Rules of Bengali Pronunciation
Rules of Bengali Pronunciation | বাংলা উচ্চারণের নিয়ম | 30minuteeducation |
বাংলা উচ্চারণের নিয়ম ............
হ্যাঁলো জুনিয়র'স, তোমরা সবাই কেমন আছ? আশা করি করোনার এই বৈশ্বিক মহামারি সময়ে তোমরা সবাই পরিবারের সাথে আছ এবং সুস্থ আছ।
যাইহোক আমরা এবার মূল আলোচনায় আসি। তোমাদের পড়াশোনা চলছে তো? শোনো পড়াশোনা ছাড়া কিন্তু চলবে না ।
যাইহোক, আমরা আজকে বাংলা উচ্চারণের নিয়ম এর সম্ভাব্য সকল প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব।
🌟🌟🌟প্রথমে বলে রাখি এই আইটেমে কিন্তু পাঁচ নম্বর আছে যা তোমার জন্য বোনাস হিসেবে তুমি ভাবতে পার।
এর জন্য তোমাকে একটি ছোট কাজ করতে হবে আর তা হল এই পোস্ট টা শেষ পর্যন্ত মন দিয়ে পড়া।
সাধারণত বোর্ড পরীক্ষায় এটি দুই ভাবে আসে।
♦️প্রথমত, বাংলা উচ্চারণের নিয়ম লিখতে বলা হয় ।
যেমন: স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ?
♦️দ্বিতীয়ত,কিছু শব্দ দেয়া থাকে তার মধ্যে পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে।
যেমন:কবিতা- কোবিতা।
ভাব-সম্প্রসারণ লেখার নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করুন
👇👇👇
🟢🟢তাহলে চল আজকে আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনায় যাই। নিচে কিছু সম্ভাব্য প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল যেগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
🔵প্রশ্ন ১: উদাহরণসহ প্রমিত বাংলায় এ'-কার উচ্চারণের ৫টি নিয়ম লেখ। (সি.বাে. ১৬, ১৭)
উত্তর : বাংলায় এ' বর্ণের লিখিত রূপ একটি হলেও এর উচ্চারিত রূপ দুটি। এর একটি হলাে সােজা বা সরল উচ্চারণ এবং অন্যটি হলো বাঁকা বা বিকৃত উচ্চারণ।
প্রথমটির উদাহরণ হলাে- দেহ (দেহাে), বেশ (বেশ্) ইত্যাদি। দ্বিতীয়টির উদাহরণ হলো- এক (এ্যাক), ক্ষেপা (ক্ষ্যাপা) ইত্যাদি।
বাংলা সাহিত্য ও সাহিত্যের ইতিহাস বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন
👇👇👇👇
নিচে 'এ' উচ্চারণের পাঁচটি সহজ নিয়ম আলােচনা করা হলাে-
বাংলা উচ্চারণের নিয়ম hsc......
