Header Ads Widget

Responsive Advertisement

Public University vs National University | PU Vs NU | 30minuteeducation



Public University VS National University 

( PU vs NU )




#30minuteeducation
Published Date:19/07/2020




পোস্ট টা অনেক বড় হয়ে যাবে । তবুও শেষ পর্যন্ত অবশ্যয় পড়বা । আমি আগের পোস্ট গুলোতে বলি,সেই ভাবেই আলোচনা করি । 


আচ্ছা যাই হোক কাজের কথায় আসি । আজকে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করবো । এবং তোমাদের অনেক অজানা জিনিস জানতে পারবা ।



.............................................
এখন কাজের কথায় আসি ...

এইবার পয়েন্ট গুলো পড়ে ফেলো👇👇

PU(Public University) তোমাকে কি দিতে পারবে এবং NU তোমাকে কতটা পেছনে ফেলে রাখবে এবং তুমি পাবা অনেক অনেক কিছু PU থেকে ।




১। মুক্ত চিন্তাঃ PU থেকে তুমি করতে পারবা মুক্ত চিন্তা । যেইটা তুমি NU থেকে কখনোই পাবানা ।


NU তে শুধু ক্লাস করো আর পরিক্ষা দাও,ব্যাচ লাইফ টা এইখানেই সীমাবদ্ধ ।

 তুমি যে বড় কিছু করতে পারবা,তুমি যে বড় কিছু হবেই এইটা তোমার চিন্তাই আসবেনা । 

আসলেও সেই অনুযায়ী প্রদক্ষেপ নেয়াটা কখনোই হয়ে উঠবে না ।





...
২। বড় Platform : PU তে তুমি পাবা অনেক বড় Platform । যেখান থেকে তুমি তোমার জীবনের মোড় যেকোনো সময় ঘুরিয়ে ফেলতে পারো । 


অন্যদিকে NU তে কত বড় প্লাটফর্ম সেইটা ইন্টার লাইফ থেকেই দেখে আসছো । তাই আমি আর এইটা নিয়ে আলোচনা করছিনা ।




...
৩। আত্মবিশ্বাস এবং নিজেকে কারো থেকে কম মনে হবেনা PU তে পড়লে ।




...
৪। PU তে পাবা Departmental Family . যেইটা NU তে কখনোই পাবা না ।




...
৫। PU তে পড়া লেখা হয় English Verson এ । NU তে বাংলা ।




...
৬। PU তে পাবা ডক্টরেট প্রফেসর । এই রকম স্যারদের ক্লাস করার সৌভাগ্য NU দের হয় না ।


...
৭। উন্নত মানের ল্যাব সুবিধা PU তে ।



...
৮। এয়ারকন্ডিশন (AC) ক্লাসরুম,সিট গুলো উন্নত মানের । যেইটা NU তে পাবানা কখনো ।




| Bangladesh Open University |




৯। আত্মশুদ্ধিঃ তোমার যদি কোনো খারাপ আচরন বা ভুল ব্যড হাভিট থাকে তাহলে এইখানে এসে ঐগুলো সব ঠিক হতে বাধ্য । 


কিন্তু NU থেকে ছাত্রছাত্রীরা নিজেকে বেশি চালাক ভেবে বেশি বেশিই মুডে চলে । এদের ভুল গুলো কে ধরিয়ে দেয়ার মত কেউ থাকেনা ।




...
১০। সময়ানুবর্তীতাঃ ১ সেকেন্ড এর কত মূল্য এইটা PU তে আসলেই বুঝতে পারবা । আর NU তো ইন্টার এর মতই মনে হবে ।




...
১১। Networking: PU তে আসলে তোমার এত নামি দামি মানুষের সাথে উঠাবসা হবে যে,তুমি ভাবতেও পারবানা । 


এবং তাদের মাধ্যামে ভালো কিছু পেয়েও যেতে পারো তোমার জীবনে । এইরকম টা তুমি NU তে পাবানা ।




