Header Ads Widget

Responsive Advertisement

English Preparation For University Admission Test | Admission English Grammar


HSC English Guideline





HSC English Guideline  #30minuteeducation
HSC English Guideline  #30minuteeducation


#30minuteeducation

Published Date:03/09/2020




এইচএসসি ও এডমিশন ইংরেজির ক্লিয়ার গাইডলাইন:

 

১. গ্রামার কিভাবে পড়বো?


২. কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ?


৩. রুলস কি মূখস্ত করবো?


৪. রুলস মনে রাখবো কিভাবে?


৫. আমার বেসিক একদম দুর্বল কি করবো?



চলো এক এক করে উত্তর গুলি দিয়ে ফেলি ।শুরুতেই এই কয়টা কথা মাথায় গেঁথে নাও।

ঢাবি সহ যে কোন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি গ্রামার থেকে প্রতিবছর প্রশ্ন আসে।



বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ইংরেজিতে পাশ তো করতে হবেই সেই সাথে ভালো নাম্বার পেতে হবে.........




১. গ্রামার কিভাবে পড়বো?


আসলে জানো কি! ইংরেজি ভাষাকে একটা সুশৃঙ্খল সিস্টেমে আনার জন্য গ্রামারের সৃষ্টি হয়েছে। এই কথা দ্বারা নিশ্চয় বুঝে গেছো গ্রামার বোঝার জিনিস, না বুঝে মূখস্থের জিনিস না।



যদি না বুঝে থাকো তবে আবার বলছি গ্রামার বুঝে পড়ার জিনিস, না বুঝে মূখস্ত করার জিনিস নয়। যারা না বুঝে মূখস্ত করে তারা কখনো সে গ্রামার কার্যকারি ভাবে কাজে লাগাতে পারে না।



আমাদের এই ধরাতে অনেক ছাত্র আছে যারা গ্রামারে খুবই দুর্বল। পড়লে কিছুই মনে থাকেনা, কিছুই বুঝেনা।



মাঝে মধ্যে গ্রামারের প্রতি মান অভিমান কাটিয়ে বই খানা হাতে নিয়ে দু চার মিনিট অতিবাহিত করার পর বলে "ধুর আমি পারিনা, আমার দ্বারা হবে না?"



এমনটা কেন হয় তা কি জানো!

কঠিন- ফটিন কিছু না তাদের আসল সমস্যা হচ্ছে গোড়ায়। এটা স্কুল, কলেজে ফাকিবাজির ফল।



আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী শুরু থেকেই গ্রামারের বেসিক বিষয় গুলা শিখানো হয়। বড় হবার সাথে সাথে শেখার গভিরতা বাড়ে। সমস্যা তখনি হয় যখন গোড়ায় পরিচর্যা বাদ দিয়ে আগায় পরিচর্যা করা শুরু হয়।



যেমন:- যে ভালোমত


Sentence,


Person,


Number,


Tense,


Parts of speech,


Case


বুঝেনা সে যদি প্রথমেই Narration নিয়ে বসে তাহলে সব কিছু তার মাথার উপর দিয়ে যাবে এটাই স্বাভাবিক।



এমতাবস্থায় তোমাদের করণীয় কি!



শুরুতেই একটু মাথা কে কাজে লাগাও। একটু ভেবে দেখ তো, একটা Sentence এ কি কি থাকে!



একটি Sentence এ কয়টি বিষয় থাকে তা জানতে হবে:-



i। একটি Subject থাকে। শুতরাং তোমাকে আগে জানতে হবে Subject হিসাবে কি কি বসে বা বসতে পারে।


যেমন:- Subject হিসাবে ৪ টা জিনস বসে,


#Noun


# Pronoun


#Gerund


# Infinitive


এর বাইরে Subject হবে না। তাহলে তোমাকে এই বিষয়ে ধারনা নিতে হবে।





ii। একটি Verb থাকে। এই Verb অংশে দুটি পার্ট থাকে। Verb টি হয়তো Finite হবে নতুবা Non Finite হবে।

তাহলে তোমাকে Verb সম্পর্কে ও ভালো ধারনা নিতে হবে।




iii। এরপর থাকে Object / Complement. এই দুইটি সম্পর্কে ও জেনে নিতে হবে। এভাবে একটু করে ভেবে চিন্তে পড়বা ইনশাল্লাহ ভালো ফল পাবা।




২. কোন টপিক্স গুলো গুরুত্বপূর্ণ ?


এই প্রশ্নের উত্তর দেবার আগে তোমাদের বলে নেই শুরুতে যে টপিক্স গুলা দেওয়া আছে সেগুলা আগে পড়বা।



কারণ ইংরেজি গ্রামার সিড়ির মত। একবারে ছাদে উঠা যায় না। ছাদে উঠতে গেলে একবারে শুরু থেকে যাত্রা আরম্ভ করতে হয়।



তাই এই সিরিয়ালি পড়ে গেলে গ্রামার বুঝতে তোমাদের জন্য সহজ হবে।




থ্রি স্টার(★★★)গুলো বেশি গুরুত্বপূর্ণ


Subject-Object-Complement


Person


Number★★


Article★★★


Parts of Speech★★★


Phrase & Clause★★


Conditional


Determinar★★


Degree★★


Tense★★★


Voice★★


Narration★★


Modal auxiliary★★★


Right Form of Verb★★★


Subject-verb agreement★★★


Causative★★★


Subjunctive★★★


Tag question★


Parallelism★


Dangling Modifiers


Transformation of sentence





এই সিরিয়ালে যদি টপিক্স গুলো পড় তবে অনেক সহজে গ্রামার শিখতে পারবে।




৩. রুলস কি মূখস্ত করবো?




