Principles of Accounting
হিসাববিজ্ঞান নীতিমালা
(Accounting Principles)
ভূমিকা(Introduction):
Principles of Accounting #30minuteeducation |
#30minuteeducation
Published Date :19/08/2020
Definition of Principles of Accounting :
কোনো কাজ সুশৃঙ্খলভাবে করতে হলে তার জন্য সুনির্দিষ্ট নিয়ম-কানুন ও নীতিমালার প্রয়োজন।
প্রত্যেকটি পেশা তার নিজস্ব নীতিমালার অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
যেমন: আইন পেশা , চিকিৎসা পেশা, স্থাপত্য পেশা ইত্যাদি। এসব পেশার পাশাপাশি বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে হিসাববিজ্ঞানও একটির উচুস্তরের পেশার মর্যাদা লাভ করেছে।
Accumulated Depreciation বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন.
👇👇👇
হিসাববিজ্ঞান পেশার মান উন্নয়নের জন্য বর্তমানে বহু ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থা কাজ করছে।
মূলত: এসব ব্যক্তি ও সংস্থার প্রচেষ্টায় হিসাববিজ্ঞান শিক্ষা ও পেশার উৎকর্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
হিসাববিজ্ঞানের সামগ্রিক কর্মকান্ড একটি সুনির্দিষ্ট নীতিমালার অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
হিসাববিজ্ঞানের বিভিন্ন গবেষক ও সংস্থা কতৃক প্রস্তুতকৃত এসব নীতিমালা সর্বজন স্বীকৃত হলে তা
GAAP বা Generally Accepted Accounting Principles নামে লিপিবদ্ধ ও প্রকাশিত হয়।
লিপিবদ্ধকৃত এসব নীতিমালা বিভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়।
যেমন: IAS বা International Accounting Standards,
IFRS বা International Financial Reporting Standards,
IRS বা International Reporting Standards ইত্যাদি।
হিসাববিজ্ঞানে প্রকাশিত এসব নীতিমালাকে
অনুমান (Assumptions),
ধারণা (Concept),
সীমাবদ্ধতা (Constraints),
নীতি (Principles) ও
প্রথা (Convention)
ইত্যাদি বিভিন্ন শিরোনামে আলোচনা করা হয়। তবে যে নামেই আলোচিত হউক না কেন সবই হিসাববিজ্ঞান সংক্রান্ত নীতিমালা
(Accounting Principles) হিসাবে গণ্য করা হয়।
FASB
ধারণা :
১. আর্থিক মূল্যের একক ধারণা (Monertary Unit Concept):
হিসাববিজ্ঞানে সেই সব তথ্যই লিপিবদ্ধ করা যাবে, যা অর্থের অঙ্কে পরিমাপ করা যায়।
যেমন- ব্যবসায়ের একজন দক্ষকর্মীর মৃত্যু ব্যবসায়ে ক্ষতিকর প্রভাব ফেললেও তা আর্থিক মূল্যে পরিমাপ করা যায় না বিধায় লিপিবদ্ধ হবে না।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন.
👇👇👇
২. ব্যবসায় স্বত্ত্বা ধারণা(Business Entity Concept) :
ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যবসায় মালিক পৃথক স্বত্ত্বা। এবং হিসাববিজ্ঞান শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য হিসাব সংরক্ষণ করবে।
৩. চলমান প্রতিষ্ঠান ধারণা (Going Concern Concept):
একটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে।
এ ধারণার উপর ভিত্তি করে যেসব সিদ্ধান্ত নেয়া হয় সেগুলো হল-
$সম্পত্তিকে চলতি এবং স্থায়ী হিসেবে ভাগ করা হয় ।
$ দায়কে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হিসেবে ভাগ করা হয় ।
$ অগ্রিম প্রদত্ত ব্যয়কে সম্পদ ও অগ্রিম প্রাপ্ত আয়কে দায় হিসেবে চিহ্নিত করা হয় ।
$ সম্পত্তির অবচয় ধার্য করা হয় ।
৪. সময়কাল/ হিসাবকাল ধারণা(Periodicity Concept) :
চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকা প্রতিষ্ঠানের সময়কালকে কতগুলো ভাগে ভাগ করা হয়।
এই ভাগগুলোকে হিসাবকাল বলা হয়।
যেমন- ১ বছর, ৬ মাস, ৪ মাস, ইত্যাদি।
এবং নির্দিষ্ট সময়কালের শেষে প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়।
| Definition of Accounting ।
নীতিসমূহ :
