Spoken English Conversation
How about-কেমন
হয়
Structure: How about+sub+verb(ing)+ext+?
Example:
1.ইংরেজি
শিখলে কেমন হয়?
-How about learning English?
2.আজ
বিরিয়ানি রান্না করলে কেমন হয়?
-How about cooking biriyani today?
3.জেবির
সাথে দেখা করলে কেমন
হয়?
-How about meeting with Jebi?
Free Spoken English Course ..👈👈👈👈 Click here read more.
Spoken English Conversation #30minuteeducation |
Keep- করতে
থাক/যেতে থাক
Structure: Keep+verb(ing),Sub+verb(any form)+ext
Example:
1.লেগে
থাক,তুমি জিতবে।
-Keep staying,you will win.
2.অনুশীলন
করতে থাক,তুমি ইংরেজিতে
অনর্গল কথা বলতে পারবে।
-Keep practicing,you will speak English fluently.
3.কাজ
করতে থাক, টাকা আমি
দিব।
-Keep working,I will pay.
Need to (কোনো
কিছুর প্রয়োজন বুঝাতে)
Structure : Subject + need to+verb1+...
Example :
1.আমার
ইংরেজি শেখা প্রয়োজন।
> I need to learn English.
2.আমার
তাকে সাহায্য করা প্রয়োজন।
> I need to help him.
There is something wrong with (কোনো কিছু
সমস্যা হয়েছে)
Structure : There is something wrong with+noun
Example:
1.আমার
মোবাইলে সমস্যা হয়েছে।
>There is something wrong with my phone.
2.আমার
সার্টিফিকেট এ সমস্যা হয়েছে।
> There is something wrong with my certificate.
No need(দরকার নেই)
Structure :No need+verb+object.
1.বলার দরকার নেই।
>>No need to tell.
2.কাজ করার দরকার নেই।
>>No need to work.
3.সময় অপচয় করার দরকার নেই।
>>No need to waste time.
I have heard that(আমি শুনেছি যে)
Structure:I have heard that +........
1.আমি শুনেছি তুমি ইংরেজি শিখ
>>I have heard that you learn English.
2.আমি শুনেছি সে খুব মেধাবী।
>>I have heard that she is very talented.
3.আমি শুনেছি তুমি কঠোর কাজ করো।
>>I have heard that you work hard.
**২টি রুলের জন্য ১ টি করে মোট ২টি কমেন্ট করুন।
most important english grammar........👇👇👇👇
Hello Viewers,
You can check it out here another English
Grammar link ...👇👇👇👇👇
3.admission english exam topics
If
you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank you...
1 Comments
এভাবে rules study করলে তো সহজে spoken English শেখা যাবে। অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.