Header Ads Widget

Responsive Advertisement

How to Successful in the University Admission | Admission War


How to Successful in the University Admission




বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে সফল হতে করনীয় ও বর্জনীয়.......





#30minuteeducation
Last Update : 15/07/2020





-পরিবার,সমাজ এগুলো খুব ছোট্ট বেলা থেকেই আমাদের স্বপ্ন দেখিয়েছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার।


আমরা রীতিমত সেই স্বপ্নের পিছনে ছুটছি নিরন্তর।কিন্তু নিজেকে প্রশ্ন করেছি কতজন যে কেনো আমাকে ডাক্তার হতে হবে?




Rajshahi University Admission test:   Rajshahi University





- সিংহভাগের উত্তর টা হবে সেবা ও ব্যাপক অর্থ কিংবা সামাজিক মর্যাদা।


কিন্তু আমাদের উচিত সফলতা নামক শব্দটির পিছনে দৌড়ানো,মোটেও ডাক্তার/ইন্জিনিয়ার নামক অস্তিত্বের পিছনে নয়। ডাক্তার/ইন্জিনিয়ার সফল হবার এক একটা উপায় মাত্র।



তাই আবেগকে প্রশ্রয় না দিয়ে নিজের স্বকীয়তা বজায় রেখে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে।




✍️এডমিশনে সফল হবার উপায়: (How to Successful in the University Admission)




১। একাডেমিক রেজাল্ট::

ভর্তি যুদ্ধে এগিয়ে থাকার প্রধান এজেন্ট এইচএসসি রেজাল্ট। এডমিশন কোচিং,শীট কিংবা টিউটর না খুঁজে আগে একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে।






২। হতাশা পরিহার:::

ঢাবিতে ১৫০০সিট পরীক্ষা দিচ্ছে ১লক্ষ+ আমার দ্বারা সম্ভব না।এমন ভাবনা আসে কখনো? তার মানে হতাশায় আছো তুমিও।

এমন হতাশ হলেই রীতিমত কয়েকধাপ পিছিয়ে গেলে।


ভাবতে হবে ঠিক এভাবে," ঢাবি ক ইউনিটে ১৭৫০ সিট,আমার লাগবে ১সিট।" 






How to Successful in the University Admission #30minuteeducation
How To Successful In The University Admission #30minuteeducation






৩।ওভার কন্ফিডেন্স পরিহার:::: 


কোচিং এর তুখর ব্যাচ,ভালো নম্বর প্রাপ্তি একটা সময় কনফিডেন্স লেভেলের ১২টা বাজিয়ে দিবে।আই ডোন্ট কেয়ার ভাব চলে আসবে। চান্স না পাবার প্রধান কারন এটি।





| To Be Successful In The Battle For University Admission | 



৪।সঠিক গাইডলাইন::::


এই সেক্টরটা ভয়ানক ধরনের গুরুত্বপূর্ণ।

১৬-১৮ ঘন্টা কলুর বদলের মত পরিশ্রম করেও ফিডব্যাক জিরো হতে পারে যদি টপিক সিলেকশন করতে না পারো। 


তোমার দূর্বলতা ধরিয়ে দেওয়ার জন্য হলেও পরিচিত কোনো বড় ভাইয়া-আপুর সাথে যোগাযোগ রাখতে হবে।






৫। রুটিন মাফিক পড়াশোনা ও সুস্থ থাকা:::::


 এডমিশন সিজনে সুস্থ থাকা খুব জরুরী।আর রুটিন মাফিক নিয়মিত পড়লেই যথেষ্ট।তবে একদিন ১২ ঘন্টা পড়ে পরবর্তী ৩দিন খোজ নাই মোটেও এমনটা করা যাবে না।






✍️এডমিশনে ব্যর্থ হবার কারন সমূহ::::::



১।সর্বদা হাতে থাকা জাদুকরী ডিভাইস(স্মার্টফোন)


২। রিলেশনশিপ নামক অস্তিত্বে ডুবে থাকা।


৩।মেডিকেল নাকি বিশ্ববিদ্যালয় এরূপ ভুল সিদ্ধান্ত।


৪।প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা না থাকা।


৫।বাজারের বিভিন্ন রঙীন মোড়কের বই দেখে আকৃষ্ট হয়ে বোর্ড বই না পড়া।





আশাকরি বুঝতে পারছেন.......





If you like my content, feel free to share it on your favorite social network.


Author,

#Muktar_Hossain


Thank you....

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট এবং শেয়ার করবেন।

Post a Comment

1 Comments

  1. very helpful this post our university admission..
    thank you bro....

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.