...
১২। সীমিত খরচ PU তে( খরচ নেই বললেই চলে):  

NU তে পড়তে তোমার যা খরচ হবে । এই খরচ দিয়েই তুমি পাবলিকে পড়ার ভর্তি কোচিং করার খরচ চালিয়ে এবং পড়া লেখা করে বের হয়ে যেতে পারবা ।




...
১৩। স্কলারশিপ সুবিধাঃ PU তে যদি চান্স পাও এবং তোমার আর্থিক অবস্থা যদি খারাপ হয় তাহলে তুমি অনেক গুলো স্কলারশিপ পাবার যোগ্য হবা । ৩০/৩৫ ধরনের স্কলারশিপ পাওয়া যায় এখানে । 



তুমি যদি মিনিমাম ২/৩ টা পাও তাহলে মাসিক ৬/৭ হাজার টাকা পাবা মাস্টার্স পর্যন্ত অর্থাৎ ৫ বছর পাবা প্রতি মাসে ।





...
১৪। আলাদা করে Tuition করা লাগেনা PU তেঃ এখানে রেগুলার ক্লাস গুলো করলেই আর কিছু লাগেনা । আর NU তে পড়লে তোমাকেTuition করার জন্য দৌড়াতে হবে এইদিক ওইদিক । 


কলেজের স্যার দের কাছেTuition না করলে এক্সামে mark দেবেনা । কিন্তু PU তে কোনো tuition করা লাগেনা আলাদা করে । আর করার কোনো সুযোগ ও নেই ।





...
১৫। NU এর মত PU তে এত বই কেনা লাগেনা ।



...
১৬। PU তে পাবা নিজস্ব যাতায়াত সুবিধা(বাস/ট্রেন) ফ্রি ।




...
১৭। এইখানে পাবা সিনিওর জুনিয়র মধুর সম্পর্ক এবং ভালো ফ্রেন্ড সারকেল । যেইটা NU তে পাবা না । পেলেও PU এর মত কখনোই নয়।
...




১৮। Fomality Maintain,Presentation,viva regularity এইসব এর কোনো কিছুই NU এর Student ra  শোনেনি ।



...
১৯। PU তে পড়লে তোমার একটা প্রোফাইল তৈরি হবে এবং তুমি পাবা সারাজিবনের একটা পরিচয়ঃ ভেবে দেখো । তুমি একদিন দাদু/দাদি হবা ।



 সেদিন তোমার নাতিপুতিও যদি জিজ্ঞাস করে যে,দাদু/দিদি তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করেছিলে ?


এমনকি তুমি যেখানেই চাকরি করোনা কেনো, মাঝে মাঝে এই রকম প্রশ্নের মুখাপেক্ষী হতে হবে ।





Public University VS National University (PU Vs NU) #30minuteeducation
Public University VS National University (PU Vs NU) #30minuteeducation






...

২০। অনেক ইভেন্ট,কালচারাল প্রোগ্রাম,সেমিনার,সাংস্কৃতিক অনুষ্ঠানPU তে পাবা । কিন্তুNU তে পাবা না ।




...
২১। পাশের বাসার আন্টিরা তোমার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবেনা । এদের মুখ বন্ধ করে দিতে পারবা PU তে পড়লে ।



 যদিও তবুও বলার চেষ্টা করে । কিন্তু দূর থেকেই বলবে ।Public University VS National University (PU Vs NU)



...
২২। প্রতিযোগিতা করে পড়ার অনেক বড় একটা জায়গা PU .এখানে থাকে দেশসেরা মেধাবী এবং পরিশ্রমী Student.



