Header Ads Widget

Responsive Advertisement

Rules of Case | Genitive Case | Case Study Method | 30minuteeducation

                                        

Rules of Case 



Case (কারক)




 #30minuteeducation

Last Update:17/07/2020




Section 1:

 

Sentence কোন thing বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case বলে।

 

ইংরেজিতে thing বা pronoun এর Case সাধারনত পাঁচ রকমের হয়ে থাকে। এগুলো হল-

 

1. Nominative case

 

2. Objective case

 

3. Possessive case

 

4. Vocative case

 

5. Dative case

 


Note: Dative case কে সাধারনত স্বতন্ত্র কারক হিসেবে গণ্য করা হলেও আধুনিক English grammer এটিকে object তথা Objective case রুপে গণ্য করে। 


তাই English language structure মূলত চার প্রকার case আলোচিত হয়।

 



Biggest word in the world   👈👈👈click to see...




Nominative case:

যখন কোন thing বা pronoun কর্তা রুপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে।

 

কে (who) অথবা (what) কি দ্বারা প্রশ্ন করলে Nominative পাওয়া যাবে ।

 

For instance/Example:

- Orin goes to class. [কে (who) স্কুলে যায়?]

 


এছাড়াও pronoun, modifier,Infinitive, "ing" word, verbal thing, state, proviso, and so forth. Nominative case রূপে ব্যবহৃত হয়।

 


Nominative রূপে thing - Orin goes to class.

 

Nominative রূপে pronoun – He visited Khulna.

 

Nominative রূপে modifier – The poor live close by to mouth.

 

Nominative রূপে infinitive – To blunder is human.

 

Nominative রূপে "ing" word – Walking is a decent exercise.

 

Nominative রূপে verbal thing – The perusing of paper is a decent propensity.

 

Nominative রূপে state – A man of letters came here.

 

Nominative রূপে statement – What he says is known to all.

 



Objective/ target case:


যখন কোন thing বা pronoun কর্ম রুপে ব্যবহৃত হয় তখন তাকে Objective case বলে।

 

কাকে (whom) অথবা কি (what) দ্বারা প্রশ্ন করলে objective পাওয়া যাবে ।


 

- Rahim peruses a book. (rahim কী পড়ছে? - book)

 

- The pony kicked the kid. (কাকে kick করেছে? – the kid)

 




Rules of Case #30minuteeducation
Rules of Case #30minuteeducation




Objective/Target case দুই প্রকার:

 

Accusative case-কোন sentence যদি বস্তুবাচক thing – action word এর object রূপে বসে, তবে তাকে Accusative case বলে।

 

- He purchased a vehicle. (vehicle বস্তুবাচক thing)

 

Dative case – কোন sentence যদি ব্যেক্তিবাচক thing – action word এর object রূপে বসে, তবে তাকে Dative case বলে।

 

- I like the man. (The man ব্যেক্তিবাচক thing)

 

এছাড়াও thing, pronoun, descriptive word, infinitive, "ing" word, verbal thing, express, proviso, and so forth. Target case রূপে ব্যবহৃত হয়।

 

Target case রূপে thing – He peruses the Quran.



  Flow Chart বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন .

👇👇👇

....Flow Chart.....



Target case রূপে pronoun – We called him.

 

Target case রূপে descriptive word – He helps poor people.

 

Target case রূপে infinitive – I need to rest.

 

Target case রূপে verbal thing – I like the playing of cricket.

 

Target case রূপে express – I met a man of parts.

 

Target case রূপে proviso – I know how he did it.

 


Section 3

 

Possessive case:

 

অধিকার বা কর্তৃত্ব বোঝাতে । “কার” প্রশ্নের উত্তর দেয়।

 

- This is Ram's book. (কার বই-Ram এর)

 

- These are Shakespeare's plays.(কার নাটক - Shakespeare এর)

 


Arrangementof Possessive case:

 


1. শেষে 's' বিহীন particular thing এর সাধারণত Apostrophe ('s) যোগ করে Possessive করা হয়। 


এটা জীবিত thing এর ক্ষেত্রে হয়।

যেমন-Shawkot's book, kamal's pen, mother's glass, child's toy.

 



2. শেষে 's' যুক্ত particular thing এর শেষে শুধু Apostrophe যোগ করে Possessive করা হয়। 

যেখানে -ধ্বনি একাধিক থাকে। 

যেমন-jesus' discourse, brutass' vehicle, keates' sonnet.

 



3. শেষে 's' বিহীন plural thing এর সাধারণত Apostrophe ('s) যোগ করে Possessive করা হয়। 

যেমন-ladies' co-employable, kids' park, men's dress, individuals' republic.

 


4. শেষে 's' যুক্ত plural thing এর শেষে শুধু Apostrophe যোগ করে Possessive করা হয়। 

যেমন-young men's school, young ladies' school, mariners' top, siblings' nursery.

 



5. Compound thing এর শেষে Apostrophe ('s) যোগ করে Possessive করা হয়।

যেমন-brother by marriage home, Inspector-general's office.

 


6. Furthermore, দ্বারা যুক্ত একাধিক thing যৌথ অধিকার প্রকাশ করলে শেষের thing টির সাথে ('s) যোগ করতে হয়।

যেমন-Rahim and Karim's level. Sami and Rahi's mom.

 


7. সাধারণত ব্যক্তির ক্ষেত্রে ('s) বসিয়ে বা তার পূর্বে of বসিয়ে Possessive করা হয়। 

যেমন-Rahim's hen or The hen of Rahim. Rabbi's goat or the goat of rabbi.

 


8. অচেতন পদার্থের ক্ষেত্রে ('s) না বসিয়ে of বসিয়ে Possessive করতে হয়। 

যেমন-

Off base – The Chair's legs are broken.

Right – The legs of seat are broken.

 



9. সময়, দুরুত্ব ওজন প্রকাশক thing এর সাথে (s') যোগ করে Possessive করতে হয়। 

যেমন – Three days' leave, A yard's length, A ton's weight.

 



Vocative case:

 

Go there, Rahim. May I come in sir.

 

উপরের sentence দুটিতে Rahim and sir দুটি thing সম্বোধন করে কিছু বলা আছে। 


এখানে thing দুটির সাথে স্ব বাক্য দুটির অপর অংশ দুটির সাথে যে সম্পর্ক তাই Vocative case 


এক কথায় বাক্যে thing এর মাধ্যমে কাউকে কে সম্বোধন করে কিছু বলা হলে তার Vocative case হয়। একে nominative location বা instance of address বলা হয়।

 


যেমন – Brother, might I be able to take your pen?

 

Farewell, mother. Come here. Go there.





Hello Viewers,

You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇


1.Rules of Articles


2.Simple, Complex & Compound



If you like my content, feel free to share it on your favorite social network.


Author,

#Muktar_Hossain


Thank you....

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট এবং শেয়ার করবেন।

Post a Comment

0 Comments