Header Ads Widget

Responsive Advertisement

Preparing for University Admission Without Coaching | কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি


কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয় 

ভর্তি প্রস্তুতি




Subject: English

Creative Education Thinking........!!!!



যেহেতু তুমি কোচিং ছাড়া প্রিপারেশন নিবে, তোমার প্রথমেই প্রয়োজন পড়বে কিছু ভাল বইয়ের। 


আমি ধরে নিচ্ছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়


জগন্নাথ বিশ্ববিদ্যালয়,


জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


রাজশাহী বিশ্ববিদ্যালয়


কুমিল্লা বিশ্ববিদ্যালয়


খুলনা বিশ্ববিদ্যালয়


অর্থাৎ সব বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা দিবে। 


তাহলে ইংরেজি প্রিপারেশনের জন্য নিচের বইগুলো কিনে ফেলো।



Preparing for University Admission Without Coaching #30minuteeducation
Preparing for university admission without coaching #30minuteeducation




. English for Competitive Exam/ Appex / Root/ Compact (চারটার যে কোন একটা কিনে ফেলো, কনফিউজড হওয়ার দরকার নেই, তিনটা বই সম মানের)


. TOEFL CLIFFS/BARRONS (তোমার যদি ইংরেজি পড়ে বোঝার ক্ষমতা থাকে, তাহলে বই দুটোর যে কোন একটার ইংলিশ ভার্সন নাও,


আর যদি ইংরেজি বই পড়ে নিজে বোঝার ক্ষমতা না থাকে তাহলে TOEFL VIEW নামের বাংলা ভার্সন বইটা নাও। 


জয়কলিরও একটা আছে বাংলা ভার্সন, ওটাও নিতে পারো)


. Saifurs Vocabulary, সাথে Common mistakes in English (ঢাকা এবং জাহাঙ্গীর নগরে পরীক্ষা দিতে চাইলে এই দুইটা কিনো, অন্য ভার্সিটি গুলোর জন্য লাগবে না।)



. The daily star (সপ্তাহে অন্ততঃ একটা নিউজপেপার পড়, অনেকেই ভাবে এটার কোন দরকার নেই, কিন্তু এটা অন্যদের চেয়ে তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে)



 বইতো হলএবার পড়া। তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোন ইউনিটে পরীক্ষা দিবে সেটা আগে ঠিক কর, সেখানে কত নাম্বারের ইংরেজি প্রশ্ন হয় তা জেনে নাও,


সাথে কি ধরনের প্রশ্ন হয় তাও জেনে নাও। আমার এই সাজেশন যারা সেই সব ইউনিটের জন্য ২০ থেকে ৩৫ নাম্বারের ইংরেজি প্রশ্ন হয়, তাদের জন্য।


| কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি |


টিপস-১ঃ 


যেহেতু নাম্বারটা অনেক বেশি, তাই এই বিষয়ে সময়ও দিতে হবে বেশি। তুমি যদি ইংরেজিতে মোটামুটি ভাল হও, তাহলে প্রতিদিন আধঘন্টা আর দুর্বল হলে একঘন্টা সময় শুধু ভোকাবুলারির পিছনে দাও।


অবশ্যই অবশ্যই প্রতিদিন!!


ভোকাবুলারি মানে শুধু শব্দার্থ নয়, synonym, antonym, proverbs, phrase & idioms, appropriate preposition & group verbs etc. সব।


প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিকের পিছনে সময় দাও।


টিপস-২ঃ 


প্তাহে অন্ততঃ তিনটা গ্রামাটিক্যাল টপিক শেষ কর


শুধু Narration, Voice, Transformation এগুলো নিয়ে পড়ে থেকো না


অনেক বেশি সময় দাও Right form of Verbs

Subject verb agreement, 


বিভিন্ন শব্দের সঠিক প্রয়োগ আর pin point errors এর শিখতে। এজন্য নম্বরে থাকা বই তিনটা বেশি বেশি পড়বে।


টিপস-৩ঃ 


প্রতিদিন যে কোন একটা ভার্সিটির যে কোন এক ইয়ারের ইংরেজি প্রশ্ন নিজে নিজে স্লভ করতে হবে।

টিপস-৪ঃ 


BCS,Bank Job, DU(IBA),DU(MBA) এর প্রশ্ন গুলো দেখতে হবে।

 


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

3 Comments

  1. আপনার এই পোস্ট যদি আগে পাইতাম তাহলে আমি প্রাইভেট পরতাম না।
    অনেক সুন্দর কথা বলেছেন।যেটা একজন নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদোর জন্য উপকার হব।

    ReplyDelete
  2. কোচিং ছাড়া ক ইউনিটের প্রস্তুতি সম্ভব? এ ব্যাপারে বললে উপকৃত হতাম।

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.