...
২৩। বন্ধুদের মাঝে কথা বলার মুল্যয়নঃ তোমার স্কুল কলেজ এর বন্ধুদের সাথে আড্ডা বা কথা বলার সময় তুমি তাদের কাছে মূল্যবান হয়ে যাবা । 


তোমার প্রতিটা কথার মূল্য দিবে সবাই । আর যদি তুমি NU তে পড় । এবং তোমার বন্ধুরা PU তে পড়ে তাহলে তোমাকে আগের মত কেউ কেয়ার করবেনা । 



তুমি তাদের মাঝে কথা বললেও তোমার নিজের কাছেই ছোট মনে হবে ।




...
২৪। এলাকার সেরা পাত্র হওয়াঃ প্রতিটা এলাকায় খুব কম ছাত্রছাত্রীই আছে যারা PU তে পড়ে ।



কিন্তু তুমি যদি এইটা জয় করতে পারো,তাহলে দেখবা তোমার নিজের এলাকায় তোমার মূল্যটা ঠিক কতটুকু ।







...
২৫। আত্মীয় দের মাজে নিজের স্টাটাস টা বজায় রাখাঃ তোমার আপনজন দের কাছে তুমি সোনায় সোহাগা হয়ে থাকবে সারাজিবন । 


অনেকের মামা,খালু থাকে যারা কিনা অলটাইম বক বক করে এবং ডিমোটিভেট করে । 

তাদের মাঝে তুমি তোমার সফলতা দেখিয়ে পাওয়ারফুল হতে পারবা ।



...
২৬। সমাজের কাছে মা-বাবার মুখ উজ্জ্বল করতে পারবা PU তে চান্স পেয়ে ।




...
২৭। বড় হবার প্রচন্ড ইচ্ছা শক্তি এবং অনেক সপ্ন তৈরি হবে PU থেকেই ।



...
২৮। প্রতিদিন নতুন নতুন কিছু জানতে পারবা এবং অবাক হয়ে যাবা । কিন্তু NU তে প্রতিদিন একই রুটিনে চলবে জীবন ।



...
২৯। PU তে পাবা Demandable  Certificate 




...
৩০। ভালো একটা লাইফ পার্টনারও পেয়ে যেতে পারো PU থেকেঃ 

যার ক্যারিয়ার আছে এবং ক্যারিয়ার নিয়ে চিন্তা করে,যারা বাজে কাজে সময় নষ্ট করেনা ,সেইতো ভালো লাইফ পার্টনার তাইনা???





(৩০ নাম্বার টা মেয়েদের জন্য প্রযোজ্য)

Public University VS National University (PU Vs NU) Read more click down....👇👇👇👇



...
৩১। PU তে পড়া লেখার পাশাপাশি বিনোদন,ইনজয়,ট্যুর ইত্যাদি সব কিছুই NU থেকে অনেক অনেক বেশি হয় ।




...
৩২। লাইব্রেরীঃ PU তে আছে উন্নতমানের লাইব্রেরী । যেখানে ঢুকলে তোমার আর বের হতেই ইচ্ছে করবেনা । 


আর NU তে লাইব্রেরী কেমন সেইটা তোমার নিজের কলেজে যেমনটা দেখেছো সেইটাই লাইব্রেরী ।



...
৩৩। খেলাধুলা করার জন্য অপার সুযোগঃ আগের পোস্ট  পড়ে এসো । সেখানে অনেক ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছি খেলাধুলার ব্যাপার টা ।



...
৩৪। অডিটোরিয়ামঃ ইভেন্ট,প্রোগ্রাম,লেকচার ইত্যাদির এর জন্য উন্নত মানের বিশাল অডিটোরিয়াম  PU তে পাবা । NU তে অডিটোরিয়াম নেই ।




...
৩৫। ক্যাম্পাসঃ ঘুরাঘুরি করার জন্য পাবা অনেক বড় মনোরম ক্যাম্পাস । যেইটা NU তে কখনোই পাবা না ।



...
৩৬। PU তে পাবা নিজস্ব চিকিৎসাকেন্দ্র(একদম বিনা খরচে চিকিৎসা) ।





...
৩৭। ব্যায়ামাগারঃ PU তে পাবা উন্নত মানের ব্যায়ামাগার,সুইমিংপুল,স্টেডিয়াম সুবিধা (বিনা খরচে)।




