IFRS কিছু মানদন্ড বা সীমাবদ্ধতা করে দিয়েছে যা মেনে চলতে হবে। 


বিজ্ঞানের যেমন সুত্র প্রয়োগ করে ফলাফল বের করা হয়,ঠিক তেমনি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা হিসাবের ফলাফল পেয়ে থাকি। 


এছাড়া কিছু মানদন্ড,সীমাবদ্ধতা রয়েছে যা মেনে চললে হিসববিজ্ঞানের প্রত্যেকটি অংশ শুদ্ধ য়। তাই বেসিক জানা জরুরি।




আরো প্রাথমিক ধারণা নিয়ে আসবো এই পোস্ট এ আমাদের সাথেই থাকুন এবং প্রতিদিন নতুন নতুন পোস্ট এর জন পোস্ট পাওয়ার জন্য আমাদের সাথে সম্পর্ক স্থাপন করুন...... 



You can check  out here another English Grammar link ...

👇👇👇👇👇👇


1.Rules of Modifier


2.Simple, Complex & Compound




If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

 


সবাইকে ধন্যবাদ...! 

Post a Comment

1 Comments

  1. একজন কমার্স শিক্ষার্থীদের জন্য এগুলো অনেক উপকারী।

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.