Header Ads Widget

Responsive Advertisement

Rules of Combination | Combinations Formula | 30minuteeducation

                      

Combination




#30minuteeducation

Last Update:17/07/2020





Combination একটি Part of discourse যা Sentence বিভিন্ন  শব্দ, phrases, বা provisions যুক্ত করতে ব্যবহৃত হয়। 

 

Definition: (define combine)

 

furthermore, or, something else, at the same time, except if, since, despite the fact that এগুলোকে Conjunction বলা হয়ে থাকে। 

 

উদাহারণ

 

Tuning in to music and singing tunes are my pastimes. 

 

The mailman is poor, however he never avoids his obligation. 

 

You should concentrate routinely or/else, you won't breeze through the test. 

 



******Preposition এবং Conjunction এর মধ্যে পার্থক্য 

 


'Pre' অর্থ আগে 'Position' অর্থ স্থান। Preposition শব্দের আগে বসে। অন্যদিকে Conjunction এসেছে Conjoin শব্দ থেকে যার মানে হচ্ছে যুক্ত করা। 


এই দুটো শব্দের অর্থ থেকেই আপনাদের এদের কাজ সম্পর্কে ধারণা অনেকটা পরিস্কার হয়ে যাচ্ছে। 

 

এর আগে আমরা Preposition পড়েছিলাম। Preposition বাক্যের Noun, Pronoun এবং  অন্যান্য শব্দের সাথে আরেকটি Noun, Pronoun বা আরেকটি শব্দের সম্পর্ক দেখায়। 

 

ধরা যাক, একজন লোক এসে আপনার কাছে একটা বই কোথায় আছে এটা জিজ্ঞাসা করল। আপনি জানেন যে বইটা টেবিলের উপরে রাখা আছে। 

এখন আপনি তাকে দুইভাবে বইটার কথা বলতে পারেন

 

প্রথম, আপনি লোকটাকে সেই টেবিলটা দেখিয়ে বললেন 'The  table' এবং বইটা দেখিয়ে বললেন 'The Book' 

 

দ্বিতীয়, আপনি তাকে টেবিলের দিকে আঙ্গুল নির্দেশ করে বললেন 'The book is on the table.' 

 



এখন কথা হলো এই যে প্রথমে যেভাবে বলেছেন তাতে কি কোন ভুল ছিল? উত্তর হলো, না ভুল ছিল না। কিন্তু আপনি কি কাউকে এভাবে কথা বলতে শুনেছেন


আপনি যখন কারো কাছে কোন জিনিস খোঁজেন তখন কি কেউ আপনাকে এভাবে উত্তর দেয়? উত্তর হলো না দেয় না। 

 


এখন দ্বিতীয় ভাবে আপনি যে উত্তর দিলেন, 'The book is on the table.' এখন এখানে কি হচ্ছে? এখানেও আপনার 'Table' আর 'Book' আছে। 


কিন্তু এখানে আপনি Preposition ব্যবহার করে এই দুটো বস্তুর মধ্যে সম্পর্কটা কোথায় সেটা তুলে ধরছেন। বইটা টেবিলের উপরে রাখা আছে। এটাই হচ্ছে এই দুটো Noun এর মধ্যকার সম্পর্ক। 



 click here........how to improved spoken english converstion




Relational word কিন্তু শব্দ নিয়ে কাজ করে। অর্থাৎ এরা একটি বাক্যের বিভিন্ন শব্দের মধ্যে কি সম্পর্ক সেটা দেখায়। 


আবার অন্যদিকে Conjunction এর কাজ হচ্ছে বাক্য বা বাক্যের অংশ নিয়ে অর্থাৎ Clause, Phrase, Sentence এগুলো নিয়ে। 

 

Expression হচ্ছে কিছু শব্দের সমষ্টি যেটা হয়তো কিছু একটা বোঝায় কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না যেমন-A man with blue eyes.  এখানে এটা কিছু একটা বোঝাচ্ছে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। 


 

Condition হচ্ছে বাক্য বা বাক্যের অংশ যাতে একটি Subject এবং একটি Verb থাকবে। 

 

I like him 

 

My family doesn't care for him. 

