Header Ads Widget

Responsive Advertisement

How to MCQ Solved | How to easy step by MCQ Solved | MCQ ভালো করার উপায়

                 

 How to MCQ Solved



#Science  #Commerce  #Arts সকলের জন্য -



 #30minuteeducation
Last update:19/07/2020



 #️MCQ ভালো করার উপায় -

 

MCQ নিয়ে সবারই মোটামুটি ভয় আছে। অনেকেই বল ভাইয়া MCQ কিভাবে ভালো করব। তাই আজ MCQ নিয়েই হাজির হলাম।

 

সম্পূর্ণ পড়া শেষে মতামত জানাবা

 

অনেকের এই মূহুর্তে সব থেকে বড় হতাশার নামই হচ্ছে MCQ, যতই পড়ি এমসিকিউ কমন আসে না! ভালো মার্কস আসে না, একদমই খারাপ অবস্থা!

 

সবকিছুর সমাধান আজকের পোষ্টে। তাই একটু মনোযোগ দিয়ে সবটুকু পড়ো।

 


MCQ কে এত্ত কঠিনভাবে না নিয়ে সহজভাবে ভাবতে হবে।

সবার আগে এমসিকিউ কমন পেতে হলে একটু টেকনিক্যালি পড়তে হবে।



ধরো, তুমি একটা অধ্যায় পড়ছো, অবশ্যই বুঝে পড়তে হবে। ধরো, কাল বাংলা ১ম পত্র এক্সাম৷ এটা নিয়েই উদাহরণ দিচ্ছি, সব বিষয়ের জন্য সেইম রুলস ফলো করতে হবে।


ধরো তুমি একটা অধ্যায় পড়তেছো।

 

👉প্রথমে অধ্যায়টা পুরোটা মন দিয়ে একবার পড়ে নিবা। পড়ার সময়ে অবশ্যই গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে রাখতে হবে। 


যে লাইন থেকে এমসিকিউ করার সম্ভাবনা থাকে সেটা তুমি দেখলেই বুঝবে সেই গুরুত্বপূর্ণ লাইনটা কলম/পেন্সিল দিয়ে দাগিয়ে রাখতে হবে।



👉এরপর তুমি রিটেনের জন্য যেই টপিকসগুলা পড়বে সেখান থেকেও এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ তথ্যটা দাগিয়ে রাখবে।



👉ধরো তুমি সব কিছু দাগিয়ে রেখেছো ইভেন পুরো অধ্যায়টা তোমার পড়া শেষ! এখন কাজ কি?


কাজ হচ্ছে যেগুলা কলম/পেন্সিল দিয়ে দাগিয়েছো সেগুলা চোখ দিয়ে আবার একনজর দেখে নেওয়া তারপর টেস্ট পেপার কিংবা গাইড থেকে ওই অধ্যায়ের যত এমসিকিউ আছে ওই গুলা Practice করা। 


দেখবা তুমি সব পারছো। যেটা আনকমন সেটাতো তুমি জেনেই যাচ্ছো।




👉এরপর তুমি ওই অধ্যায়ের সব এমসিকিউ পারো কিনা সেটা বুঝার উপায় কি?

সেটা বুঝার উপায় হচ্ছে তুমি যে কোনো / টা কলেজের ওই অধ্যায় রিলেটেড এমসিকিউ  Practice  করো।



 লালসালু উপন্যাসের MCQ বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

লালসালু  MCQ




পড়ার মত পড়তে হবে। কোনো কিছু ভালো পারার জন্য Practice ar  বিকল্প নাই। তাই বার বার প্র্যাক্টিস করতে হবে। দেখবা তুমি সব এমসিকিউ ভালো পারবে।

 



MCQ পড়ার সময় কখন

 

👉এমসিকিউ যে তোমার একদম মন দিয়ে পড়তে হবে তা না

ধরো তোমার অধ্যায়টা ভালোভাবে শেষ তুমি টিভি দেখতেছো, কিংবা শুয়ে আছো, ফেইসবুকের হোমপেজ চেক করছো, এই ফাঁকে গাইড/টেস্ট পেপার হাতে নিয়ে শুয়ে শুয়ে Practice করতে থাকো। 


দেখবা সব পারছো। মন দিয়ে এমসিকিউ পড়তে গেলে বোরিং লাগবে। আর যদি তোমার অধ্যায়টা ভালোভাবে পড়া থাকে তাহলে এম্নিতেই পারবা।

 



