Rules of Modifier
Rules of Modifier Dangling Modifier Examples 30minuteeducation |
#30minuteeducation
Last Update: 18/07/2020
♥Modifier♥
HSC পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক
What Is Modifier:
♣Modifier হচ্ছে কোনো Word বা Phrase যা কোনো Noun, Pronoun, Verb, Adverb ও
অন্যান্য Parts of discourse এর আগে বা পরে বসে সেগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অর্থাৎ সেগুলো কে Modify করে সেগুলো সম্পর্কে ধারণা দেয়।
#Modifier দুই প্রকার:
(i)Pre Modifier (আগে অবস্থান)
(ii) Post Modifier (পরে অবস্থান)
Pre Modifier:
#Rules-1:
♥ Pre adjust the Noun/Pronoun:
মনে রাখতে হবে Noun/Pronoun কে সবসময় Modify করা হয় Adjective দ্বারা অর্থাৎ Adjective ই কেবল Noun বা pronoun-এর adjust করতে পারে।
তাই Pre change the Noun/pronoun বললে আগে অবশ্যই Adjective বসিয়ে Modify করতে হবে।
What is Adjective...Full Details gain to down link open....
#যেমন:
Q:Taz was a.........(pre adjust the thing) young lady.
Ans: Taz was an excellent (descriptor) young lady.
#Rules-2:
♥Pre adjust the Adjective/Verb/Adverb :
মনে রাখতে হবে Noun/Pronoun ছাড়া বাকি ৬ প্রকার Parts of discourse কে Modify করা হয় Adverb দিয়ে।
তাই Pre alter the Adjective/Verb/Adverb বললে পূর্বে Adverb বসিয়ে Modify করতে হবে।
#যেমন:
Q:Mimi.......... (Pre alter the action word) checked her patient.
And:Mimi altogether (verb modifier) checked her patient.
| Modifier HSC |
Post Modifier:
#Rules-1:
♥Post alter the Adjective/Verb/Adverb:
আমরা আগেই জানি, Noun/Pronoun ছাড়া বাকি সব Parts of discourse কে Adverb দ্বারা Modify করতে হয়।
তাই, Post alter the Adjective/Verb/Adverb বললে,পরে Adverb বসিয়ে Modify করতে হবে।
#যেমন:
Q: The feathered creature flies.... (Post change the action word).
Ans:The feathered creature flies quickly.
এছাড়াও আরো কিছু modifier
♦Possessive: My, our, him, his/her, their, its, your and so on
[এখানে Subject অনুযায়ী Pronoun যে ফর্ম এ থাকবে,Possessive Adjective টিও একই ফর্মে হবে।]
#যেমন:
Q:He was not fulfilled on.... (Pre alter the thing with possessive)
Ans: He was not fulfilled on his(possessive) destiny.
| Dangling Modifier Examples |
♦Demonstrative: This, that, these, those and so on.
#যেমন:
Q:- In....(Use definite as pre modifier) years, the passing rate is slightly below average.
Ans:- In these (illustrative) years, the passing rate leaves something to be desired.
[বিঃদ্রঃ This/that হলো Singular thing এবং These/those হলো plural thing এর পূর্বে বসে।]
Gerund & Participle Full Information Click This Link....
♦ Gerund এবং Present participle:
উভয়টিই (Verb1+ ing)
#যেমন:
♪ A woofing (participle) only from time to time chomps.
♪ Walking™(gerund) is useful for wellbeing.
Infinitive Topic full Information Click This Link....
♦Infinitive :-
To+verb1= infinitive
#যেমন:
Taz needs to go there.
To lie is an extraordinary sin.
♦Intensifier:
তীব্রতা বোঝাতে বা কথায় জোর দিতে ব্যবহৃত হয়।
#যেমন: So, Very,too,much and so forth.
♦Quantifier:
সংখ্যা, পরিমান বোঝাতে ব্যবহৃত হয়।
#যেমন:- Some, couple of, nearly nothing, many, much,more and so forth.
#যেমন:
Q: He has.........(quantifier) cash.
Ans:He has a lot of cash.
[বিঃ দ্রঃ Countable Noun এর ক্ষেত্রে few, numerous এবং Uncountable thing এর ক্ষেত্রে little,much বসে। Some উভয় ক্ষেত্রেই বসে।]
♦Phrase, infinitive expression, verbal expression:
Action word ছাড়া কয়েকটি শব্দের সমষ্টি কে Phrase বলে। Infinitive expression হচ্ছে, (to + V1) দ্বারা Phrase শুরু হলে,
আর Verb যুক্ত Phrase হলো Verbal expression.
