Header Ads Widget

Responsive Advertisement

BCS Exam Question | BCS Exam Bangladesh | BCS exam syllabus


BCS Exam Question 



 #BCS_JOB & ADMISSION ENGLISH 



BCSExam Question #30minuteeducaiton
BCS Exam Question #30minuteeducaiton



#30minuteeducation

Published Date:30/08/2020




Topics: Linking Verb  (সহজে শেখার কৌশল) 


⭕আমরা প্রায়শই  Linking verb  নির্ণয় ও এর ব্যবহারে জটিলতায় পড়তে হয়। আজকের পর্ব শেষ হওয়ার পর আশা করি linking verb এ আর কোন ভুল হবেনা, ইনশাআল্লাহ। 


শুরুতেই   linking verb বুঝতে হলে আমাদেরকে যা বুঝতে হবে তা হচ্ছে,  #compliment ও object কি?


আমরা অনেকেই compliment & object  এর মধ্যে মিলিয়ে ফেলি। 

মনে রাখতে হবে compliment & object আয়ত্ব করতে না পারলে  linking verb এর জটিলতা ও ভুল করা থেকেই যাবে।



1.I am Niloy.


2. I am active.


3. I know Niloy.




বাংলা সাহিত্য ও সাহিত্যের ইতিহাস বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

Bengali Literature History




খেয়াল করুন উপরের ১ম উদাহরণে ,  I  যিনি Niloy ও তিনি। এখানে Niloy, word  টি I কে modify  করছে, এবং I & Niloy একি ব্যাক্তি।



আবার ২য় উদাহরণে,   I   কে modify করছে active,word টি। এখানেও I এবং  active  একই ব্যাক্তি । এই ২টি উদাহরণে Niloy & active হল compliment.



কিন্তু ৩য় উদাহরণে,  I  এবং Niloy  আলাদা ২জন ব্যাক্তিকে নির্দেশ করছে। I এবং  Niloy  ২জন আলাদা ব্যাক্তি। এখানেNiloy হল object.



সুতরাং আমরা বলতে পারি, subject এবং compliment একই ব্যাক্তি কে নির্দেশ করে।

কিন্তু subject এবং object আলাদা ব্যাক্তি কে নির্দেশ করে।



* এবার আসি, linking verb কাকে বলে?

সোজা কথায় বললে, subject এবং linking word এর মাঝের শব্দকে linking verb বলে।


*আবার verb কে be verb দ্বারা পরিবর্তন করে যদি অর্থ মিলে যায় তাহলেও তাকে linking verb বলে। 


 যেমন: 

1. He looks hungry.


এখানে looks এর পরিবর্তে যদি  be verb 'is' বসাই তাহলে হচ্ছে

*He is hungry


যার অর্থ মিলে যাচ্ছে সুতরাং looks একটি linking verb.


কিন্তু যদি be verb দ্বারা পরিবর্তন করার পর অর্থের ব্যাঘাত ঘটে তাহলে তা linking verb নয় বরং তা action verb হবে। 



* পৃথিবীতে লক্ষ লক্ষ verb আছে কিন্তু linking word আছে মাত্র ১১টি।  

 পৃথিবীর সকল verb কে adverb modify করতে পারে কিন্তু এই ১১টি verb কে adverb, modify করতে পারেনা। এই ১১টি linking verb কে শুদুমাত্র adjective, modify করে।


* চলুন গুরুত্বপূর্ণ  linking verb এর তালিকা দেখে নেওয়া যাক।


1. Be ( am /is/are/was/were)


2. Become


3.Remain


4.Stay   



| BCS JOB ADMISSION | 




5.Appear


6.Seem


7.Sound



বাংলা উচ্চারণের নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

বাংলা উচ্চারণের নিয়ম




8.Feel


9.look


10.Smell


11.Test


12-Turn


13-Get


আসুন,  উদাহরণ দিয়ে  clear করে দেই, আর সারা জীবন মনে রাখি।


1.He speaks loud/loudly.


2.He writes slow/slowly.


3.He remain silent/silently.


3. He becomes a doctor.


4.He looks beautiful.



