Header Ads Widget

Responsive Advertisement

Ancient History of Bengal | History of West Bengal

 


Ancient history of Bengal




Ancient history of Bengal #30minuteeducation
Ancient history of Bengal #30minuteeducation




#30minuteeducation
Last Update: 27/05/2021


Origin of the Bengali nation



Who was the first king of Bengal?

Gopala I (750–770) was its first ruler. He came to power in 750 through an election by chieftains in Gauḍa. 

Gopala reigned from about 750–770 and consolidated his position by extending his control over all of Bengal.




বাঙালি জাতির উৎপত্তি


 

★ প্রঃ) কোন গোষ্ঠী থেকে বাঙ্গালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?

 

উঃ অস্ট্রিক জাতি।

 

★ প্রঃ) বাঙ্গালী কি ধরণের জাতি ?

 

উঃ সংকর জাতি।

 

★ প্রঃ) বাঙ্গালি জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায় ?

 

উঃ ২ ভাগে যথা- 

(ক) প্রাক-আর্য(অনার্য) নরগোষ্ঠী


(খ) আর্য জনগোষ্ঠী

 

★প্রঃ অনার্য নরগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায় ?

 

উঃ চার ভাগে যথা-

 

ক. অস্ট্রিক

 

খ. দ্রাবিড়

 

গ. নেগ্রিটো ও

 

ঘ. ভোটচীনীয় বা মঙ্গোলীয়।



 ###বাংলা সাহিত্য ও সাহিত্যের ইতিহাস বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন...

👇👇👇👇




★প্রঃ আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল ?

 

উঃ ইরান।



 History of West Bengal......


★প্রঃ আর্যজাতির আদি বাসস্থান কোথায় ?

 

উঃ ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল।

 

★প্রঃ বাঙ্গালি জাতি কীভাবে গড়ে উঠেছে ?

 

উঃ অস্ট্রিক,দ্রাবিড় ও আর্য জাতির

 

সংমিশ্রনে।

 


##পদার্থবিজ্ঞান ১ম পত্র বিষয়ের সাজেশন পেতে নিচের লিংকে ক্লিক করুন...
👇👇👇👇👇





★প্রঃ কোন জাতি দ্বারা নেগ্রিটো জাতি উৎখাত হয় ?

 

উঃ অস্ট্রিক জাতি।

 

★প্রঃ অস্ট্রিক জাতি কখন আগমন করে ?

 

উঃ প্রায় পাঁচ হাজার পূর্বে বা খ্রীষ্টপর্ব ৩ হাজার অব্দে।

 

★প্রঃ নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভূক্ত ?

 

উঃ আদি অস্ট্রেলীয়।

 

★প্রঃ অস্ট্রিক জাতির অপর নাম কি ?


উঃ নিষাদ জাতি।

 


##বাংলা ব্যাকরণ এর বাংলা উচ্চারণের নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করুন..
👇👇👇👇👇





★প্রঃ বাংলা আদিম অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?

 

উঃ অস্ট্রিক

 

★প্রঃ ভারতীয় উপমহাদেশে আর্যদের প্রথম আবাসভূমি কোথায় ?

 

উঃ সিন্ধু বিধৌত অঞ্চলে।

 

★প্রঃ বাংলাদেশের উপজাতিদের বড় অংশ কোন গোষ্ঠীভুক্ত?

 

উঃ মঙ্গোলয়েড




 ##ভাব-সম্প্রসারণ লেখার নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇




★প্রঃ বাংলা শব্দের উৎপত্তি কোন ধাতু থেকে ?

 

উঃ বঙ্গ ধাতু।

 

★প্রঃ বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ?

 

উঃ ঐতরেয় অরণ্য গ্রন্থে ।

 

★প্রঃ দেশবাচক শব্দ ‘বাংলা’ কোন গ্রন্থে পাওয়া যায় ?

 

উঃ আবুল ফজলের আইন-ই আকবরী গ্রন্থে।

 

★প্রঃ আর্যরা কোন ধর্মালম্বী ছিল ?

 

উঃ সনাতনী ধর্ম।

 

★প্রঃ আর্যদের  ধর্ম গ্রন্থের নাম কি ?

 

উঃ বেদ

 

★প্রঃ আর্য শব্দের অর্থ কি ?

 

উঃ সংস্কৃত অর্থে সৎ বংশজাত ব্যাক্তি।

 

★প্রঃ আর্যদের পূর্বে বঙ্গদেশে কোন জাতি প্রভাবশালী ছিল ?

 

উঃ অস্ট্রিক জাতি।

 

★প্রঃ অস্ট্রিক জাতি কোথা থেকে এবং কোন পথে বাংলাদেশে প্রবেশ করে ?

 

উঃ ইন্দোচীন থেকে আসাম হয়ে।

 

১০০ টি প্রশ্ন  ও উত্তর লালসালু উপন্যাস জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇



★প্রঃ এদেশে দ্রাবিড় জাতির কখন আগমন ঘটে ?

 

উঃ অস্ট্রিকদের সমসাময়িক সময়ে।

 

★প্রঃ আর্য যুগের অপর নাম কি ?

 

উঃ বৈদিক যুগ।

 

★প্রঃ সেমীয় গোত্রের আরবীয়রা কত শতাব্দীতে বাঙ্গালি জাতির সাথে

 

সংমিশ্রিত হয় ?

 

উঃ খ্রিস্টীয় অষ্টম শতাব্দী।

 

★প্রঃ সেমীয় গোত্রের আরবদের অনুকরণে কারা এ দেশে আসে ?

 

উঃ নেগ্রিটো রক্তবাহী হাবশীরা।

 

★প্রঃ এদেশে অস্ট্রিক-দ্রাবিড়দের আগেই বাস করতো কারা?

 

উঃ নেগ্রিটো জাতি



Hello Viewers,

You can check it out here another HSC Suggestion link ...👇👇👇👇👇


Read More English Grammar Post.......


##Narration এর সহজ নিয়ম


## Completing Sentence With Suitable Phrase



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You.

Post a Comment

0 Comments