(বিঃদ্রঃ শুধুমাত্র রাঃবিঃ(RU) তেই নিজস্ব স্টেডিয়াম আছে । অন্যগুলো তে নেই)





...
৩৮। তুমি PU তে পড়লে তোমার নিজের খরচ চালিয়ে নেয়ার জন্য Tuition করিয়ে চলতে পারবা । NU তেও হয় । তবে PU এর মত না । PU অগ্রাধিকার পাবে ।




...
৩৯। ভর্তি কোচিং এ শিক্ষকতা করতে পারবা PU তে পড়লে । এখানে অনেক সালামি পাওয়া যায় ।





...
৪০। ক্লাব সুবিধাঃ PU তে বিভিন্ন ক্লাবে,অর্গানাইজেশনে যুক্ত থেকে তুমি তোমার নিজের দক্ষতাকে অনেক অনেক শক্তিশালী করতে পারবা । 


এইটা কি এবং কেনো বুঝতে হলে তোমাকে আমার আগের পোস্ট অবশ্যয় পড়তে হবে ,সেই পোস্ট টার টাইটেল "PU তে কেনো পড়বো" । সেখানে অনেক সুন্দর ভাবে আলোচনা করা আছে অনেক কিছু ।






...
৪১। বিশেষ অফারঃ PU তে এমন কিছু সাব্জেক্ট এবং Networking আছে যে,তোমার লেখাপড়া চলাকালে বা শেষ করতে করতেই অনেক বড় বড় চাকরির অফার পেয়ে যেতে পারো । 


কিছু Department আছে লেখাপড়া করতে করতেই চাকরি । যেমন-IBA, Pharmacy, BUTEX এর কিছু সাবজেক্ট,এবং DVM,Microbiology etc .



এবং কিছু Department আছে যেইগুলোতে পড়া লেখা শেষ করতে করতেই চাকরি । যেমন 



CSE,ICE,ME,EEE,STATISTICS,IR,Economics etc.

আবার কিছু সাব্জেক্ট আছে যেইগুলোতে রেজাল্টের ভিত্তিতেই চাকরি সাথ সাথেই ।




...
৪২। ক্যারিয়ার চিন্তাঃ একমাত্র PU তেই আসলে তুমি তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে শুরু করবে। 


আজকে বসে ৪ বছর পর কি কি করবে সেই চিন্তাও করবে তুমি । তোমাকে তোমার গোল করার জন্য কি কি পথ ফলো করতে হবে সেইটা তুমি আজকে থেকেই বুঝতে পারবা ।



 কিন্তু NU তে থেকে তুমি একটা জিনিসই ভাবতে থাকবা সবসময়,যে,পড়া লেখা শেষ করলেই চাকরি ।



অনেকে ভাবে NU থেকে পড়লেই চাকরি তো পেয়েই যাবো ।
কিন্তু ভাইয়া চাকরি টা এতটা সহজ না ।




এখন পর্যন্ত বাংলাদেশে ১৮ লাখ শিক্ষিত বেকার আছে । ২০২৬/২০২৮ এর পর ৩৫/৪০ লাখ পার হয়ে যাবে । তাহলে এইবার ভাবো কতটা প্রতিযোগিতার যুগ । 


আর এই করোনার জন্য সারা পৃথিবী তে কোটি কোটি বেকার হচ্ছে মানুষ ।



(আচ্ছা যাই হোক এইটা নিয়ে আগামী কোনো এক পোস্টে আলোচনা করা যাবে )


চাকরি করতে অনেক অনেক দক্ষতা এবং যোগ্যতা লাগে । সেইটা কি এবং কেনো তা NU এর স্টুডেন্ট রা জানেই না । তারা শুধু জানে BCS দিলেই সব শেষ ।



আর এইদিকে PU এর স্টুডেন্ট রা এই ৪/৫ বছরে অনেক এগিয়ে গিয়েছে । রেজাল্টের সাথে দক্ষতা এবং যোগ্যতা সবকিছুই এচিভ করে ফেলে ।