 

এই দুটো সম্পূর্ণ বাক্য। এখন যদি দুটোকে এক সাথে যুক্ত করা হয় তাহলে হবে-I like him yet my family doesn't care for him. 

 

এখানে লক্ষ্য করুন, 'however' হচ্ছে Conjunction. 

 

এখন Conjunction সম্পর্কে আরো কিছু জেনে নেয়া যাক

 

Planning Conjunction: 

 

যে Conjunction একইরকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন words, phrases বা provisos যুক্ত করে তাকে Coordinating Conjunction বলে একে Coordinator বলা হয়। 



| How to Open A Combination Safe Without The Combination | 



Planning Conjunction একটা Noun এর সাথে আরেকটা Noun অথবা একটা Verb এর সাথে আরেকটা Verb যুক্ত করে থাকে। 

 

Definition: 

 

The combination which joins words, expressions or provisos having the equivalent linguistic structure is called Coordinating combination. It is additionally called an organizer. 



 new post..... Rules of Articles 👈👈👈👈click here...



For, And, Nor, But, Or, Yet, So এগুলো হচ্ছে Coordinating Conjunction এবার এই প্রতিটা Coordinating Conjunction এর আদ্যক্ষর নিয়ে যদি আমরা একটা নতুন ইংরেজি শব্দ তৈরি করি তাহলে সেটা হবে FANBOYS


এই শব্দটা মনে রাখলেই আপনি সহজেই সব Coordinating Conjunction পেয়ে যাবেন একসাথে। 

 

উদাহারণ

 

I will purchase a pen and a book. (এখানে দুটো Nounকে যুক্ত করছে

 

You can discover him in the library or in the homeroom. (এখানে দুটো Phraseকে যুক্ত করছে

 

She is poor, yet she is happy.  (এখানে দুটো Clause কে যুক্ত করছে এবং লক্ষ্য করুন যে দুটো Clause এর মধ্যে Adjective আছে

 

The remark was obtuse yet viable. (এখানে 'however' এই Conjunction টি 'gruff' এবং 'viable' এই দুটি Adjective কে যুক্ত করেছে।

 

The best arrangements are regularly straightforward yet surprising. 

 

এখানে 'Yet' এই Conjunction টি 'Basic' এবং 'Surprising' এই দুটি Adjective কে যুক্ত করেছে। 

 

On the off chance that a man should provoke me to a duel, I would take him merciful and forgivingly by the hand and lead him to a tranquil spot to murder him. 

 

এই বাক্যটি লম্বা একটি বাক্য যেখানে দুইবার 'and' এই combination টি ব্যবহৃত হয়েছে। প্রথম বারে এটি 'compassionate' 'forgivingly' এই দুটি Adverb কে এবং পরের বার 'take' এবং 'lead' এই দুটি Verb কে যুক্ত করেছে। 

 

Organizing Conjunction এর আরো কিছু উদাহারণ দেখা যাক

 

The servers served sandwiches and cakes. 

 

(এখানে 'and' এই Coordinating Conjunction টি 'sandwiches' এবং 'cakes' এই দুটো Noun কে যুক্ত করেছে

 

He is a little yet forceful canine. 

 

(এখানে 'yet' এই Coordinating Conjunction টি 'Little' এবং 'Forceful' এই দুটি Adjective কে যুক্ত করেছে

 

He composed the letter rapidly yet precisely. 

 

(এখানে 'yet' এই Coordinating Conjunction টি 'rapidly' এবং 'precisely' এই দুটি Adverb কে যুক্ত করেছে

 

She should have the option to sing and move. 

 

(এখানে 'and' এই Coordinating Conjunction টি 'sing' এবং 'move' এই দুটো Verb কে যুক্ত করেছে

 

She should have the option to sing like a hero, and move like a ballet dancer. 

 

(এখানে 'and' এই Coordinating Conjunction টি 'sing like a rockstar' এবং 'move like a balerina' এই দুটো Phrase কে যুক্ত করেছে

 




Rules of Combination #30minuteeducation
 Rules of Combination #30minuteeducation




She should have the option to sing, and she should have the option to move. 


 right form of verbs..      click here and going this post....


