Header Ads Widget

Responsive Advertisement

Preposition rules in Bangla | Preposition Exercises | Preposition এর ব্যবহার | 30minuteeducation

  

Preposition Rules in Bangla

 


Preposition Shortcut Rules           

       


#30minuteeducation

Last Update:16/07/2020



         শর্টকাট ১:

In, on, at এসবের প্যাচে পড়ে প্রায়ই উত্তর ভুল হয় আমাদের। 


সহজেই কিন্তু এগুলোর সমাধান করা যায়।




১। যখনই কোন বার দেয়া থাকবে, যেমন Sunday, Monday… তখন তার আগে on বসবে।

 কোন তারিখ যেমন ১৪ ফেব্রুয়ারি থাকলেও তার আগে on বসবে।




২। যেকোন জায়গায় যদি সময় দেয়া থাকে,

 যেমন 10.00 AM, 12.00 PM তখন তার আগে সবসময় at বসবে।



৩। তবে আলাদা করে শুধু বছর থাকলে 

যেমন 1972, 1999 বা মাস যেমন June, July থাকলে তার আগে বসবে in।






শর্টকাট ২:

একটা বৃত্ত ধরা হোক, যেটাকে আমরা বলতে পারি Preposition Circle । 

এখন এই বৃত্তের একটা ছবি আকিয়ে এখান থেকেই Preposition এর ব্যবহারগুলো বের করতে পারি, 

যেমন

above/over বৃত্তটির একদম ওপর দিয়ে। একদম নিচ দিয়ে যাবে under/beneath। 







শর্টকাট ৩:

আমরা সবাই জানি, কোথাও গেলে, যেখান থেকে রওনা দিয়েছি সেটা হচ্ছে From, আর যেখানে যাচ্ছি সেটা হলো to। 


Preposition এর বেলাতেও ব্যাপারটা একই রকম। এখানে বাগড়া বাধায় towards। এই towards কিন্তু মোটেও to এর মতো না।

 towards মানে হলো কোন একটা ডিরেকশনে যাচ্ছে।



between আর among এর মধ্যেও একই সমস্যা হয়। ব্যাপারটা আসলে সিম্পল।


 between হয় যখন দুটি জিনিস বা দুজনের মধ্যে তুলনা করা হয়। among হয় যখন দুই এর বেশি জিনিস নিয়ে তুলনা করা হয়ে থাকে।




 Flow Chart বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন .

👇👇👇

....Flow Chart.....





শর্টকাট ৪:

Since আর for এর সাথে till/until নিয়েও প্রায়ই বিবাদ লাগে। 

এখানে তোমাদেরকে দেখতে হবে, since হয় যখন কোন কাজ শুরু হচ্ছে। 


for হলো পুরো কাজের সময়টা। আর till/until হলো শেষ অবধি!






 শর্টকাট ৫:

এমন কিছু Preposition থাকে যেগুলো কোন নিয়মে পড়ে না। এদের Appropriate Preposition বলা হয়ে থাকে।


 যেমন able to, capable of। এগুলোর ব্যাপারটা হচ্ছে যে একটু নিয়ম করে ডেইলি যদি পড়তে থাকো, একসময় না একসময় এগুলো আয়ত্বে চলে আসবেই!


Preposition জুজু কাটাতে আমাদের 30minuteeducation এর নিচে দেওয়া নিয়মগুলো দেখে ফেলো, 

আর মাথায় রাখো এই শর্টকাটগুলো! তাহলে আর Preposition এ তোমাকে আটকায় কে?

        



Preposition Practice


Preposition Rules



What Is Preposition..?

Preposition কাকে বলে?


Preposition হল এমন শব্দ যা কোন Noun, pronoun, Noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে। 


যেমনঃ I go to University. এখানে to শব্দটি go এবং University এর মধ্যে সম্পর্ক তৈরি করে।

 




সাধারণ নিয়মাবলীঃ

 

২৪ ঘন্টার বড় সময় (দিন, সপ্তাহ, মাস, বছর, সাল,) ইত্যাদির পূর্বে in বসে।

(যেমনঃ in 1980, in February etc.)

 



২৪ ঘন্টার ছোট সময় (সকাল, দুপুর, বিকাল, সন্ধা, রাত, ঘড়ির সময়) ইত্যাদির পূর্বে at বসে।

(নোটঃ সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে the থাকলে তার পূর্বে in বসে। 

যেমনঃ in the morning)

 


English Grammar Modifier  বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন

👇👇👇

... Rules of Modifier ....




দিবস, তারিথ, সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে on বসে।

 


বড় স্থান/জায়গার পূর্বে in ছোট স্থান/জায়গার পূর্বে at বসে। 

(যেমনঃ I live in Bangladesh at Dhaka.)

