Header Ads Widget

Responsive Advertisement

Rajshahi University Unit Introduction Seats and Distribution | RU Admission 2020-21

 

Rajshahi University Unit Introduction 

Seats And Distribution


 

Rajshahi University Unit Introduction Seats And Distribution #30minuteeducation
Rajshahi University Unit Introduction Seats And Distribution #30minuteeducation


#30minuteeducation

Published Date: 26/10/2020



| Rajshahi University Admission 2020-21 | 



রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ইউনিট পরিচিতি,আসন ও মানবন্টন:


✍️রাবিতে জিপিএ এর উপর কোনো মার্ক নেই।


✍️ নেগেটিভ মার্ক নেই।


✍️ সেকেন্ড টাইম নাই।


✍️ রেজাল্ট ইম্প্রুভ হলে পরীক্ষা দেওয়া যাবে।



আবেদন যোগ‍্যতা:

যেহেতু এবার রেজাল্ট সিস্টেমে ব‍্যাপক পরিবর্তন এসেছে তাই সার্কুলার দেওয়ার আগে এটা বলা যাচ্ছে না।


গতবছরের প্রাথমিক আবেদন যোগ‍্যতা:


মানবিক:SSC,HSC তে আলাদাভাবে ৩.০ এবং টোটাল ৭.০০


বানিজ্য: SSC,HSC তে আলাদাভাবে ৩.৫ এবং টোটাল ৭.৫


বিজ্ঞান: SSC,HSC তে আলাদাভাবে ৩.৫ এবং টোটাল ৮.০০



🖍️ এমসিকিউ ৫০ মিনিট( ৬০টি প্রশ্ন)


🖍️লিখিত : ৪০ মিনিট( ২০টি প্রশ্ন,প্রতিটি প্রশ্নের পূর্ণমান ০২)


📥A Unit(মানবিক+ বিভাগ পরিবর্তন)

✍️আসন- ২০৭০+

🗒️A ইউনিটের মান বন্টন


MCQ:

 বাংলা-১৫ 

ইংরেজি-১৫

সাধারণ জ্ঞান-৩০


লিখিতঃ

বাংলা-২০

ইংরেজি-২০



📥B Unit(বানিজ্য)

✍️আসন-৫০০+

🗒️B ইউনিটের মান বন্টন:

বানিজ্য:MCQ

১.ইংরেজি ১২

২.ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০

৩.হিসাব বিজ্ঞান ২০

৪.আইসিটি ০৮

লিখিত:

১.ইংরেজি ০৮

২.ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১৬

৩.হিসাব বিজ্ঞান ১৬



📥C Unit (বিজ্ঞান)

✍️আসন- ১৫৭০+

✍️C ইউনিটের মানবন্টন:

McQ অংশে দুটি শাখা:

শাখা-০১

(শাখা-০১ এর সকল বিষয়ে অংশগ্রহণ বাধ‍্যতামূলক)

ক.পদার্থ-১৬

খ.রসায়ন-১৬

গ.ইংরেজি-০৬

ঘ.আইসিটি-০৬

শাখা-০২

(যেকোনো ০১টি উত্তর করতে হবে)

ক. গনিত-১৬

খ.জীববিজ্ঞান-১৬

গ.গনিত+জীববিজ্ঞান-১৬

লিখিত অংশ:

ক.পদার্থ-১২

খ.রসায়ন-১২

গ.MCQ অংশে শাখা ০২ থেকে যে বিষয় দাগাবেন সেখান থেকে ০৮ টি প্রশ্নে ১৬ নম্বর।


[পরবর্তীতে ইউনিট ভিত্তিক কন্ডিশন ও সাবজেক্টগুলো নিয়ে বিস্তারিত পোস্ট পাবে]

সকল পোষ্টের নোটিফিকেশন পেতে এড/ফলো দিয়ে রাখবে নিজ দায়িত্বে।


দেখা হবে বিজয়ে...

শুভ কামনায়:



Hello Viewers,

You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇


1.Rules of Articles


2.Simple, Complex & Compound



If you like my content, feel free to share it on your favorite social network.


Author,

#Muktar_Hossain


Thank you....

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট এবং শেয়ার করবেন।

Post a Comment

0 Comments