(এখানে 'and' এই Coordinating Conjunction টি 'She should have the option to sing' এবং 'She should have the option to move' এই দুটো Independent condition কে যুক্ত করেছে

 

Organizing Conjunction এর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি কখনো বাক্যের শুরুতে বা শেষে বসে না। সব  সময়ে বাক্যের মধ্যে বসবে। 

 

এই তিনটা বাক্য লক্ষ্য করুন। এখানে দুটো Clause আছে এবং এই দুটো Clause কে যুক্ত করতে Coordinating Conjunction ব্যবহার করা হয়েছে। 

 

Maggie was behind schedule for work, and she got a cut in pay. 

 

Maggie was behind schedule for work, so she got a cut in pay. 

 

কিন্তু এই বাক্যটা লক্ষ্য করুন। এখানে বা Rules of Combination


এই বাক্যটি Subordinating Conjunction এর উদাহারণ। 

 

Since Maggie was behind schedule for work, she got a cut in pay. 

 

******Coordinating Conjunction এর ক্ষেত্রে Comma এর ব্যবহার 

 

Organizing Conjunction এর ক্ষেত্রে Comma এর ব্যবহার অনেক সময় আমাদের সমস্যায় ফেলে দেয়। ক্ষেত্রে এই কয়েকটি জিনিস মনে রাখলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। 

 

প্রথমত, যখন Coordinating Conjunction বাক্যে দুটো জিনিসকে যোগ করবে তখন ব্যবহার করা লাগবে না। 

 

যেমন-The servers served sandwiches and cakes. 

 

এই বাক্যে দুটো জিনিস উল্লেখ করছে তাই এখানে Comma  লাগবে না। 

 

Most kids like treats and milk. (Joining two Nouns) 

 

The gold is covered up at the sea shore or by the lake side. (Joining two expressions) 

 

What you state and what you do are two distinct things. (Joining two conditions) 

 

I like espresso yet I don't care for tea. (Joining two Nouns) 

 

কিন্তু এই বাক্যটি লক্ষ্য করুন

 

The Bakerloo line runs among Elephant and Castle, and Harrow and Wealdstone 

 

(বেকারলু রেল এলিফ্যান্ট ক্যাসল এবং হ্যারো উইল্ডস্টোনের মধ্যে যাতায়াত করে।

 

এই ধরণের বাক্যের ক্ষেত্রে অনেক সময় পাঠকের বুঝতে সমস্যা হয় এই জন্যে এখানে comma ব্যবহার করা হয়েছে। 

 

যখন বাক্যে দুই এর অধিক বস্তুকে যোগ করবে তখন comma ব্যবহার করতে হবে। 

 

She served us cheddar, pickle, and bread rolls. 

 

The director, his agent or his secretary will see you in the blink of an eye. (Joining three things). 

 

I used to watch Columbo, and Cagney and Lacey. 

 

(এখানে 'Columbo' এবং 'Cagney and Lacey' এই দুটো আমেরিকান টিভি সিরিজের নাম। এই জন্যে এখানে comma ব্যবহার করা হয়েছে

 

এখন এই বাক্যটা লক্ষ্য করা যাক

 

I like sweet things however lean toward flavorful dishes. 

 

এই বাক্যটাকে ভেঙ্গে ফেললে আমরা দুটো Clause পাব। একটা Dependent Clause এবং আরেকটা Independent Clause  

 

'I like sweet things' এটা Independent Clause আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা অর্থপূর্ণ একটি বাক্য হিসেবেও কাজ করতে পারে। 

 

অন্যদিকে 'however lean toward flavorful dishes' এটা Dependent clause এটা আলাদা ভাবে বসতে পারে না এবং বসলেও কোন অর্থ বোঝাবে না। 

 

Planning Conjunction যখন এরকম  দুটো Clause কে যুক্ত করবে তখন Coordinating Conjunction এর আগে comma ব্যবহার করতে হবে। 


 Tense structure ..      click here & going this post....


I like sweet things, however lean toward flavorful dishes. 

 

******Compound Sentence 

 

I like sweet things, however lean toward flavorful dishes. 

 

আবার এই বাক্যটাই যদি এভাবে লেখা হয়

 

I like sweet things, however I favor exquisite dishes. 

