Accumulated Depreciation
#30minuteeducation
Published Date: 08/08/2020
Double Declining Depreciation (DDD)
----- অবচয়------
হিসাববিজ্ঞানের মিলকরণ নীতি অনুসারে অবচয় ধার্য করা হয়। অবচয় হল সম্পত্তি ব্যবহারের বার্ষিক চার্জ।
অবচয় ধার্জের ফলে সম্পত্তি ও মালিকানা সত্ত্ব হ্রাস পায়।
√√অবচয় ধার্য না করলে সম্পত্তি ও মালিকানা সত্ত্ব বেশি দেখানো হয়।
★★ অবচয় ধার্যের পদ্ধতিসমূহ ★★
Types of Depreciation :
২. ক্রমহ্রাসমান জের পদ্ধতি
৩. দ্বৈতহ্রাসমান জের পদ্ধতি
৪. উৎপাদন ঘণ্টা পদ্ধতি
৫. উৎপাদন একক পদ্ধতি
৬. বর্ষসংখ্যা পদ্ধতি
Is accumulated depreciation a current asset......👤👈👈✋
★★বর্ষসংখ্যা পদ্ধতি ★★
√√এ পদ্ধতিতে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি মূল্য ভার আরোপিত বর্ষের ভিত্তিতে ভাগ করে দেখানো হয়।★★ সরলরৈখিক পদ্ধতি ★★
√√এ পদ্ধতিতে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি মূল্য এর ব্যবহারিক আয়ুষ্কালের মধ্যে ভাগ করে দেখানো হয়।এতে প্রতি বছরের অবচয় সমান হবে।
| Depreciation Recapture |
√√সরলরৈখিক পদ্ধতিতে মোট অবচয় = ক্রয়মূল্য - ভগ্নাবশেষ মূল্য
উৎপাদন একক / ঘণ্টা পদ্ধতি
√√সম্পত্তি থেকে প্রাপ্য পরিমাণ উৎপাদনের দ্বারা এর ক্রয়মূল্যকে ভাগ করে অবচয় নির্ধারণ করা হয়।
University Admission more information....Admission
★★ ক্রমহ্রাসমান জের পদ্ধতি ★★
সম্পত্তির আয়ুষ্কাল যত কমতে থাকে অবচয়ের পরিমাণ তত কমতে থাবে।
এক্ষেত্রে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না । কিন্তু অবচয়ের হার নির্ণয়ের সময় ভগ্নাবশেষ মুল্য বিবেচনা করতে হয়।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..
👇👇👇👇
★★ দ্বৈতহ্রাসমান জের পদ্ধতি ★★
√√এ পদ্ধতিতে ক্রমহ্রাসমান হার এর দিগুণ হার অবচয় ধার্য করা হয়। ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না।★★গুরুত্বপূর্ণ কিছু টার্মস :
√আয়ুষ্কাল : সম্পত্তি মোট যে পরিমাণ সময় ব্যবহার করা হবে, সেটিই সম্পত্তির আয়ুষ্কাল।
√অবচয়যোগ্য মূল্য = সম্পত্তির ক্রয়মূল্য – ভগ্নাবশেষ মূল্য।
You can check out here another English Grammar link ...
👇👇👇👇👇👇
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank yOu..
0 Comments
Please do not enter any spam link in the comment box.