♦Appositive:
যখন দু'টি Noun পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন দ্বিতীয় Noun-টিকে প্রথম Noun-এর Appositive বলে।
Appositive সাধারনত বাক্যের মধ্যে অতিরিক্ত একটি কথা হিসেবে দু'টি কমার মাঝখানা বসে Noun/Pronoun টি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।
#যেমন:
Q: Mr. Sharif.........(use a ppositive to change the noun),is a decent manager.
Ans: Mr. Sharif, the Principal of our school, is a decent head.
এখানে Sharif and head হলো একই ব্যক্তি তাই এটি Appositive.
আরেকভাবে Modifier Rules দেওয়া হলো :......
আজকে modifier এমনভাবে দিব যে,এরপর যেকোন প্রশ্নে ১০০% কমন থাকবে ইনশাল্লাহ, পোস্টটি সম্পূর্ন পড়বে. আশা করি ভালো ভাবে বুঝতে পারবে
✪আজকে পোস্টের নিচে কমেন্ট করবে,এরপর
✪Modifier বোঝার আগে প্রথমেই তোমাকে জানতে হবে,
Modifier কী ?
যে সকল Word বা phrase, noun কে modify করে অর্থাৎ noun বা pronoun-- এর সঙ্গে একটি বিশেষ অর্থ যোগ করে তাকে modifier বলে।
Modifier দুই প্রকারঃ
1: Pre-Modifier
2. Post-Modifire
✪Pre শব্দের অর্থ পূর্বে অর্থাৎ যে সকল Word বা Phrase Noun এর পূর্বে বসে Noun কে Modifie করে তাকে Pre-Modifier বলে
✪Post শব্দের অর্থ পরে অর্থাৎ যে সকল Word বা Phrase noun এর পরে বসে Noun কে Modify করে তাকে Post Modifier বলে
Example:-
He is a wise man
I found the problem solved.
✪বিশ্লেষণঃ-
১ম বাক্যে Wise হলো Pre- Modifier noun- man শব্দের পূর্বে বসে man শব্দকে Modify করেছে তাই Wise Pre-Modifier
এবং
২য় বাক্যে solved হলো post modifier যা noun- the problem এর পরে বসে the problem কে modify করেছে তাই solved post modifier
নিজে চেষ্টা করো🙋🙋
He brought a rotten fish.
The fish on the pan is very fresh.
✪এখন আমরা জানব Pre-Modifier and Post Modifier হিসেবে কি কি ব্যবহৃত হয়ঃ-
✪Pre-Modifier হিসেবে ব্যবহৃত হয়,
1. Adjective
2. participle
(a. present participle b. past participle)
3. Noun
4. Noun Adjective
5. Compounds
6. Possessive pronoun
7. Adverb
★Post Modifier হিসেবে ব্যবহৃত হয়,
1. Infinitive
2. Participle phrase(a. present b. past)
3. Prepositional phrase
4. Apositive
5. Adjective
6. Relative clause
7. Adverb
✪Modifier কিন্তু কিছুটা Without clue এর মতই
◑এখন আসি রুলস এঃ-
✪Determiner ( নির্দেশক) বোঝাতে
এটি ৪ ধরনের হয়ঃ-
1. Article ( a, an, the)
2. Demonstrative- এটি থাকলে ৪ টি word এর বাহিরে আর কিছুই হবে না
This, that, these, those এই চারটি হবে
3. Possessives- অধিকার বুঝাতে ব্যবহৃত হয়।
যেমন:
my, our, their, his, her, your, karim's ইত্যাদি
4. Quantifier- পরিমাণ বুঝাতে ব্যবহৃত হয়
যেমন :
some, any, all, both, every ইত্যাদি।
যদি বলা থাকে with determiner থাকে তাহলে অর্থ বুঝে চারটা determiner এর যেকোন টা ব্যবহার করতে হবে
✪কিন্তু যদি দেওয়া থাকে with demonstrative
তাহলে demonstrative এর ৪ টা শব্দের মধ্যে একটা শব্দ বুঝে শুনে ব্যাবহার করতে হবে [ This, that, these, those ]
✪যদি with possesive থাকলে অধিকার জাতীয় সকল শব্দের যেটা সঠিক সেটি বুঝে শুনে বসাতে হবে।
[ my, our, their, his, her, your, karim's ইত্যাদি ]
✪যদি quantifier থাকে তাহলে পরিমাণ বাচক শব্দের একটি শব্দ বসাতে হবে।
[ some, any, all, both, every ইত্যাদি ]
✪Appositive -