১. ক্রয়মূল্য নীতি (Cost principles)/ ঐতিহাসিক মূল্য নীতি (Historical costprinciples ) :
ক্রয়মূল্য বলতে কোন সম্পত্তির অর্জন মূল্যকে বোঝানো হয়।
নানাভাবে কারবার সম্পত্তি অর্জন করতে পারে। ব্যবসায়ের নগদ অর্থ ব্যয়ে বা ধারে বা ঋণ গ্রহনের মাধ্যমে
বা মালিকের ব্যক্তিগত সম্পদ নির্দিষ্ট মূল্যে কারবারে সরবরাহ বা বিনিয়োগের মাধ্যমে।
সম্পত্তির ক্রয়মূল্যে হিসাবভুক্ত করতে হয় এবং যতদিন ঐ সম্পত্তি কারবারে ব্যবহৃত হবে ততদিন ক্রয়মূল্যে হিসাব প্রদর্শন করতে হবে।
কখনও সম্পত্তির বাজারমূল্য হিসাবে দেখানো যাবে না। এই নীতি অনুসারে -
# আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পত্তি ক্রয়মূল্য বা ঐতিহাসিক মূল্যে প্রদর্শন করতে হয়।
# অার্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পত্তির ক্রয়মূল্য থেকে পুঞ্জিভূত অবচয় বাদ দিয়ে নিট ক্রয়মূল্যে প্রকাশ করতে হয়।
| How to Learn Principles of Accounting |
২. আয় স্বীকৃতি নীতি (Revenue Recognition Principles):
আয় স্বীকৃতি নীতি অনুসারে আমরা ঐ সকল আয়কে লিপিবদ্ধ করবো যা ঐ নির্দিষ্ট হিসাবকালে অর্জিত হয়েছে। এই নীতি অনুসারে-
# অগ্রিম আয়কে দায় হিসেবে দেখানো হয়।
# বকেয়া আয়কে সম্পদ হিসেবে দেখানো হয়।
৩. ব্যয় স্বীকৃতি/ সমন্বয়/ মিলকরণ নীতি (Matching Principles):
এই নীতি অনুসারে নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের আয়ের বিপরীতে খরচগুলো দেখিয়ে প্রকৃত ফলাফল নির্ণয় করা হয়।
ব্যয় নগদে বা বকেয়ায় যেভাবেই সংঘটিত হয় না কেনো, তাকে ঐ বছরের আয়ের বিপরীতে চার্জ করতে হয়। এই নীতি অনুযায়ী -
# খরচের সাথে প্রদেয় খরচ যোগ করতে হয়
# খরচ থেকে অগ্রিম খরচ বাদ দিয়ে দেখানো হয়
# অবচয় হিসাবভুক্ত করা হয়
৪. পূর্ণ প্রকাশ নীতি(Full Disclosure Principles) :
হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে পূর্ণ প্রকাশ নীতি ব্যবহৃত হয়। এ নীতি অনুযায়ী-
# জাবেদার ব্যাখ্যা দেয়া হয়
# ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়
# ভুল সংশোধনী জাবেদা দেয়া হয়
# আর্থিক বিবরণীতে টাকার পরিমাণের আন্তর্কলাম ও বহির্কলাম দেখানো হয়
# আর্থিক বিবরণীতে খসড়া ও টীকা অন্তর্ভূক্ত করা হয়
সীমাবদ্ধতাসমূহ :
১. বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা(Materiality Constraints) :
হিসাববিজ্ঞানের বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা অনুযায়ী তথ্য তার গুরুত্ব অনুসারে পরিবেশিত হয়।
যেমন- ব্যবসায়ের প্রয়োজনীয় বিভিন্ন মনিহারিকে (কলম, পেন্সিল, স্কেল, কার্বন পেপার) একই শিরোনামের অধীনে দেখানো হয়।
বাংলাদেশের মাথাপিছু আয় বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন.
👇👇👇
২. রক্ষণশীলতা সীমাবদ্ধতা(Conservatisim Constraints) :
হিসাবরক্ষণের ক্ষেত্রে সম্ভাব্য লাভের দিক থেকে চিন্তা না করে সম্ভাব্য ক্ষতির দিক ভেবে লেনদেন লিপিবদ্ধ করাকে হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার সীমাবদ্ধতা বলে।
এ নীতি অনুযায়ী -
# সমাপনী মজুদ পণ্য নির্ধারণের সময় ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম তা লিপিবদ্ধ করা হয়
# অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হয়
# আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা বাদ দিয়ে নিট মূল্যে দেখানো হয়।
You can check out here another English Grammar link ...
👇👇👇👇👇👇
পরবর্তী আপডেট পেতে Email দিয়ে subscribe করে Follow করতে পারো।✌
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank you....
0 Comments
Please do not enter any spam link in the comment box.