Header Ads Widget

Responsive Advertisement

We are not Creating an Incompetent Nation | Incompetent Nation in BD

 

We are not Creating an 

Incompetent Nation




We Are Not Creating An Incompetent Nation #30minuteeducation
We Are Not Creating An Incompetent Nation #30minuteeducation


#30minuteeducation

Published Date: 08/10/2020



#আমরা মেধাশূন্য জাতি তৈরী করছি না তো?


সরকারের সিদ্ধান্ত অনু্যায়ী HSC-2020 পরীক্ষা হবেনা। JSC + SSC এর উপর ভিত্তি করে অটোপাশ দেয়া হবে।


এতে আমার কোনো লাভও নেই,ক্ষতিও নেই। তবুও সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে প্রশ্ন জাগে আমারও। কিছু প্রশ্ন ছুঁড়ে দিতে ইচ্ছে করে...চলুন জেনে নেয়া যাক এ সিদ্ধান্তটা কতটা যৌক্তিক?


জীবনের মোড় ঘুরানো এই পাব্লিক পরীক্ষার ফলাফল এত ইজিলি দিয়ে দিবে,আর সেটার উপর ভিত্তি করেই নাকি এডমিশন হবে! What a jokes!


যখন একজন HSC পরীক্ষার্থী ২ বছর পড়াশোনা করলো,তার মূল্যায়ন কোথায়! এত সময়,টাকাপয়সা খরচ করে পড়াশোনা না করলেও চলতো দিব্যি।


ঘটনা-১ : jsc & ssc তে গোল্ডেন পাওয়া ছাত্রটা HSC তে এসে কোনোমতে পাশ করে যায় তার ফাঁকিবাজির কারণে।


ঘটনা-২: অসুস্থতার কারণে jsc + ssc তে নামমাত্র গ্রেড পাওয়া শিক্ষার্থীটা মনে স্বপ্ন বুনে কঠোর পরিশ্রম করে hsc তে A+ পেল।


আজকের নিউজের পর দুই ঘটনাকে গুলিয়ে ফেলেছে শিক্ষা মন্ত্রণালয়।। এটা কখনোই সঠিক মূল্যায়ন নয়।


কোন কারণে পূর্বের রেজাল্ট খারাপ হওয়ার পরেও অনেকে HSC তে এসে ভাল করে। আর জীবনের জন্য  HSC এর রেজাল্ট কত গুরুত্বপূর্ণ, সেটা সবারই জানা।


এই রেজাল্ট এর জন্য একজন শিক্ষার্থী মেডিকেলে চান্স পায়না,বিশ্ববিদ্যালয়ে চান্স পায়না, কতকসময় ফর্ম তোলার যোগ্যতা পায় না। বুঝতে পারছেন কি? HSC কে কত গুরুত্ব দেয়া হয়!!


~এই সিদ্ধান্তে খুশি যারা :-

তারা মূলত পড়াচোর। যারা এক্সাম দিতে ভয় পায়। ফাঁকিবাজি করে। সত্যি বলতে, তারা জীবনে ভাল কিছু করতে পারে না। 


একটা তেতো সত্য আছে, "যতটুকু জলে নামবে,ততটুকু ভিজবে " যদি HSC না হয়, পরীক্ষার্থীরা প্রতিযোগিতা জিনিসটা বুঝবে না।


~অখুশি যারা...

এরাই প্রকৃত শিক্ষার্থী। যারা সত্যিকারের পড়াশোনা করে, সৎ ভাবে প্রতিযোগিতা করে নিজের অবস্থান বানিয়ে নিতে জানে।।যারা চায়, HSC পরীক্ষা হলেই সঠিক মূল্যায়ন হবে।।


এখন কথা হলো,আমরা বেশি বুঝি,নাকি শিক্ষা মন্ত্রণালয়?  - উত্তরটা হল পরিবর্তনশীল।। আমরা যদিও খাই সুজি, তবুও কিছুটা বুঝি।। 


শিক্ষা মন্ত্রণালয় যে যুক্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে, তা কি গ্রহণযোগ্য? জমায়েত হচ্ছেনা মানুষ? বাজার,শপিং মল, হসপিটাল,যানবাহন চলছে না? এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা মন্ত্রণালয় এর সিদ্ধান্ত পুরোপুরিভাবে অযৌক্তিক।




~অসুবিধায় পড়বে কারা?