Subject & Object সম্পর্কে নতুন তথ্য দানকারী হিসেবে ব্যবহৃত হয়।
যদি থাকে with an appositive থাকে তাহলে যা modify করতে হবে তার
সম্পর্কে নতুন তথ্য দিতে হবে
✪তীব্রতা সম্পর্কিতঃ
এতে কিছু আছে তীব্রতা বাড়াবে কিছু কমাবে
এরা দুই ধরনেরঃ-
1.Intensifier : এটি তীব্রতা বাড়াবে।
এটি থাকলে actually, really, certainly, highly, very, very much ইত্যাদি তীব্রতা বাড়ায় এরকম শব্দ হবে
যেমন:I love you very much. এখানে very much শব্দটা বাক্যের তীব্রতা বাড়িয়েছে |
2. Down toner : এটি থাকলে তীব্রতা কমায় এরকম শব্দ ব্যবহার করতে হবে
যেমন:hardly, rarely, a little, nearly, almost, slightly, barely ইত্যাদি
✪Non- Finite :
এটি তিন ধরনের।
1. Present participle -
বাক্যে একটি finite verb আছে,
কিন্তু যদি verb জাতীয় কোন শব্দ ব্যবহারে প্রয়োজন পড়ে এবং যদি বাক্যে লিংকার না থাকে তবে অর্থ বুঝে verb এর সাথে ing যোগ করতে হবে।
আর verb এর ing ই হচ্ছে present participle
You can check out here another English Grammar link ...
👇👇👇👇👇👇
2. Past participle -
এটার সাথে সবাই পরিচিত। বাক্যে একটি finite verb আছে কিন্তু যদি verb জাতীয় কোন শব্দ ব্যবহারে প্রয়োজন পড়ে এবং
যদি লিংকার না থাকে তবে ব্যবহার করতে হবে
মনে রাখতে হবে
শুধু v3 এবং v4 verb এর মত হলেও verb না এরা participle.
3. Infinitive :
অনেকে বলতে পারো এই জিনিসটা আবার কি?
এটা non finite verb
infinitive হচ্ছে to + v1. অর্থাৎ to এর পরে verb এর মূল ফর্ম
যেমন: to live, to eat, to cut ইত্যাদি
we eat to live এখানে একবার verb ব্যবহৃত হয়েছে
✪Adverb : যদি দেওয়া থাকে with adverb তখন এটি ব্যবহার করতে হবে
regularly, usually, fast, very ইত্যাদি শব্দ অর্থ বুঝে দিতে হবে |
✪Phrase :
এটি তিন ধরণের
1. Prepositional phrase - preposition + কোন শব্দ বা শব্দগুচ্ছ।
যেমন :
in the sky, with the help ইত্যাদি
2. Infinitive phrase - infinitive + শব্দ বা শব্দগুচ্ছ।
Infinitive সম্পর্কে উপরে বিস্তারিত ভাবে আগেই বলা হয়েছে
যেমন:
to go there, to seat on the chair ইত্যাদি। এখানে to go হচ্ছে infinitive তারপর শব্দ
3. Adverbial phrase: এর জন্য সীমিত সংখ্যক শব্দ।
যেমন:
here and there, to and fro, off and on, again and again
✪Noun-
Adjective : এটা বলতে বুঝায়, আসলে দুটিই noun কিন্তু আগের noun টি adjective এর মত কাজ করবে |
যেমন :
train journey, tea pot etc এখানে train journey কিসের journey?
train journey বলতে,journey র ধরণ বুঝিয়েছে,কাজেই train noun হলেও adjective এর মত কাজ করছে
✪Double / compound word: কিছু double word মিলে হয়
✪প্রশ্নের ধরন এবং উত্তর করার নিয়মঃ-
1. Pre modify the noun-
তাহলে ভয়ের কিছুই নাই যেভাবে এসএসসি তে without clue পড়ছি সেরকম অর্থ বুঝে যেকোন ধরণের শব্দ বসালেই হবে
2. post modify the verb -
আগের মতই,যাই থাকুক না কেন যদি আগের আলোচ্য বিষয়ের শব্দ গুলা না থাকে তবে ইচ্ছা স্বাধীন
pre modify the noun / adjective / verb/ etc .... এর সাথে যদি with infinitive / determiner ইত্যাদি না থাকে অর্থাৎ
নির্দিষ্ট যে এটা ব্যবহার কর।আর না থাকলে স্বাধীন ভাবেই উত্তর করো
Hello Viewers,
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Md._Muktar_Hossain
Thank YOu.........
পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।
1 Comments
LOVE u
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.