৪. রুলস মনে রাখবো কিভাবে?


এই দুটি প্রশ্নের উত্তর এক সাথে দেব। দেখ অনেকে বলে রুলস মুখস্তের দরকার নেই বুঝে পড়লেই হবে। আমি এমন টা বলবো না।



কারণ সবার মেধা এক রকম না। আমি বলবো অবশ্যই রুলস গুলো মুখস্ত রাখবে যেন কোন Sentence সামনে আসলে ধরতে পারো আসে সেখানে কি কি নিয়ম সাধিত হয়েছে।



আর রুলস মনে রাখার জন্য একটা কাজই করতে হবে সেটা হল বেশি বেশি চর্চা করে যাওয়া।





৫. আমার বেসিক একদম দুর্বল কি করবো?


যাদের এমন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলব, সর্বশেষ সুযোগ হিসেবে একটা কাজ করতে পারো।


একটা ভালো গ্রামার বই থেকে এক্কেবারে প্রথম থেকে শুরু করো। যে ভাবে টপিক্স গুলো উপরে দেওয়া আছে।



একটু ধৈর্য নিয়ে পড় দেখবে সুফল আসবে। একটা বিষয় খেয়াল রাখবে কোন গ্রামার বই ই পরিপূর্ণ না।



এজন্য একটি বই কিনে ইংরেজির জাহাজ হতে চাইবে তা হবে না। আবার অনেক সময় কোন টপিক্স পড়তে বসলে দেখবে কোন জায়গাতে আটকে গিয়েছো।



তখন সেটা কারো থেকে সলভ করে নিবে বা অন্য বইয়ের হেল্প নিবে এবং নোট করে রাখবে পরে যেন পড়তে পারো।



গ্রামারের ক্ষেত্রে সফলতা পেতে হলে যে ধাপগুলো পার হতে হবে, যে রুলসটা পড়ছো তা ভালোভাবে বুঝতে হবে। রুলসটা মাথায় সেট করে নিতে হবে এ রুলসের আওতায় যত উদাহরণ আছে সব চর্চা করবে।




পরীক্ষার প্রশ্নে কোন প্রশ্নটা কোন গ্রামারে পড়বে সেটা ধরতে পারার সক্ষমতা এবং রিলসটি প্রশ্নে প্রয়োগ করতে পারা।



কোন রুলস কঠিন মনে হলে জাস্ট চিল, একটু শান্ত হও এবং রুলসটা টা মনোযোগ দিয়ে একবার পড়ার চেষ্টা করো।



রুলসটা কি জানাতে চাচ্ছে তুমি তা গ্রহন করো। মাথায় সেট করে উদাহরনের সাথে রুলসের লিংক খুজে বের করো।



কিসের কারনে কি পরিবর্তন হচ্ছে তা মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করো। ব্যাস ঝামেলা শেষ। এরপর কয়েকবার এ রুলসের আওতাভূক্ত সব উদাহরন বারবার প্রেকটিস করো। ইনশাআল্লাহ আর ভূলবেনা।




# গ্রামার শিখার জন্য একটা কার্যকারি এবং খুব দরকারি জিনিস হলো গ্রামারের জন্য একটা হ্যান্ডনেট বানিয়ে নাও।


যে গ্রামারটা পড়বা সেটাই এড করবা উদাহরনসহ। কোথায় সহজ নিয়মে পেলে সেটা এড করবে। আর এ হ্যান্ডনোটটা কয়েকদিন পর পর রিভিশন দিবা।





এরফলে যে সুবিধা হবে:-


(১) বিভিন্ন জায়গায় থেকে হিজিবিজিভাবে গ্রামার পড়ার থেকে একজায়গায় সবগুলো রুলসের ভান্ডার থাকবে।



(২) এর ফলে হঠাৎ গ্রামারে সমস্যা হলে দ্রুত খুজে নিয়ে দেখতে পারবে।



(৩) হ্যান্ডনোটের গ্রামারগুলো বারবার রিভিশন দিতে দিতে কয়েকদিন পর এমনেই আত্মস্থ হয়ে যাবে। ফলে এগুলা আজীবন মনে থাকবে।



আর হ্যাঁ , #গ্রামারের কোন প্রশ্ন হুবহু রিপিট আসেনা তবে টপিক্স বা রুলস রিপিট হয়। তাই বুঝে পড়ার বিকল্প নেই।




Our YouTube Channel Link Please Subscribe & more videos : 

Two Learning




If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

0 Comments