১ম উদাহরণে loud or loudly হবে? আমরা সকলেই জানি loudly, ২য় উদাহরণে কি হবে? slow or slowly?  সবাই জানি slowly হবে।


| Linking Verb | 


৩য় উদাহরণে কি হবে? silent or silently? অনেকেই বলবেন silently  আবার কেউ বলবেন silent. আর একটু confused করে দিচ্ছি,


 ১ম ২টি উদাহরণে adverb বসিয়েছি, কারণ আমরা জানি   verb কে modify করে adverb,  loudly এবং slowly, 


adverb কাজেই  loudly  & slowly  হচ্ছে সঠিক উত্তর,  অন্যদিকে ৩য় উদাহরণে যদি আমরা silently লিখি তাহলে আমরা মারাত্মক ভুল করলাম। 


কারণ সঠিক উত্তর হচ্ছে silent.

যদিও আমরা জানি verb কে modify করতে  adverb হয়। প্রশ্ন হল কেন   silent হবে যা কিনা adjective. আর উপরে loudly & slowly  কেন হল? তাহলে আমরা কখন কোনটা বসাবো? 



এখন confusion দূর করে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। আমার উপরে দেওয়া ১১টি linking verb এর তালিকায় remain, verb টি আছে। 


অর্থাৎ এটি একটি linking verb, আর আমরা উপরে জেনেছি  linking, verb কে শুধুমাত্র  adjective, modify করে, adverb পারেনা।



সুতরাং নিয়ম অনুযায়ী ১ম ২টি উদাহরণে adverb বসেছে। ৩য় উদাহরণে silent বসেছে।



Note: Adverb কখনো linking verb কে modify করতে পারেনা।


linking verb কে শুদু মাত্র adjective modify করে।

*  Linking verb এর পর  adjective বসে।



৪র্থ ও ৫ম উদাহরণেও যথারীতি linking word,  becomes & looks থাকার কারণে adjective, a doctor এবং beautiful বসেছে ।


৫ম বাক্যে beautifully বসেনি কারণ  looks একটি linking verb.


বি:দ্র: linking verb এর পর adverb বসলেও বসতে পারে, তবে তা কখনোই verb কে modify করবেনা। 


যেমন: He is very good.


খেয়াল করুন, is হচ্ছে আমাদের ১১টি linking verb এর  be verb এর অন্যতম। অর্থাৎ এটি একটি linking verb.  


আর very হল adverb যা linking verb  এর পরে বসেছে। কিন্তু আমি বলেছিলাম বসতে পারে হঠাৎ, কিন্তু তা কখনোই verb কে modify করবেনা। 


তাহলে very,  কাকে modify করছে? is কে? উত্তর হচ্ছে 'না' লক্ষ করুন very, word টি good, word  টি কে modify করছে যা  adjective.কিন্তু is কে modify করতে পারছেনা। 




" ব্যতিক্রম "


* linking verb এর শেষের ৪টি verb,  (feel, look, smell, taste) এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে।


উদাহরণ দিয়ে বুঝার চেস্টা করি।


1.He feels bad /badly.


2.He feels me bad / badly.


১ম উদাহরণে উত্তর কি হবে? feels একটি linking verb কাজেই উত্তর হবে bad.


 কিন্তু ২য় উদাহরণে যদি bad লিখি তাহলে ভুল হবে। কেন?  খেয়াল করুন feels এর পরে  object আছে compliment নয়। 


সুতরাং এখানে feels, linking verb এর কাজ করছেনা। কারণ উপরে আমরা জেনেছিলাম linking বলে subject এবং compliment এর মাঝের verb কে। 

তাহলে এখানে bad,  না হয়ে হবে badly  যা একটি adverb. 



Note: এই ( feel, look, smell taste) ৪টি linking verb এর পর object থাকলে তার পর adjective না হয়ে adverb হয়।


 


আশা করি linking verb নিয়ে আর কোন ভুল হবেনা ইনশাআল্লাহ।


এবার আপনাদের পরীক্ষার পালা, আশা করি সবাই অংশ নিবেন এই ছোট্ট পরীক্ষায়, এতে করে বুঝা যাব কতটুকু বুঝলেন।


নিচের example গুলিতে সঠিক উত্তর কি কি হবে? comments এ লিখুন।


1.Honey taste sweet/sweetly /sweetness.


2.She feels tired/ tiredly/ tiredness.


3. We are happy/happily/Happiness.


4. He looks after careful /carefully/carefulness.


সংশোধিত ও পরিমার্জিত।




Hello Viewers,

You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇


1.Rules of Articles


2.Simple, Complex & Compound



 

If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You,,,,

 

Post a Comment

2 Comments

Please do not enter any spam link in the comment box.