...
৪৩।কালচারঃ PU তে পাবা ৬৪ জেলার মানুষ এবং তাদের কালচার । তাদের সাথে উঠাবসা,চলাফেরা করতে পারবা যেইটা থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবা । 



কিন্তু NU তে ২/৩ জেলার মানুষ পাবা ।




...
৪৪। PU তে চান্স পেলে তুমি তোমার স্কুল কলেজের স্যার,ম্যাম দের কাছে অনেক ভালোবাসা এবং আদর পাবা । 


তোমার সফলতার গল্প তারা জুনিয়র দের কাছে সবসময় করবে । কিন্তু এইদিকে NU তে পড়লে তোমাকে কেউ মনেও রাখবেনা ।



...
৪৫। PU তে পড়লে সবার কাছে তোমার নিজের মূল্য পাবা । সবার সহানুভূতি পাবা । সবাই তোমার কথার মুল্যয়ন করবে ।




...
৪৬। এইযে তুমি অনেক পরিশ্রম করে অনেক অনেক ত্যাগ স্বীকার করে PU তে চান্স পেয়েছো এইটা তোমার সারাজীবন কাজে লাগবে । 



যেমন_তুমি পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করার এবং লেগে থাকার প্রবনতা তোমার ভেতর থাকবে ।



লাইফ এর পরের গোল যেমন_BCS সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরিক্ষাই তুমি নিজের আত্মবিশ্বাস কখনো হারাবেনা । তখন তোমার নিজের মধ্যে সব কিছু Don’t Care মনে হবে ।



কিন্তু NU এর স্টুডেন্ট রা প্রতিযোগিতামূলক পরিক্ষা দেখলেই ভয়ে পালাবে ।


তারা মনে করবে আমাদের উপরে PU এর স্টুডেন্ট আছে,তাই আমি NU এর স্টুডেন্ট হয়ে কিভাবে তাদের সাথে পারবো???



তারা যে বার্থ এইটাই সবসময় মনে মনে পাট করবে ।

অনেকে আছে তারা ভাবে NU থেকেও তো BCS ক্যাডার বের হয়,এখান থেকেও তো বড় বড় যায়গায় যায় ।



এইটা হলো ব্যাতিক্রম । এইটা ভেবে রেখে লাভ নেই । এরা এক্সট্রা অডিনারি । এরা ঘরে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবে না । 


তারা জানার চেষ্টা করে আমি কেনো PU থেকে পিছিয়ে,তারা জানার চেষ্টা করে  PU আর NU এর মধ্যে পার্থক্য টা কি । তারা ৪/৫ বছর পরের ক্যারিয়ার চিন্তা করে ।


 তাদের PU পড়া বন্ধুদের কাছে Advice নেয় । তাদের NETWORKING skill অনেক ভালো ।



তাই এই ২/১ ব্যাতিক্রমদের দেখে NU কে প্রাধান্য দিয়ে লাভ নেই ।
...
.........
পোস্ট টা অনেক অনেক বড় হয়ে গেলো । তাই আর বড় করতে চাচ্ছি না । এইরকম হাজার টা তুলনা দেয়া যায় । কিন্তু এত লেখা এবং এত বড় পোস্ট করা সম্ভব নয় ।



আসা করি এই পোস্ট টা ভালো লাগলে শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিবা ।



আসা করি সবাই বুঝতে পেরেছো । এখন নিজের কাছেই বিবেচনা করে দেখো তুমি কোথায় আছো,আর কোথায় যাচ্ছো ।





Hello Viewers,

You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇


1.Rules of Articles


2.Simple, Complex & Compound


3.admission english exam topics


 

If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

 

Thank you all......



Post a Comment

1 Comments

  1. akdom tik kota PU te chance payle jibon sartok. Ar NU te porle temon konk enjoy nai bollai Cola. Nice your post.

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.