১। শব্দের শুরুতে বা প্রথমে যদি 'এ'-থাকে এবং 'এ'-এর পরে যদি ই, ঈ, উ, উ, এ, ও, য়, র, ল, শ কিংবা হ থাকে তবে 'এ' সোজা বা অবিকৃতভাবে উচ্চারিত হয়।
যেমন: একীভূত (একিভুতো), একুশ (একুশ্), কেহ (কেহো)।
২। বাংলায় তৎসম শব্দের শুরুতে বা প্রথমে এ-কার সােজা বা অবিকৃতভাবে এ-রূপে উচ্চারিত হয়।
যেমন: একান্তর (একানতর্), বেদ (বেদ্), কেন্দ্র (কেন্*দ্রো)।
৩। একাক্ষরিক সর্বনাম পদের এ-কার সাধারণত সােজা বা অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন: সে (শে), কে (কে), যে (জে)।
৪। শব্দের শুরুতে বা প্রথমে এ-কারের পরে অ বা আ থাকলে এ-কার সাধারণত বাঁকা বা এ্যা-কার রূপে উচ্চারিত হয়।
যেমনঃএখন (এ্যাখােন), একা (এ্যাকা), যেমন (জ্যামান্)।
৫। শব্দের শুরুতে বা প্রথমে এ-কারযুক্ত একাক্ষরিক ধাতুর পরে আ-প্রত্যয় যুক্ত হলে সেই এ-কার সাধারণ বাঁকা বা এ্যা-কার রূপে উচ্চারিত হয়।
যেমন: বেচ্ + আ = বেচা (ব্যাচা), ক্ষেপ্ + আ = ক্ষেপা (খ্যাপা), খেল + আ = খেলা (খ্যালা)।
১০০ টি প্রশ্ন ও উত্তর লালসালু উপন্যাস বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন
👇👇👇
🔵প্রশ্ন ২ঃ স্বরধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লেখ। অথবা,
আদ্য 'অ' উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
উত্তরঃ নিচে স্বরধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম আলােচনা করা হলাে:
অথবা,
নিচে আদ্য অ' উচ্চারণের ৫টি নিয়ম আলাচনা করা হলাে:
১। অ-কারের পরের অক্ষরে য-ফলা থাকলে অ-কার ও-কারের মতাে উচ্চারিত হয়। যেমন:
সত্য (সােত্ তাে), অধ্যক্ষ (ওদ্ ধােক্ খাে), গদ্য (গােদ্ দো), ধন্য (ধােন্ নাে)।
(ব্যতিক্রম : তবে, অ-কারের পর যুক্তব্যঞ্জন বর্ণে য-ফলা থাকলে অ-কার ও ও-কারের মতাে উচ্চারিত হয় না।
যেমন: অন্ত্য (অন্ তো), মর্ত্য (মর্ তাে), অর্ঘ্য (অর্ ঘো), কণ্ঠ্য (কন্ ঠো)।)
২। অ-কারের পরে ক্ষ থাকলে অ-কার ও-কার রূপে উচ্চারিত হয়।
যেমন: অক্ষ (ওক্ খাে), অক্ষাংশ (ওক্ খাংশাে), ভক্ষণ (ভােক্ খােন)।
৩। অ-কারের পরের অক্ষরে ঋ-কার থাকলে অ-কার সাধারণত ও-কারের মতাে উচ্চারিত হয়।
যেমন: মসৃণ (মােস্ সৃন), কর্তৃকারক
(কোর্ তৃকারােক), যকৃৎ (জোকৃত্)।
বাংলা পারিভাষিক শব্দ বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন
👇👇👇
৪। শব্দের আদিতে অ-যুক্ত র-ফলা থাকলে উক্ত অ-এর উচ্চারণ ও-কারের মতাে হয়।
যেমন : শ্রম (স্রোম্), শ্রবণ (স্রোবােন্), স্রষ্টা (স্রোশ্ টা)।
৫। একাক্ষর শব্দের শুরুতে ব্যঞ্জনে যুক্ত অ-কারের পর দন্ত্য-ন থাকলে, কখনাে কখনাে অ-কারের উচ্চারণ ও-কারের মতাে হয়।
যেমন : বন (বােন্), মন (মােন্), জন (জোন্)।
🔵প্রশ্ন ৩: অ-এর উচ্চারণ কোন কোন স্থানে ও-এর মতাে বা ও-বৎ হয়।
অথবা,
স্বরধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লিখ।
অথবা,
'অ' ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ। (ঢা.বাে. ১৬, দিবাে-১৭, ঢাবাে-১৭, যবাে-১৭, ববাে-১৭)
অথবা,
বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনাে ৫টি নিয়ম উদাহরণসহ লেখ। (কু.বাে., চ. বাে. ১৬)