 

এই বাক্যে কিন্তু এখন দুটো Clause Independent Clause এরা আলাদা বাক্য হিসেবেও বসতে পারে। 


এরা Coordinating Conjunction 'however' এর মাধ্যমে যুক্ত হয়েছে। এই ক্ষেত্রেও Coordinating Conjunction এর আগে comma ব্যবহার করতে হবে।


যখন Coordinating Conjunction এরকম দুটো Independent Clause কে যুক্ত করবে তখন এটাকে Compound Sentence বলা হবে। 

 

উদাহারণ

 

Tom ate all the peanuts, so Phil ate the treats. 

 

I couldn't care less for the sea shore, yet I appreciate a decent get-away in the mountains. 

 

He is most extravagant who is content with the least, for content is the abundance of nature. 

 

The lion and the calf will rests together, yet the calf would not get a lot of rest. 

 

Craig got a bass and Lee captured a goby. ( Bass এবং Goby হচ্ছে মাছ

 

Conjunctive Adverb: 

 

Conjunctive Adverb দুটি স্বাধীন বাক্য বা Independent condition কে একসাথে যুক্ত করে থাকে।  


আমরা জানি যে, Adverb  Adjective, Verb, অথবা অন্য একটি Adverb কে Modify করে। 


এটি কখন (When), কোথায় (Where), কিভাবে (How), কি উপায়ে (In what way), এবং কি পরিমাণে (To what extent)  এই প্রশ্নগুলোর উত্তর দেয়। 

 

Conjunctive Adverb দুটো Independent provision কে Modify করে এবং তাদের এক সাথে যুক্ত করে থাকে। এই বিচারে এটি Coordinating Conjunction এর মতোই কাজ করে থাকে।


 

কিছু Conjunctive Adverb হচ্ছে

 

As needs be,   furthermore,   once more, nearly, additionally, in any case, accordingly, also, surely, relatively, thus, on the other hand, somewhere else,

 similarly, in the long run, at last, further, besides, consequently, hereafter, be that as it may, what's more, in correlation, conversely, 


by chance, for sure, rather, in like manner, in the mean time, in addition, to be specific, all things considered, next, regardless, 


presently, something else, rather, correspondingly, still, along these lines, at that point, from there on, in this way, hence, without a doubt, yet. 

 



Arrangement, Contrast, circumstances and logical results, সহ বিভিন্ন ধরণের সম্পর্ক বোঝাতে Conjunctive Adverb ব্যবহার করা হয়। 

 

বাক্যে নতুন তথ্য যোগ করার ক্ষেত্রে  likewise, next, once more, besides, এসব Conjunctive Adverb ব্যবহার করা যায়। 

 

দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝানোর ক্ষেত্রে additionally, in like manner, likewise, এসব Conjunctive Adverb ব্যবহার করা হয়। 

 

বৈপরীত্য বোঝাতে in any case, rather, regardless of, rather এসব Conjunctive Adverb ব্যবহার করা যায়। 

 

কোন বিষয়ের উপরে জোর দিতে বা গুরুত্ব দিতে in reality, obviously, unquestionably, further, এসব Conjunctive Adverb ব্যবহার করা হয়। 

 

সময় বোঝাতে previously, in the interim, presently, at that point এসব Conjunctive Adverb ব্যবহার করা হয়। 

 

এবার  Conjunctive Adverb এর কিছু উদাহারণ দেখা যাক-

 

I love to eat espresso; in like manner, individuals frequently offer them to me at occasions. 

 

Marion should have been home right on time; therefore, she went home at 3 p.m. 

 

The lightning storm were extreme; therefore, the group scattered. 

 

The tree has built up a huge split throughout the years; in the end, it should be chopped down for the wellbeing of safety. 

 

A hurricane was gauge; henceforth, we remained in the retreat. 

 

We should go out after supper; be that as it may, we returned home. 

 

There are numerous history books; in any case, none of them might be precise. 




  Flow Chart বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন .

👇👇👇

....Flow Chart.....




I read hard for the test; in any case, I fizzled. 

 

She went into the store; notwithstanding, she didn't discover anything she needed to purchase. 

 

We needed to go through the day at the sea shore; notwithstanding, it came down so we remained at home. 

 

I needed to see a frightening film; notwithstanding, my companion needed to see a satire. 

 

Your pooch got into my yard; also, he uncovered my petunias. 

 

I need to get you new shoes; what's more, I have a few tasks to run. 

