Header Ads Widget

Responsive Advertisement

Study Tips and Tricks | Final Exam Study Tips | 30minuteeducation


Study Tips And Tricks






বারবার পড়েও মনে রাখতে  রাখ‌তে পারো না??




Study Tips And Tricks #30minuteeducation
Study Tips And Tricks #30minuteeducation




#30minuteeducation
Published Date:23/08/2020



তবে আয়ত্ত্ব করো কিছু কৌশল।




স্যার আলবার্ট আইনস্টাইনকে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জিজ্ঞেস করল- "এক মাইলে কত কিলোমিটার হয় আপনি জানেন?"




আইনস্টাইন নিঃস্পৃহভাবে জবাব দিলেন- "না"। সাংবাদিক অবাক হয়ে বলল- "এত বড় বিজ্ঞানী হয়েও আপনি এই সামান্য বিষয় জানেন না?"




আইনস্টাইনের উত্তর- "যে তথ্য নোটবই ঘেঁটে ১০ সেকেন্ডেই বের করা যায় সেটা কষ্ট করে মনে রেখে কী লাভ??"





মূল সূত্র এখানেই। তোমাকে ঠিক করতে হবে কোনটা তুমি মনে রাখবে আর কোনটা না। পড়া মনে রাখা না রাখা অনেকাংশে নির্ভর করে এর উপরই। 


অযথা এক বস্তা অপ্রয়োজনীয় তথ্য দিয়ে মস্তিষ্ককে ক্লান্ত করবে না। একটু সাহায্য করি তোমাদের। আশা করি পড়া মনে রাখতে সুবিধা হবে। 






এই বিষয়গুলো খেয়াল রাখবেঃ👇👇👇
.
১. উজ্জ্বলতাঃ উজ্জ্বল জিনিস সহজেই আমাদের মনোযোগ কাড়ে। তাই চেষ্টা করবে ৩/৪ রকমের রঙিন মার্কার দিয়ে বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে পড়তে।




২. বিচ্ছিন্নতাঃ অনেক মানুষের ভীড়ে বিচ্ছিন্ন একজনের প্রতি সহজেই নজর পড়ে আমাদের। তাই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো আলাদা করে লিখবে পাশে। 

পরে পড়ার সময় ওগুলো মনে পড়বে সবার আগে।




৩. ব্যবহারঃ যে টপিক টা মনে রাখা প্রয়োজন, চেষ্টা করবে সেটা বাস্তব জীবনের কোন ঘটনার সাথে মেলাতে।



এগু‌লো আস‌লে কাজ করে ম্যাজিকের মত, সারাজীবন মনে থাকবে ঐ টপিক।

‌চেষ্টা ক‌রে দেখ‌তে পা‌রো।





Creative Education thinking & Improve your Student Life.....



Author,
#Muktar_Hossain



সবার জন্য শুভ কামনা রইল♥………



Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.