Header Ads Widget

Responsive Advertisement

Dhaka University Admission Information 2020-21| DU Admission War


Dhaka University Admission 2020-21



Dhaka University Admission:👇👇




#30minuteeducation
Publish Date: 02/08/2020




✅ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিনঃ--



মনযোগ সহকারে পড়ুনঃ--👇👇👇👇👇





✅ আসন সংখ্যা


#ক ইউনিট আসন সংখ্যা ১৭৪০ টি



#খ ইউনিট আসন সংখ্যা ২৩৬৩ টি



#গ ইউনিট আসন সংখ্যা ১২৫০ সিট



#ঘ ইউনিট আসন সংখ্যা ১৬১০ সিট

👇👇👇👇👇👇👇👇👇👇

☞বিজ্ঞান বিভাগের জন্য ১১৪৭ টি



☞মানবিক বিভাগের জন্য ৫৩ টি



☞ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ৪১০ টি




| How to Get Admission in Dhaka University | 




#চ ইউনিট আসন সংখ্যা ১৩৫ সিট



#IBA আসন সংখ্যা ১২০ সিট




মোট আসন সংখ্যা ৭২১৮জন






ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতাঃ-



যাদের কোন সাবজেক্টে বি গ্রেডের কম আছে, অর্থাৎ সি ডি 



গ্রেড আছে এবং এস এস সিএইস এস সি রেজাল্ট সাইন্স



কমার্সের শিক্ষার্থীদের যদি ৩.৫ এর উপরে আলাদা ভাবে থাকে 



তাহলে তারা নিজেদের স্ব স্ব ইউনিটে পরীক্ষা দিতে পারবে।




jahangirnagar university admission test basic knowledge read more ...click this link.👉👉.........Jahangirnagar University





 Dhaka University Admission:

➡ "ক" ইউনিট (বিজ্ঞান বিভাগ)




বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা 


বাের্ডের বিজ্ঞান শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A 


Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা 


সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএদ্বয়ের যােগফল 


ন্যুনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান 



পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।






 "খ" ইউনিট (মানবিক বিভাগ)


মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের উত্তীর্ণ 


প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ 
বিষয়সহ) 


প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.০ (মাধ্যমিক/সমমান


 এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।






➡ "গ" ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)

ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস 
স্টাডিজ,



 ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ 



প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় 


(৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান 


পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।


 উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে



 আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বি-গ্রেড (গ্রেড-পয়েন্ট ৩.০) হতে হবে।




Dhaka University Admission Information 2020- 21 #30minuteeducation
Dhaka University Admission Information 2020-21 #30minuteeducation



➡ "ঘ" ইউনিট ( সমন্বিত বিভাগ)


মানবিক শাখার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মদ্রাসা শিক্ষা 


বাের্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর 


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ)


 প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে 


ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।



বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখা থেকে আগত যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ)



প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।




ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস 


স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে 


আগত প্রার্থীদের মধ্যে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা 


সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান 



পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে কেবল তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের 


পরীক্ষায় কোন বিষয়ে বি-গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০) এর নিচে আবেদন গ্রহণযােগ্য হবে না।।





Dhaka University English Question Solution........👆👆👆👆👆.....read more click here..................






➡ "চ" ইউনিট (চারুকলা বিভাগ)


১, অঙ্কন ও চিত্রায়ণ


 ২. গ্রাফিক ডিজাইন 


৩. প্রিন্টমেকিং 


৪. প্রাচ্যকলা


 ৫. মৃৎশিল্প 


৬. ভাস্কর্য 


৭. কারুশিল্প ও


 ৮. শিল্পকলার ইতিহাস।



 উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় 


(৪র্থ বিষয়সহ)। প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় 


আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ | থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।



সুতরাং, কারও যদি দূর্ভাগ্যবশতও গ্রেড পয়েন্ট SSC অথবা HSC তে ৩.৫ এর নিচে আছে তাদের আর কোন ভয় নেই। 



তোমরা নিজেদের ইউনিটে পরীক্ষা দিতে পারবে শুধু ঘ ইউনিট বাদে।





Dhaka University Admission Information 2020- 21 


                 👆👆👆👆👆👆👆👆
     read more click this link.....







written exam:

✅ ঢাবি ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ-


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০১৯-২০ মানবন্টনে পরিবর্তন করা হয়েছে । 



ভর্তি পরীক্ষা ৭৫ নম্বরের এমসিকিউ (MCQ) এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।




প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা সময় দেওয়া হবে। 



MCQ পরীক্ষার জন্য 50 Minute & Written পরীক্ষার 40 Minute সময় বরাদ্দ থাকবে।  



Written পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে সেগুলো উত্তরপত্তের মধ্যেই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। 




তবে Unit ভিত্তিক মান বন্টনের জন্য ভর্তি বিজ্ঞপ্তির জন্য wait করতে হবে। 




Read more click this link.......
👇👇👇👇👇







➡ ইউনিট ভিত্তিক পরীক্ষার নম্বর এবং সময়ঃ-

⇨ক ৭৫ নম্বর ৫০ মিনিট ৪৫ নম্বর ৪০ মিনিট



⇨খ ৭৫ নম্বর ৫০ মিনিট ৪৫ নম্বর ৪০ মিনিট



⇨গ ৭৫ নম্বর ৫০ মিনিট ৪৫ নম্বর ৪০ মিনিট



⇨ঘ ৭৫নম্বর ৫০ মিনিট ৪৫ নম্বর ৪০ মিনিট



⇨ চ ৫০ নাম্বার (সাধারণ জ্ঞান) ৬০ মিনিট ৭০ নম্বর (অঙ্কন) ৯০ 
মিনিট





You can check  out here another English Grammar link ...

👇👇👇👇👇👇


1.Rules of Modifier


2.Simple, Complex & Compound




If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

0 Comments