Header Ads Widget

Responsive Advertisement

Accounting and Information Systems 2 Teacher | Accounting | 30minuteeducation



Accounting and Information Systems 2 Teacher



#30minuteeducation

Last Update: 22/07/2020

 


আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দুজন শিক্ষক অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাচ্ছেন😭😭




2 Honourable Teacher

আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দুজন শিক্ষক অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাচ্ছেন। 

প্রফেসর আব্দুল্লাহ আল হারুন স্যারের সাথে অসংখ্য স্মৃতি আমাদের।

 স্যার আমাদের ১ম সেমিস্টারে " Principles of Accounting " কোর্স পড়িয়েছেন, ৫ম সেমিস্টারে ' Principles of Marketing " আর এমবিএ'তে " Management Information System" কোর্স পড়িয়েছেন।

স্যারেকে প্রথম ক্লাসে দেখে আমার যেটা মনে হয়েছিলো, সেটা হলো " মিস্টার ইংলিশ ম্যান ' তাও আবার আমেরিকান ইংলিশ। 

পরে স্যারকে মনে হয়েছে কাইসো, আবার মনে হয়েছে ফিলিপ কটলার, আবার এমবিএ তে মনে হয়েছে লডন এন্ড লডনের বড় লডন।




Accounting and Information Systems 2 Teacher #30minuteeducation
AIS Dept. Teacher #Abdullah Al Harun Sir





স্যারে একটা চায়ের গ্লাস ছিলো যে গ্লাসে প্রায় আধা কেজি গরম গরম চা থাকতো। ক্লাসে এসেই বলতো, "এই হাসিন আমার চা টা দিয়ে যাসতো "! 


আমি প্রথমে বিস্মিত হতাম স্যার এতো চা পান করে কীভাবে!! মার্কেটিং ক্লাসে একদিন আমার বন্ধু পাপ্পু স্যারকে খাতা দেখাতে গিয়ে দুর্ঘটনাবশত ধাক্কা লাগিয়ে চায়ের গ্লাসটা ভেঙ্গে ফেলেছিলো 😫


স্যারের কমন ডায়ালগের মধ্যে একটি ছিলো " চাপরিয়ে দাঁত ভেঙ্গে দিব তোদের "। স্যার কথাটা মজার ছলেই বলতেন, তাও আমরা বুঝতাম। 

স্যারের নেয়া ক্লাসগুলো আর স্যারের সাথে স্মৃতিগুলো ভুলার মতো না।



প্রফেসর সুভাষ চন্দ্র শীল স্যার আমাদের Commercial law আর project management কোর্স নিয়েছেন। 

স্যারের ক্লাসে কেউ প্রশ্ন করলে সেই ছাত্র বা ছাত্রীর অসহায়ত্ব দেখে ক্লাসের সবাই আমরা বিনোদন পেতাম 😁। 

ক্লাসে একদিন Appropriate শব্দের বাংলা অর্থ কি জিজ্ঞাস করেছিলেন, আমরা কেউ মনমত উত্তর দিতে পারিনি। 


আরেকদিন জিজ্ঞাস করেছিলেন, " সংবাদ" শব্দটির বিপরীত শব্দ কী? 😁। স্যারকে আমরা সবাই তখন ভয় পেতাম। 


বন্ধু তন্ময়, বন্ধু ফাহমি, আর বান্ধবী লাভনীর অসহায়ত্ব দেখে স্যারের ক্লাসে জীবনে উল্টাপাল্টা প্রশ্ন করার সাহস পাইনি 😋। 

যদিও লাস্ট কয়েকবছর ধরে স্যার অনেক আন্তরিক প্লাস বন্ধুভাবাপন্ন হয়েই ছাত্রদের সাথে সঙ্গ দিয়েছেন।



Accounting and Information Systems 2 Teacher #30minuteeducation
AIS Dept. Teacher #সুভাষ চন্দ্র শিল স্যার


বন্ধু ওয়াসিল কে বরিশালের আঞ্চলিক ভাষায় পাল্টা প্রশ্নে স্যার বলেছিলেন " মনে করেন যাইয়্যা আপনি ঐশ্বর্য রাইকে অফার করলেন, আপনার এইয়্যা অফার কি accept হবে নাকি reject হবে?  😀😀


Click here👉👉....Basic Knowledge of Admission test


অসংখ্য স্মৃতি স্যার আপনাদের দুজনের সাথে। আমি নিশ্চিত সব ব্যাচের প্রায় সবাই এই দুজন শিক্ষককে অন্তর থেকে ভালোবেসেছে প্লাস ওনাদের ক্লাস উপভোগ করেছে।


 প্রিয় স্যারদের অবসর উত্তর ছুটি ভালো কাটুক, মহান সৃষ্টিকর্তা আমার শিক্ষাগুরুদের দীর্ঘায়ু দান করুক, এই প্রার্থনা করি।


শ্রদ্ধা ও ভালোবাসা আপনাদের জন্য।😍



If you like my content, feel free to share it on your favorite social network.


Author,

#Muktar_Hossain


Thank you....

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট এবং শেয়ার করবেন।

Post a Comment

2 Comments

  1. বাকি দিনগুলো ভালো কাটুক আপনাদের এই দুয়া রইলো

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.