How to MCQ Solved #30minuteeducation
How to MCQ solved #30minuteeducation



এক্সামের সময়ে ভালো করার উপায় -

মনে রাখবে এমসিকিউ এমন একটা জিনিস যেটার উত্তর দেওয়াই থাকে। এর থেকে সহজ কিছু আছে? উত্তর তোমার চোখের সামনে। জাস্ট খুঁজে বের করতে হবে। বের করার উপায় কি? উপায় সহজ।


👉প্রথমে এমসিকিউ প্রশ্নটা পাবার পর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। যেটা পারবে সাথে সাথে ছোট করে কলম দিয়ে টিক দিয়ে রাখবে। যেভাবে পড়তে বলেছিলাম ওইভাবে পড়ে থাকলে দেখবা সবই কমন!

 



তাও যদি না পারো? কি করতে হবে?

👉ধরো তুমি ২৫/৩০ টা এমসিকিউ এর মধ্যে মাত্র ১০ টা পারো! বাকিগুলা পারছো না! এখন উপায় কি?


উপায় একটাই! তুমি এমসিকিউ এর প্রশ্নটা পড়ো। আর উত্তরগুলা বার বার দেখো। মানে প্রশ্নটার সাথে উত্তর মিলানোর ট্রাই করো। চারটা অপশন দেওয়া থাকে। 


মনে রাখবা এই চারটার মধ্যেই তোমার উত্তর। তোমার কাজ হচ্ছে একটা একটা করে অপশন বাদ দিয়ে একটা সিলেক্ট করা।


সেই একটাই উত্তর। ধরো প্রথমে চারটা অপশন থেকে একটা বাদ দিয়ে তিনিটা নিয়ে ভাববে। তিনিটা থেকে একটা বাদ দিয়ে দুইটা নিয়ে ভাববে। 


এরপর দুইটার মধ্যে একটা সিলেক্ট করবা




 স্মৃতি শক্তি বাড়াতে মহানবী (সা.) ৫টি কাজ বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

How to Increase Memory Power




👉এটা করার সিস্টেম কি? শুনো, তোমার ওই অধ্যায় কিংবা টপিকস নিয়ে ধারনা থাকলে তুমি পারবেই। 

জাস্ট ঠান্ডা মাথায় বার বার ভাববা তোমার পড়া থাকলে উত্তরটা বের হয়ে আসবেই।


জাস্ট প্রশ্নটা দেখবে আর একটা অপশনের সাথে মিলাবে।

যেটা মিলবে না সাথে সাথে বাদ এরপর আরেকটার সাথে মিলাবে তুমি দেখলেই বুঝতে পারবে সেটা হবে কিনা। 



আর যদি একদমই না পারো আর নিয়ে ভাববা। বিকজ এমসিকিউ তে বেশিরভাগ উত্তর আর তে থাকে।


এভাবে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আর এমসিকিউ উত্তর দেখেই ওএমআরে দাগানোর দরকার নেই।



যেগুলা একদম সিওর সেগুলা দাগিয়ে ফেলবা যেগুলা কনফিউজড থেকে দাগাচ্ছো সেগুলা দাগানোর আগে আশেপাশে একটু উকি মেরে শুনে নাও😜


শুনেই যে দাগাতে হবে তা না, শুনার পর যদি দেখো তোমারটার সাথে মিলে গেছে তাহলে বুঝবা তোমার কনফিউশন ঠিক ছিল।


আর যদি না মিলে তোমারটা আর ওরটা নিয়ে একটু রিসার্চ করবা যেটা কারেক্ট মনে হবে সেটা দিয়ে দিবা।


তবে ভালো কারো থেকেই হেল্প নেওয়ার চেষ্টা করবা। অনেকে দেখবা পারে না কিছুই তাও ইচ্ছামত দাগাচ্ছে! কিন্তু আসলে সে কিছুই পারে না! তাদের থেকে সাবধান।

 


যারা পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছো আশা করি বুঝতে পেড়েছো কিভাবে #MCQ তে ভালো নাম্বার পাওয়া যাবে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাও।😊

 



Hello Viewers,

You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇



1.Rules of Articles


2.Simple, Complex & Compound


3.admission english exam topics


4.preparing university admission


 


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............


Post a Comment

1 Comments

  1. জী ভাই বুঝতে পারছি। এবার থেকে আপনার এই কথাগুলো মাথায় রেখে mcq ar answer করবো। অনেক উপকৃত হলাম আপনার অসাধারণ এই পোস্টগুলো দেখে।
    আশাকরি এরকম চমৎকার পোস্ট দিবে।ন

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.