 

Jared is a mogul; conversely, his sibling Jeremy is in every case totally down and out. 

 

I like you a ton; actually, I figure we ought to be closest companions. 

 

He believed he was unable to come clean about what occurred; rather, he lied. 

 

Tom is an athlete; moreover, his sibling Tom is athletic. 

 

Amy rehearsed the piano; in the mean time, her sibling rehearsed the violin. 

 

Your examination is right; in addition, you made some intriguing focuses. 

 

It down-poured hard; in addition, helping flashed and thunder blasted. 

 

The dim skies and far off thunder deterred Clarice from her evening run; additionally, she had thirty math issues to tackle for her morning class. 

 

Chris was resolved to get excellent grades; all things considered, he didn't pass. 

 

He appreciated getting new tie; all things considered, a games vehicle would have been a superior blessing. 

 

You are my companion; regardless, I feel like you are exploiting me. 

 

My vehicle installments are high; then again, I truly appreciate driving such a pleasant vehicle. 

 

It is ideal to spend our excursion on the sea shore in Jamaica; then again, it is amusing to climb the Swiss Alps. 

 

You have to focus on your investigations; else, you will bomb the class. 

 

You should get your work done; else, you may get a terrible evaluation. 

 

You have to invest more energy into your work; else, you won't get a passing evaluation. 

 

The law doesn't allow driving drunk whenever; in any case, there would be a lot more mishaps. 

 

Hustle just a bit; else, you will be late for the train. 




 English Grammar Modifier  বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন

👇👇👇

... Rules of Modifier ....




Leon's high rise doesn't permit hounds more than 30 pounds; else, he would have purchased the lanky extraordinary dane pup playing in the pet store window. 

 

The infant nodded off; at that point, the doorbell rang. 

 

The feline ate a bowl brimming with fish; at that point, to the squirrel's enjoyment, the fat cat nodded off in the rocker. 

 

The due date for the last paper has passed; in this way, I was unable to present mine on schedule. 

 

I will not be going to the show; thusly, I have an additional ticket for anybody that can utilize it. 

 

We had totally different assessments; in this way, we headed out in our own direction. 

 

Jeremy continued talking in class; in this manner, he got in a difficult situation. 

 

She is a brilliant young lady; along these lines, it isn't at all astonishing that she gets such passing marks. 

 

উপরের এই বাক্যগুলো লক্ষ্য করলে আপনি কয়েকটি জিনিস পাবেন

 

) এই বাক্যগুলোতে দুটো Independent Clause আছে। 

 

) প্রথম Independent Clause টিতে যে অর্থ বা Sense প্রকাশ করা হয়েছে দ্বিতীয় Independent Clause  প্রথমটির সেই Sense এর সাথে আরো নতুন তথ্য যোগ করছে এবং সেটা করার আগে দ্বিতীয় Independent Clause টির শুরুতে Conjunctive Adverb বসছে।  


Conjunctive Adverb সেই নতুন বাক্যটিকে আগের বাক্যের সাথে পরিচিত করছে। এটি Introductory Word হিসেবে কাজ করছে। এই উদাহারণটাই ধরুন 'Tom is an athlete; in like manner, his sibling Tom is athletic.' এখানে প্রথম বাক্যে টম সম্পর্কে বলা হচ্ছে। 


দ্বিতীয় বাক্যে টম এর ভাইও যে একজন ক্রীড়াবিদ এবং টম এর শরীর তার ভাইয়ের মতোই মজবুত এই তথ্যটা দেয়া হচ্ছে।


দ্বিতীয় বাক্যটাকে প্রথমটার সাথে পরিচিত করিয়ে দিতে দ্বিতীয় বাক্যের শুরুতে 'In like manner' বসেছে যেটা Conjunctive Adverb  

 

আবার যদি এই উদাহারণটা নেই 'The child nodded off; at that point, the doorbell rang.' এই বাক্যে বাচ্চাটি ঘুমানোর পরে কি ঘটেছে তা বলা হয়েছে।


তাই দ্বিতীয় বাক্যের শুরুতে Conjunctive Adverb বসেছে। 

 

) উপরের প্রতিটি বাক্যে Comma Semicolon ব্যবহার করা হয়েছে। এটা খুবই জরুরি। 

 

*****Conjunctive Adverb এর ক্ষেত্রে Comma Semicolon এর ব্যবহার 

 

We have various sizes of this shirt; be that as it may, it comes in just one shading. 