 



Perfect continuous tense এর ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে for এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since বসে

 


কোন কিছু স্পর্শ করে আছে বুঝালে তার পূর্বে on বসে।

 



 

Preposition রুলসমূহ


 

At এর ব্যবহার


. ছোট স্থান/শহর/জায়গার পূর্বে at বসে।

যেমন: He lives at lalbag



. নিদ্দিষ্ট সময় বুঝাতে at বসে। 

যেমন: I go to school at 9 am.



. দূরত্ব বুঝাতে at বসে। 

যেমন: Khulna is at 100 kilometers from here.



. দামের পূর্বে at বসে। 

যেমন: Potato sells at 10 tk. Per kg.



. দায়িত্ব বুঝাতে at বসে। 

যেমন: You must do this at your own risk.



. বয়স বুঝাতে at বসে। 

যেমন:He passed S.S.C at 16.




 

On এর ব্যবহার


. কোন কিছুর উপর সংলগ্ন বুঝাতে On বসে। 

যেমন: Keep the mobile on the table.



. বার/দিন/তারিখের পূর্বে On বসে। 

যেমন: I went there on Saturday.



. নদীর তীরে বুঝাতে On বসে। 

যেমন: Khulna is on the rupsha.



. নির্ভরতা বুঝাতে On বসে। 

যেমন: We live on rice.



. Floor এর সংখ্যা বুঝাতে on বসে। 

যেমনঃ The Bank is on the 5th floor.



. সম্বন্ধ বুঝাতে On বসে।

যেমন: He wrote an essay on Liberation.


 

 

In এর ব্যবহার


. বড় স্থানের পূর্বে in বসে।

যেমন: I live in Bangladesh.



Note: (“I live in Bangladesh at Dhaka” 


উদাহরণটিতে লক্ষ্য করুন- Bangladesh বড় জায়গা হওয়ায় in Dhaka ছোট জায়গা হওয়ায় at বসেছে)



. কোন বিষয় বা ভাষা বুঝালে তার আগে in বসে। 

যেমন: In English, In Bengali. I

wrote a novel in English.



. সময়ের ক্ষেত্রে বছর/মাসের পূর্বে In বসে। 

যেমন: He was born in 1980.



. পেশার পূর্বে In বসে।

যেমন: He joined in navy.



. বিষয়ের পূর্বে In বসে। 

যেমন: He studies in History.



. অবস্থা বুঝাতে In বসে। 

যেমন: She is in happy mode.



. ক্ষেত্র বুঝাতে In বসে। 

যেমন: I have nothing to say in this regard.

 

 



To এর ব্যবহার

 

যেমন: He goes to market. He went to Italy.


1. ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে। 

যেমন: Razu came to me,



2. অনুসারে বুঝাতে to বসে। 

যেমন: I work according to rule.



3. সীমানার বাইরে বুঝাতে to বসে।

যেমন: Korea is to the east of our country.



 



OF এর ব্যবহার

. অধিকার/মালিকানা বুঝাতে Of বসে।

যেমন: This is the car of Mr Azad.



. উপকরণ বুঝাতে Of বসে। 

যেমন: The shoe is made of leather.



. কারণ বুঝাতে Of বসে। 

যেমন: The man died of cancer.



. সম্পর্ক বুঝাতে Of বসে।

যেমন: I know everything of it.



 



Over এর ব্যবহার


. কোন কিছু স্পর্শ না করে উপরে বুঝাতে Over বসে। 

যেমনঃ The plane is over the field.



. মাধ্যম বুঝাতে Over বসে। 

যেমনঃ He talked over telephone.



. বিপরীত পাশ বুঝাতে Over বসে।

যেমনঃ They live over the road.



. অধিক বুঝাতে Over বসে। 

যেমনঃ Simu was in India for over a month.



. সমগ্র/সারা অর্থ বুঝাতে Over বসে। 

যেমনঃ They have traveled over the world.

 




Above এর ব্যবহার

. সংযুক্ত না হয়ে উপরে বুঝাতে Above বসে।

যেমনঃ The fan is above my head.

 





Between Among এর ব্যবহার


Between: দুইয়ের মধ্যে বুঝাতে/তুলনা করতে Between বসে।


যেমনঃ Pakistan will win between Bangladesh & Afghanistan.

Divide the apple between the two boys.




Among: দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে/তুলনা করতে Among বসে।

যেমনঃ Bangladesh will win among 30 countries.

Divide the apple between the boys.




 

Preposition Rules In Bangla #30minuteeducation
Preposition Rules In Bangla #30minuteeducation




With এর ব্যবহার


. সাথে বুঝাতে With বসে। 

যেমনঃ He came with me.




. দ্বারা/দিয়া বুঝাতে With বসে। 

যেমনঃ I write with this pen.

 




For এর ব্যবহার


. জন্য বুঝাতে For বসে।

যেমন: I would like to do something for you.



. সময়ের আগে ধরে/যাবৎ/ব্যাপিয়া বুঝাতে For বসে। 

যেমন: He has been working for 4 hours.