Non HSC Candidates.কারণ, এবছর HSC না নিয়ে প্রমাণ করা হলো তাদের ১ বছর নষ্ট হচ্ছে না। ভাল কথা। কিন্তু, যারা অনার্সে? মাস্টার্সে? চাকুরীজীবী?


ধরে নিলাম,অনলাইন ক্লাসের নামে যে লোকদেখানো সার্কাস চলছে,তার উপর ভিত্তি করে,পরীক্ষা নিয়ে CGPA দেয়া হলো। তারপর?


শুরু থেকে আজ অবধি, অনলাইন ক্লাস শতভাগ নিশ্চিত করা হয়নি। আর তাদের নেয়া হবে অনলাইনে পরীক্ষা, দেয়া হবে সিজিপিএ।


আর অনলাইনের মাধ্যমে দেশে বানানো হবে, ডাক্তার,ইঞ্জিনিয়ার,সাংবাদিক,গবেষক ব্লা ব্লা.... 


কী? সম্ভব নাহ? এদেশে সবই সম্ভব। কিন্তু এটা তো নিঃসন্দেহে মেধাশূন্য সম্পদ। এমন যদি না হয়, তাহলে কি তাদের ১ বছর তবে ভ্যানিশ???? - প্রশ্ন রইল।।


HSC-2020 ব্যাচ কি খুব সুবিধা পেল?  নিশ্চয় না।

  -সঠিক মূল্যায়ন হলো না।

  -এডমিশন এ মেধার মূল্যায়ন বাধাগ্রস্ত হবে।


  -পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাবে।পরীক্ষা ছাড়াই   রেজাল্ট দেয়াতে পূর্বের পড়াগুলা অনর্থক মনে হবে।এ বদ্ধমূল ধারণা জন্মাতে পারে যে -" না পড়লেও চলে।


 -দুর্বলরা দুর্বল,সবলরা সবল। পুঁজিবাদ বুঝেন তো নাহ?


একটা কথা মনে রাখতে হবে - " অতি সহজে যা পাওয়া যায়, তা পরিপূর্ণতা পায় না " কারণ, পরীক্ষা ছাড়াই পাওয়া রেজাল্ট এবং প্রতিযোগিতা করে পাওয়া পরীক্ষার রেজাল্ট এর অনুভুতি,ভবিষ্যৎ ফলাফল নিশ্চয় এক হবে না।।



👉সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ :-

আমরা জানি প্রতিবছর মেডিকেল, ইঞ্জিনিয়ারিং,বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি নেয়া হয় মেধার ভিত্তিতে,যেখানে একাডেমিক রেজাল্ট এর উপর হিউজ একটা মার্ক থাকে।

 HSC না নেয়াতে সেটা কি সঠিক মূল্যায়ন হলো?


আরও অবাক করা ব্যাপার,  এই ব্যাচ থেকেই ৫/৭ বছর  পর যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হবে,তাদের যোগ্যতা কি তখন প্রশ্নবিদ্ধ হবে না?? 

তারা বলতে পারবে না,আমি HSC তে পরীক্ষা দিয়ে এত পেয়েছি,অত পেয়েছি!


দেশের শিক্ষাব্যবস্থার এই যদি হয় অবস্থা,ভবিষ্যৎ আলোকিত?তাহলে মেধাবী কোথায়? মেধার মূল্যায়ন কোথায়? আমরা মেধাশূন্য জাতি তৈরী করছি না তো??


নাকি পুষ্টিকর কচু শাক দিয়ে দামি ইলিশ মাছ ঢাকার চেষ্টা? 




আরো পড়ুন....


1.What is Common sense


2. সঠিক নিয়মে লেখাপড়া করার নিয়ম


3.How to Teach Your Child to Talk Nicely




If you like my content, feel free to share it on your favorite social network.


Author,

#Muktar_Hossain


Thank you....

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট এবং শেয়ার করবেন।


Post a Comment

0 Comments