Header Ads Widget

Responsive Advertisement

Dhaka University C Unit Details 2020-21 | 30minuteeducation


 Dhaka University C Unit

 Details 2020-21




Dhaka University C Unit Details 2020-21 #30minuteeducation
Dhaka University C Unit Details 2020-21 #30minuteeducation



#30minuteeducation

Published Date: 12/11/2020



ঢাকা বিশ্ববিদ্যালয় গ/বানিজ্য ইউনিট বিস্তারিত::


আবেদনের যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি মিলে রেজাল্ট নূন্যতম ৭.৫ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি কোনটায় ৩.৫ এর নিচে থাকলে আবেদন করতে পারবে না। এটা গতবছরের নিয়ম ছিলো।

এবার কিছুটা পরিবর্তন আসা স্বাভাবিক। আমরা ইউনিট সম্পর্কে ব্য়াসিক ধারণা নিয়ে রাখো।




নম্বর বন্টন::
ভর্তি-পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মােট ১ ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষার MCQ ৫০ মিনিট ব্যাপী এবং লিখিত পরীক্ষা ৪০ মিনিট ব্যাপী অনুষ্ঠিত হবে।


উত্তরদান পদ্ধতি প্রশ্নপত্রের নির্দেশাবলি অংশে বর্ণিত থাকবে।


ভর্তি-পরীক্ষায় MCQ অংশে মােট ৬০ টি প্রশ্নে ৭৫ নম্বর থাকবে (৬০ X ১.২৫) এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ নম্বর বরাদ্দ থাকবে।

উচ্চ মাধ্যমিক / সমমান পর্যায়ে পাঠ্যক্রমের ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।




MCQ পরীক্ষার মান বন্টন:
ভর্তি-পরীক্ষার MCQ অংশে ৬০ টি MCQ আসে এবং প্রতিটি প্রশ্নের মান ১.২৫ (১.২৫× ৬০) = ৭৫ (সময় : ৫০ মিনিট) বণ্টন নিম্নরূপ :




বিষয় নম্বর প্রশ্ন

বাংলা ১২x১.২৫=১৫

English ১২x১.২৫=১৫

হিসাববিজ্ঞান ১২x১.২৫=১৫

ব্যবসায় নীতি ও প্রয়োগ ১২x১.২৫=১৫

মার্কেটিং বা ফিনান্স ১২x১.২৫=১৫


মােট নম্বর = ৭৫ মােট প্রশ্ন = ৬০ টি




* নেগেটিভ মার্কিং: প্রতি ৪ টি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর কাটা। মানে একটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা।




লিখিত পরীক্ষার মান বন্টন:

ভর্তি-পরীক্ষায় লিখিত অংশে (সময়: ৪০ মিনিট) ৪৫ নম্বরের পরীক্ষা হবে।

* বাংলা থেকে ইংরেজি অনুবাদ ৫ টি ৫ নাম্বার

* ইংরেজি থেকে বাংলা অনুবাদ ৫ টি ৫ নাম্বার

* বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ ইংরেজি ৫ টি ৫ নাম্বার

* Precise ১ টি ৫ 10

* বাংলায় সংক্ষিপ্ত রচনা ৫ নাম্বার

* ৫ টি আবশ্যিক বিষয় থেকে প্রশ্ন (৫×৪) = ২০



| DU C Unit |

| C Unit Admission Test |

| ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট |


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............


শুভ কামনাদেখা হবে বিজয়ে...

Post a Comment

2 Comments

Please do not enter any spam link in the comment box.