 

এই বাক্যটাতে দুটি Independent Clause আছে

 

We have a wide range of sizes of this shirt. 

 

It comes in just one shading. 

 

দেখুন প্রথম Independent Clause টির পরে semicolon বসেছে তারপরে Conjunctive Adverb comma বসেছে এবং এরপরে দ্বিতীয় Independent Clause টি বসেছে। 

 

Conjunctive Adverb ব্যবহার করে বাক্য গঠনের ক্ষেত্রে এটা হচ্ছে সাধারণ নিয়ম 

 

Free Clause + Semicolon (;) + Conjunctive Adverb + Comma (,) + Independent Clause 

 

উপরে যে ৪০টি বাক্যের উদাহারণ দেয়া হয়েছে সেগুলো এই গঠনরীতির উপরে ভিত্তি করে দেয়া হয়েছে। 

 

এখন এই উদাহারণগুলো দেখুন 

 

He didn't attend a university. Rather, he went into business. 

 

At 10 a.m. Paul should be taking his science midterm. Rather, he was playing with the pretty server af the café. 

 

She didn't take a transport to work today. Rather, she drove her vehicle. 

 

Jack needs a toy vehicle for his birthday. In the mean time, Jill needs a dollhouse for her birthday. 

 

They got back. In like manner, I returned home. 

 

I woke up extremely late early today. In any case, I was not late to class. 

 

He isn't gorgeous. By the by, he is famous among young ladies. 

 

এই উদাহারণ গুলোতে দুটি আলাদা বাক্য। দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যটিতে যা বলা হয়েছে তার সাথে সম্পর্কিত আরো নতুন তথ্য যোগ করছে।


Conjunctive Adverb সেই নতুন বাক্যটিকে আগের বাক্যের পরিচিত করছে। এখানেও এটি Introductory Word ধরণের ক্ষেত্রেও Conjunctive Adverb এর পরে Comma ব্যবহার করতে হবে। 

 

Planning Conjunction এর মাধ্যমে দুটো Independent Clause কে একত্রে যুক্ত করা যায় এবং এখানেও Conjunctive Adverb Introductory Word হিসেবে কাজ করতে পারে সে ক্ষেত্রে গঠনটা হবে এরকম 


Free Clause + comma + and/however/or/so/+ Conjunctive Adverb + comma+ Independent Clause 

 

উদাহারণ দেয়া যাকCombination Concept 

 

Joe had overlooked his running shoes, and along these lines, he was unable to partake in the race. 

 

আগের উদাহারণ গুলো থেকে একটা ব্যাপার স্পষ্ট যে Conjunctive Adverb যখন Introductory Word হিসেবে ব্যবহৃত হবে তখন এর পরে Comma বসবে। 

 

Conjunctive Adverb বাক্যের শুরুতে, মাঝখানে বা শেষেও বসতে পারে। ক্ষেত্রে Conjunctive Adverb এর পরে Comma বসবে কি বসবে না সেটা নির্ভর করে এটা Restrictive বা Non-Restrictive কিনা। 


উক্ত বাক্যটার সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্যে যদি Conjunctive Adverb টা দরকার তখন এটা Restrictive তখন Comma বসবে না। 

 

উদাহারণ

 

Eating before going over the thrill ride was a slip-up to be sure. 

 

Anna called to state her vehicle would not begin. Rafael will thusly need to stroll to class. 

 

The long noodles sprinkled pureed tomatoes everywhere throughout the front of Brenda's shirt. Requesting fettuccine was a misstep in fact. (Fettuccine হচ্ছে এক ধরণের পাস্তা

 

এই বাক্যগুলোতে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্যে Conjunctive Adverb অপরিহার্য এই জন্যে এখানে Conjunctive Adverb এর আগে comma বসে নি। 





Hello Viewers,

You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇


1.Rules of Articles


2.Simple, Complex & Compound



If you like my content, feel free to share it on your favorite social network.


Author,

#Muktar_Hossain


Thank you....

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট এবং শেয়ার করবেন।


Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.