Header Ads Widget

Responsive Advertisement

JU Admission basic knowledge | Jahangirnagar University | JNU Admission 2020-21


JU Admission Basic Knowledge


Jahangirnagar University



#30minuteeducaiton
Last Update : 15/07/2020




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমাদের মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান : 
.


১)   জাবিতে কি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যাবে ? কত পার্সেন্ট সেকেন্ড টাইমার চান্স পায় ?
.
- হ্যাঁ দেয়া যাবে । ৭৩% এর ও বেশি সেকেন্ড টাইমার চান্স পায় সাধারণত ।



.
২)   সাস্ট ও JUST এর মত জাবিতে কি সেকেন্ড টাইমারদের কোন মার্কস কাটে ?
.
না ।
.


৩)   আমার জিপিএ কম , আমি কি চান্স পাবো ?
.
- জিপিএর উপর মাত্র ২০ নাম্বার । সুতরাং জিপিএ তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ই ফেলবেনা । ভর্তি পরীক্ষায় যারা ভালো করবে তারাই চান্স পাবে । 


কোনোরকম আবেদন করার যোগ্যতা নিয়েই জাবিতে পড়তেছে এমন স্টুডেন্ট অনেক আছে । জিপিএ কম এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ভালোভাবে প্রিপারেশান নাও ।



.
৪)    বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারে ?
.
- বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা জাবির সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারে । 




.
৫)   মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা জাবির কয়টা ইউনিটে পরীক্ষা দিতে পারে ?
.
- ৭ টা ( B , C , C1 , E , F , G , I )




.
৬)   JU Admission Basic Knowledge ..IBA তে কি আর্টসের স্টুডেন্টরা এক্সাম দিতে পারে ? IBA তে কি সেকেন্ড টাইম আছে ?
.
- হ্যাঁ ।



.
৭)    বিগত বছরের প্রশ্ন সলভ করা কি জরুরি ? 
.
- জাবির প্রশ্নপদ্ধতি সকল ভার্সিটি থেকে আলাদা তাই জাবির প্রশ্নপদ্ধতি বুঝতে ও ভালোভাবে প্রিপারেশান নিতে চাইলে প্রথমেই প্রশ্নব্যাংক সলভ করতে হবে ।




৮)   জিপিএ এর উপর মোট কত নাম্বার ? কিভাবে কাউন্ট করে ?
.
- মোট ২০ নাম্বার । এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুন ও এইচএসসির রেজাল্টকে ২.৫ দ্বারা গুন করা হয় । 
.








৯)   কোন কোন ইউনিটের প্রশ্ন ইংরেজিতে হয় ?
.
- C , E , F , G ইউনিট । বাকি ইউনিট গুলোর প্রশ্ন বাংলায় হয় । অর্থাৎ C, E , F , G ইউনিটের বাংলা ব্যাতিত অন্য সকল বিষয়ের প্রশ্ন ইংরেজি ভাষায় লেখা থাকবে । 


আর বাকি ইউনিট গুলোতে ইংরেজি ব্যতিত অন্য সকল বিষয়ের প্রশ্ন বাংলা ভাষায় লেখা থাকবে ।





JU Admission Basic Knowledge #30minuteeducation
JU Admission Basic Knowledge #30minuteeducation

.




১০)   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটেই IQ ( বুদ্ধিমত্তা ) থেকে প্রশ্ন করা হয় । এই IQ এর জন্য কোন বই পড়বো ?

.
- শুধু  (Jahangirnagar University) জাবিতে না , চবির D ইউনিট সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ই ই IQ থেকে প্রশ্ন করা হয় ।




.
১১)  বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর জন্য কোন বই পড়বো ? 
.
- মেইন বই । এর কোন বিকল্প নেই ।



JU Admission Basic Knowledge 

.
১২)   জাবিতে আবেদন করতে কত পয়েন্ট লাগে ?
.
- মানবিক শাখা থেকে SSC ও HSC এর মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকলেই জাবির C ইউনিট ও C1 ইউনিটে আবেদন করতে পারবে । 

আর মোট জিপিএ ৭.০০ থাকলে আবেদন করতে পারবে B , C , C1 , E , I ইউনিট অর্থাৎ এই ৫ ইউনিটে । 

.
ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকলেই আবেদন করতে পারবা B , C , C1 , E ইউনিটে । 
.

বিজ্ঞান বিভাগ থেকে মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকলেই আবেদন করতে পারবা A, B , C , C1 , I ইউনিটে ।

.
উল্লেখ্য , জাবিতে ৪র্থ বিষয় সহ জিপিএ হিসাব করা হয় ।



| Regarding the admission test of Jahangirnagar University |


.
১৩)   ইংরেজিতে C গ্রেড থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের B , C , C1 ইউনিটে পরীক্ষা দেয়া যাবে । 

বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থীর ইংরেজিতে C গ্রেড থাকলেও সে এই তিন ইউনিটের পাশাপাশি A, D , H ইউনিটেও পরীক্ষা দিতে পারবে যদি অন্যশর্তগুলো পূরন হয়ে থাকে ।




.
১৪)  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C , C1 , F , I ইউনিট - এই ৪ ইউনিটে Math থেকে কোন প্রশ্ন করা হবেনা । 

অর্থাৎ বাংলা , ইংরেজি , সাধারণ জ্ঞান , IQ ( বুদ্ধিমত্তা ) - এই ৪ বিষয়ের উপর প্রিপারেশান নিয়ে জাবির এই ৪ ইউনিটে পরীক্ষা দিতে পারবা। 

এই ইউনিটগুলোতে সকল গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে।









.
১৫)   মাদরাসার স্টুডেন্টদের জন্য নাকি জাবিতে সিট কম ?

.
- ভুল ধারণা । জাবিতে C ইউনিট ব্যতিত অন্য কোন ইউনিটে গ্রুপ ভিত্তিক সিট ভাগ করা নেই । তুমি মাদরাসার স্টুডেন্ট না কিসের স্টুডেন্ট সেটা দেখবেনা , দেখবে তোমার ভর্তি পরীক্ষার ফলাফল ।



.
১৬ )   আমি একটা কলেজে / ভার্সিটিতে অনার্সে / ডিগ্রিতে ভর্তি আছি , সেকেন্ড টাইমের প্রিপারেশান আর অনার্স / ডিগ্রির পড়াশোনা একই সাথে চালানো কি সম্ভব?


.
- একসাথে চালাতে পারলে ভালো । তবে সবচেয়ে ভালো হয় সেটাকে জাস্ট ব্যাকআপ হিসেবে রেখে পুরোদমে সেকেন্ড টাইমের প্রিপারেশান নেয়া ।




This post related most important link..👇👇👇👇👇 









If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............



Post a Comment

2 Comments

Please do not enter any spam link in the comment box.