. কারণ বুঝাতে For বসে। 

যেমন: I will go to India for a tour.



. মূল্য বুঝাতে For বসে। 

যেমন: I have bought a Mobile for 5000 tk.



. সাহায্য অর্থে বুঝাতে For বসে। 

যেমন: Please do this favor for me.



 



By এর ব্যবহার


. পাশে বুঝাতে By বসে। 

যেমন: She sat by me.



. পথ অর্থে বুঝাতে By বসে। 

যেমন: They will go there by road.



. কোন উপায় বা পদ্ধতি বুঝাতে তার আগে By বসে। 

যেমন: By hard work.



. মাধ্যম বুঝাতে By বসে। 

যেমন: He achieved success by hard labour.



. পরিমাপ বুঝাতে By বসে। 

যেমন: The table is 2 feet by 3 feet.



. হার বুঝাতে By বসে। 

যেমন: He is improving day by day.

 




From এর ব্যবহার


কারো নিকট হতে অথবা কোন স্থান হতে/থেকে বুঝালে ব্যক্তির বা স্থানের আগে From বসে।


যেমন: তোমার নিকট হতে – From you,

I took this pen from Rina.

খুলনা থেকে – from Khulna

He bought sweets from market. 

 




Into এর ব্যবহার

. বাইরে থেকে ভিতরে বুঝাতে Into বসে।

যেমনঃ The boy entered into the room.



. সংঘর্ষ বুঝাতে Into বসে।

যেমনঃ The car crashed into a parked microbus.



. সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে Into বসে।

যেমনঃ They were divided into five groups

 





Within এর ব্যবহার

নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে Within বসে।

যেমনঃ I will come back within 20 minutes.




 

Towards এর ব্যবহার

দিকে বা বরাবর বোঝাতে Towards বসে। 

যেমনঃ I’m going towards university.





Before এর ব্যবহার

. পূর্বে বুঝাতে Before বসে। 

যেমনঃ Rina came before launch.

 




 

After এর ব্যবহার

. ‘পরেঅর্থ প্রকাশ করতে After বসে। 

যেমনঃ I will play after study.



. চলমান অবস্থার পিছনে বুঝাতে After বসে। 

যেমনঃ Police run after the criminal.

 





Below এর ব্যবহার

নিচে অর্থ প্রকাশ করতে Below বসে। 

যেমনঃ We live below the sky. 

Please see the rule which is given below.

 





Under এর ব্যবহার


. নিচে অর্থ প্রকাশ করতে Under বসে। 

যেমনঃ Let’s sit under the tree.



. বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে Under বসে। 

যেমনঃ This case is under the court.



. অধীনে অর্থ প্রকাশ করতে Under বসে।

যেমনঃ He serves under me.



 


Across এর ব্যবহার

এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বুঝাতে across বসে।

যেমনঃ Poverty is increasing across the country. 

Go across the street.

 




Along এর ব্যবহার

বরাবর অর্থ প্রকাশ করতে along বসে।

যেমনঃ Go along the bed.





Through এর ব্যবহার

কোন কিছুর মাধ্যমে বা মধ্যদিয়ে বুঝাতে Through বসে।

 


Against এর ব্যবহার

. বিরুদ্ধে বুঝাতে Against বসে। 

যেমনঃ We fought against Pakistan in liberation war.


 

 

About এর ব্যবহার

. সম্বন্ধে অর্থ প্রকাশ করতে About বসে। 

যেমনঃ Rafiq told me about the game.



. প্রায় অর্থ প্রকাশ করতে About বসে। 

যেমনঃ The movie is about to end.



 

Beside এর ব্যবহার

পাশে অর্থ প্রকাশ করতে beside বসে।

যেমনঃ She sat beside me.

 



Behind এর ব্যবহার

পিছনে অর্থ প্রকাশ করতে behind বসে। 

যেমনঃ Please stay behind me.


 

Beyond এর ব্যবহার

সাধ্যের বাইরে বুঝাতে Beyond বসে। 

যেমনঃ The price of the Dress is beyond my budget.



 

Down এর ব্যবহার

উপর থেকে নিচে বুঝাতে Down বসে। 

যেমনঃ He fell down from a building.



 

Since এর ব্যবহার

নির্দিষ্ট সময় বুঝাতে Since বসে। 

যেমনঃ It has been raining since morning.



 

Without এর ব্যবহার

ছাড়া/ব্যতিত বুঝাতে without বসে। 

যেমনঃ Fish cannot live without water





        APPROPRIATE PREPOSITION Coming Soon......


                  

Hello Viewers,

You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇


1.Rules of Articles


2.Simple, Complex & Compound



If you like my content, feel free to share it on your favorite social network.


Author,

#Muktar_Hossain


Thank you....

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট এবং শেয়ার করবেন।

Post a Comment

0 Comments