What is the best Study Method
অধ্যয়ন পদ্ধতি
#30minuteeducation
Last Update:17/07/2020
☛ পরীক্ষার আগে আগে কিভাবে আপনি সকল বিষয় আয়ত্ত্ব করতে পারেন এ জন্য একটা অধ্যয়ন পরিকল্পনা প্রয়োজন।
পরিকল্পনাবিহীন লেখাপড়া সফলতা অর্জন করতে পারে না।
☛ পরিকল্পনা ছাড়া এই পৃথিবীতে এখন পর্যন্ত যত কাজ হয়েছে তার শতকরা ৯৮% কাজ সঠিক ভাবে সফলতা অর্জন করতে পারেনি।
তাই আজ থেকে পরিকল্পনা গ্রহণ করুন। যেমন-আপনি আজ থেকে বইয়ের দুটি করে প্রশ্ন/দুটি পৃষ্টা পড়বেন। যে কাজটি করতেই হবে সে কাজটি এখন থেকে সম্পূর্ণ করার চেষ্টা করুন।
☛ আপনার মনকে বুঝাতে হবে যে আপনার সামনে একটা লক্ষ্য আছে। আপনার একটা স্বপ্ন আছে। আর সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রথমে আপনার মনকে প্রস্তুত করতে হবে।
নেতিবাচক চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। সন্দেবাতিক মন মস্তিষ্কের ক্ষতি করে। মনের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগটা গভীর।
তাই মনের পরিচর্চা করুন। সব সময় ইতি বাচক চিন্তা করুন। এতে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে।
☛ নিজের উপর আত্মবিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস যে কোন কাজে সফল হওয়ার প্রথম শর্ত। মনকে বুঝাতে হবে আমি পারবো,আমাকে পারতেই হবে।
আত্মবিশ্বাসী মন নিয়ে পরিশ্রম করুন। পরিশ্রমই হল সফল হওয়ার আসল রহস্য।
What Is The Best Study Method #30minuteeducation |
☛ আপনাকে পরীক্ষার আগেই প্রশ্নের ধরণ,প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।
তখন আপনার প্রস্তুতি কতটুকু যথার্থ হয়েছে তা নিজে নিজে উপলবদ্ধি করতে পারবেন।
আরো পড়ুন....
2. সঠিক নিয়মে লেখাপড়া করার নিয়ম
3.How to Teach Your Child to Talk Nicely
What Is The Best Study Method
☛ প্রথমে প্রশ্ন গুলো টপিকস অনুসারে আলাদা ভাবে সাজিয়ে ভাগ করে শিখতে পারেন। এতে মনে রাখা সহজ হবে। শেখার পাশাপাশি লিখতে হবে।
পুরোনো শেখা বিষয় গুলো বার বার রিভিশন দিতে হবে। বুঝে বুঝে পড়ার অভ্যাস করুন। এতে মনে থাকবে বেশি। প্রতিদিন অল্প হলেও পড়াশোনা করার অভ্যাস করুন।
| Study Tips For College Students |
☛ গতানুগতিক ধারার বাহিরে ব্যতিক্রম পড়াশুনা করতে হবে যাতে স্বল্প সময় ভালো কিছু করা সম্ভব হয়। টপিকস অনুসারে প্রত্যেকটি বিষয় পুরোপুরি বুঝার চেষ্টা করতে হবে যাতে প্রশ্ন ঘুরে আসলে পারা যায়।
পড়ার পর লেখার অভ্যাস করুন। শেখার পর খাতায় লিখলে মনে থাকবে ও চোখের সাহায্যে অন্তরে গেঁথে যাবে। একবার পড়ে কয়েকবার লিখলে তাড়াতাড়ি মুখস্থ হবে।
পরবর্তীতে প্রশ্নটি পরীক্ষায় আসলে অনায়াসে মনে রাখতে পারবেন। আর পড়ার পর লেখার অভ্যাস করলে হাতের লেখা ও সুন্দর হবে।
| Self Study Tips |
☛ কতটকু পড়েছি,কতটুকু ভুলে গেছি সে চিন্তা না করে বেশি বেশি পড়তে হবে। নিজে নিজে সময় ধরে বেশি বেশি পরীক্ষা দিতে হবে।
মনে রাখবেন আপনার পড়াশোনার পরিমাণের উপর নির্ভর করবে আপনার পরবর্তী কর্মজীবনের সফলতা। সর্বপরি আপনি সফল হউন এই প্রত্যাশায়---
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank you....
2 Comments
Nice your post of study plan
ReplyDeletenice this post
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.