উত্তরঃ অ-এর উচ্চারণ নিম্নালিখিত স্থানে ও-এর মতাে হয় : অথবা, নিচে স্বরধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লেখা হলাে:
১। সাধারণত স্বাধীন অ-কার বা ব্যঞ্জনে-যুক্ত অ-কারের পরবর্তী অক্ষরে ই বা উ ধ্বনি থাকলে, উক্ত অ-কার ও-কারের মতাে উচ্চোরিত হয়।
যেমন: অতি (ওতি), অধিকার (ওধিকার), নদী (নােদি), গরু (গােরু), অনুকুল (ওনুকুল)।
২। অ-কারের পর য-ফলা থাকলে অ-কার ও-কারের মতাে উচ্চারিত হয়।
যেমন: সত্য (সােত্ তাে), অধ্যক্ষ (ওদ্ ধোক্ খাে্), গদ্য (গােদ্ দো) ধন্য (ধােন্ নাে)।
৩। অ-কারের পরে ক্ষ থাকলে অ-কার ও-কার রূপে উচ্চারিত হয়। যেমন: অক্ষ (ওক্ খো), অক্ষাংশ (ওক্ খাঙশাে)।
৪। অ-কারের পরে জ্ঞ থাকলে অ-কার ও-কার রূপে উচ্চারিত হয়। যেমন: যজ্ঞ (জোগগোঁ)।
৫। শব্দের আদিতে অ-কার এবং তারপরে ঋ-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে অ-কার সাধারণত ও-কারের মতাে উচ্চারিত হয়।
যেমন: মসৃণ (মােস্ সৃন), কর্তৃকারক (কোর্ তৃকারােক), যকৃৎ (জোকৃত্)।
You can check out here another English Grammar link ...
👇👇👇👇👇👇
🔵প্রশ্ন ৪ : মধ্য 'অ' উচ্চারণের ৫টি নিয়ম লেখ। অথবা,
স্বরধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
উত্তর: নিচে মধ্য 'অ'-এর ৫টি নিয়ম আলােচনা করা হলােঃ
১। শব্দের মধ্যে থাকা ব্যঞ্জনে যুক্ত অ-এর পরে ই, ঈ, উ, ঊ, ঋ-কার এবং য-ফলা থাকলে উক্ত অ-কার সাধারণত ও-কারের মতো উচ্চারিতহয়।
যেমন : অদম্য (অদোম্ মাে), কাকলি (কাকোলি), অমসৃণ (অমােস্ সৃন), জননী (জনােনি) ।
২।শব্দের মধ্যে থাকা ব্যঞ্জনে যুক্ত অ-এর পরে 'ক্ষ' থাকলে উক্ত অ-কার ও-কারের মতাে উচ্চারত হয়।
যেমন : সুদক্ষ (শুদোক্ খাে), অবক্ষয় (অবােক্ খয়্) ইত্যাদি।
৩। শব্দের মধ্যে থাকা ব্যঞ্জনে যুক্ত অ-এর পরে 'জ্ঞ' থাকলে উক্ত 'অ' কার 'ও' কারের মতাে উচ্চারিত হয়।
যেমন : দৈবজ্ঞ (দোইবােগ্ গোঁ), সর্পযজ্ঞ (শর্ পােজোগ্ গোঁ) ইত্যাদি।
৪। তিন বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্যস্থিত অ-কারের আগে অ, আ, এ অথবা ও-কার থাকলে ঐ মধ্য-অ ও ও-কারের মতাে উচ্চারিত হয়।
যেমন: রতন (রতােন্), কাজল (কাজোল্), কোমল (কোমােল্)।
(ব্যতিক্রম : এরূপ ক্ষেত্রে আদ্য-অ যদি না-বােধক এবং স যদি সাথে অর্থে ব্যবহৃত হয়, তবে অ অবিকৃত থাকবে।
যেমন : অমল (অমল্), সজল (সজল্), সলজ্জ (শলজ্ জো)।)
৫। বাংলায় কতিপয় সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য-অ ও-কার রূপে উচ্চারিত হয়।
যেমনঃ পথচারী (পথােচারি), দীনবন্ধু (দিনােবােন্ ধু), রণতূর্য (রনােতুর্ জো)।
🔵প্রশ্ন ৫: অন্ত্য 'অ' উচ্চারণের ৫টি নিয়ম লেখ। অথবা,
স্বরধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
Our YouTube Channel Link Please Subscribe & more videos :
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank You............
2 Comments
Wow fantastic your article
ReplyDeleteWow fantastic your article
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.