Header Ads Widget

Responsive Advertisement

Chittagong University Admission 2020-21 | Chittagong University | 30minuteeducation

 

Chittagong University Admission 2020-21



#Chittagong University



Chittagong University Admission 2020-21 #30minuteeducation
Chittagong University Admission 2020-21 #30minuteeducation

#30minuteeducation

Published Date:24/08/2020




কেনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধা বেশি অন্য প্রাইভেট/জাতীয় বিশ্ববিদ্যালয় এর চেয়ে..?

আজ আলোচনা করবো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার একচ্যুয়াল অপরচ্যুনিটি গুলো সম্পর্কেঃ




#সঠিক গাইডলাইনঃপাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ছাত্র/ছাত্রী গরীব ঘর থেকে স্ট্রাগল করে আসে ফলে জীবনের সঠিক লক্ষ-মাত্রা ও জীবন কে লক্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃড় প্রত্যয় তাদের মনে থাকে।


এর ফলে এমন বড় ভাই/আপু+সহপাঠী কে তোমার পাশে অলওয়েজ একজন গাইডলাইন হিসেবে পাবা।


যে তোমার ক্যারিয়ার এর জন্যে খুবই গুরুত্বপূর্ণ।



#পরীক্ষাঃ 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গুলো খুব বেশি কঠিন হয় না, আগের রাতে পড়েও সম্মানজনক ফলাফল করতে পারবে।



#ক্যারিয়ারঃ

নিজের স্বপ্ন পুরনে বিশ্ববিদ্যালয় তোমাকে অনেক সহযোগিতা করবে। মাত্র ২০-২৫ হাজার টাকায় তোমার ৫ বছরের জিবন শেষ।



#হলঃ  ফ্রি ওয়াইফাই, 

টিভি রুম,

গেমস রুম,

রিডিং রুম,

নামাজ পড়ার মসজিদ পাচ্ছো।



Chittagong University Area : 


#ক্যাম্পাসঃ চবির ২১০০ একর,

১১০০একর,

৭৫৩ একর বা ৬১০ একর এগুলো সব পাবলিক

বিশ্ববিদ্যালয়। এত সুবিশাল ক্যাম্পাসে  রয়েছে অনেক দৃষ্টিনন্দন জিনিস 

যেমন :

চারুকলা, 


টিএসসি,


রাজু ভাস্কর্য,


প্যারিস রোড,


সাবাস বাংলাদেশ,


ঝুলন্ত ব্রিজ,


মুক্ত মঞ্চ আরো নাম না জানা অনেক কিছুই।




#বন্ধুঃ

১-১২ ক্লাশে যত গুলো বন্ধু বানাতে পারো নাই বিশ্বাস কর তুমি ১২ দিনেই ভার্সিটিতে এসে এর থেকে বেশি বন্ধু বানাতে পারবে।



#সংগঠনঃ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আছে প্রায় ৩৯ টির মত সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন। চাইলে যেকোনো একটি তে যুক্ত হয়ে লিডারশীপ করতে পারবে।



#খেলাধুলাঃ

বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত খেলাধুলার সুযোগ আছে, এমনকি জাতীয় দলেও যেতে পারো এখন থেকে।

যদি তুমি খেলাধুলায় খুব ভালো হয়, তাহলে তোমার জন্য অনেক সুযোগ আছে।



পরিশেষে বলবো বিশ্ববিদ্যালয়ে তুমি সব কিছুই পাবে।


 তাই সময় নষ্ট না করে নিজের স্বপ্ন পুরনের জন্য এখনি শুরু করো। আপাতত একাডেমিক পড়াশুনা শুরু করো,পাশাপাশি নিজের স্বপ্ন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে থাকো।



একটা কথা মনে রাখবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমার এইচএসসির রেজাল্ট অনেক

গুরুত্বপূর্ণ।


ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে তোমাদের সফলতার খুশি তে।




If you like my content, feel free to share it on your favorite social network.


Author,

#Muktar_Hossain


Thank you....

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট এবং শেয়ার করবেন।


Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.