Header Ads Widget

Responsive Advertisement

Why Study at a Public University | পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়বে | 30minuteeducation

 

Why Study at a Public University


পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়বে ??



why study at a public university #30minuteeducation
why study at a public university #30minuteeducation



#30minuteeducation
Published Date: 26/01/21


| Public University |



Public University এমন একটা platform যেখান থেকে তুমি তোমার জীবনটাকে নিজের মত গুছিয়ে নিতে পারবে…!!!!!

Bye The Way……… মূল আলোচনায় আসি …😊


১ ।  তুমি ভাবতেও পারবেনা varsity life কেমন মজা । লেখাপড়া না করে শুধু চিল হয়, এমনটিও নয় । লেখাপড়ার ভেতরে  বোরিং বলে কোনো জিনিস নেই এইটা এখানে আসলে বুঝতে পারবে। পড়া লেখা যে মজা  করে পড়া যায় তুমি এখানে এসেই বুঝতে পারবে ।🤗


২ ।  এখানে এসে তুমি পাবে একটা বড় প্লাটফর্ম । যেখান থেকে তুমি পৌছাতে পারবে maximum পর্যায়ে । আর পাবে স্বাধীন জীবন ।


৩ ।  মনে করো তোমার সামনে অনেক গুলো খাবার রাখা আছে । এইখান থেকে তুমি যেইটা ইচ্ছে তুলে খেতে পারবে …

ঠিক এই রকম কিছু উধাহরন দেই …যেমন–

{এখানে আছে…..……….


i)  বিসিএস (BCS) ফোরাম। (যাদের টার্গেট BCS ক্যাডার হওয়ার তাদের জন্য এই সংগঠন । তারা এইখান থেকে গাইডলাইন পাবে)


ii)  দেশসেরা লাইব্রেরী। (এই লাইব্রেরী তে একবার ঢুকলে সারাদিন পড়ে যেতেই ইচ্ছে করবে)


iii)  Science Club. (বিজ্ঞান মনস্ক মানুষের জন্য)


iv)  United Nation Club (জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থায় কাজ করার ইচ্ছে থাকলে এইখান থেকে help পাবে)🤩


v)  ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, সুইমিং, অ্যাথলেটিক, ক্যারামবোর্ড, টেবিল-টেনিস, টেনিস, দাবা সহ  সকল ধরনের খেলার সুযোগ।

 এখানে এদের আলাদা আলাদা ক্লাব আছে। তুমি ভালো  খেলা দেখাতে পারলে National পর্যায় খেলোয়াড় হয়ে যেতে পারো। এখানে সব কিছু ফ্রি। 


তুমি খেলতে আগ্রহী কিনা তোমার কাছে বার  বার জানতে চাওয়া হবে । মাঝে মাঝে টিম করে Departmental ও Non-departmental খেলা হয়।


vi)  আছে উন্নত মানের ব্যায়ামাগার। (Gymnasium) 🤷‍♂️


vii)  আছে সাহিত্যক ক্লাব।


viii)  আছে Debate Club (এখান থেকে তুমি তোমার স্বপ্ন পুরন করতে পারবে)🙂


ix)  Career Club (ক্যারিয়ার গঠনে তোমাকে Help করবে) তোমার বিভিন্ন Skill Develop করতে সাহাজ্য করবে। যেমন তুমি যদি Public Speaking, Communication Skill, Leadership skill etc অনেকে  এইগুলো প্রথম শুনলে,ভাবতে পারো এইটা আবার কেমন স্কিল??…খাই নাকি মাথায়  দেই???


 ইত্যাদি ইত্যাদি … আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি____ *তুমি কি ২০০০/৩০০০ মানুষের সামনে স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দিতে পারবে?? এই বক্তব্য দেওয়ার জন্যই দরকার Public Speaking Skills


*সব মানুষই চাই Power . অর্থাৎ BOSS হতে চাই। কেউ চাই না যে,কারও আন্ডারে কাজ না করতে। সকলের লিডার হতে চাই।  সেটা হোক যেকোনো চাকরি,ব্যাবসা বা অন্য কিছু। কেউ ইচ্ছে করলেই লিডার হতে  পারবেনা, এমনি এমনি কেউ দিবেও না বস হতে।


 তাই লাগবে দক্ষতা। আর এই  দক্ষতাই হলো Leadership Skills . * আর Communication Skills এইবার তুমি নিজেই বুঝে নিও । )



How to successful University Admission



x)  Business Club (তোমার স্বপ্ন যদি থাকে ব্যাবসিক হওয়ার,তাহলে এইখান থেকে পাবে গাইডলাইন)😄


xi)  Higher Study Club. (তোমার ইচ্ছে যদি থাকে আমেরিকা,কানাডা,ইংল্যান্ড,অস্ট্রলিয়া,জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়া জন্য গাইডলাইন এবং স্কলারশিপ এর  প্রসেস গুলো এডভাইজ করবে ।

 বিভিন্ন রিসোর্স গুলো তোমার সামনে হাজির করবে এবং মোটিভেট করবে ।


xii)  Dance Club (তোমার স্বপ্ন যদি থাকে নাচের Hobby টা এবং Passion টা ধরে রাখার তাহলে এইখানে তুমি Help পাবা)🤑


xiii) Singing Club. (নাচের মত গানের ক্লাব)


xiv) বিভিন্ন পেশায় সরকারি-বেসরকরারী উচ্চপদে চাকরি করতে পারবে। থাকবে রাজনীতি করার সুযোগ। 


xv) English Languege Club (এইখানে তোমার ইংরেজির দক্ষতা বাড়াতে সাহায্য করবে )✌️


xvi) সেচ্ছাসেবী সংগঠন (তোমার যদি ইচ্ছেড়াবে,অসহায় মানুষের পাশে দাঁড়াবে,পথশিশু দের নিয়ে কাজ  করবে,রক্তদান কর্মসূচী তে যোগ দেবে। 


তাহলে এইটা তোমার জন্য। এক কথায় তোমার ক্যারিয়ারের জন্য সব পাবে এখানে।😇

৪ । এইখান থেকে তুমি সেরা খেলোয়াড়, ডান্সার, গায়ক, অভিনেতা, সাহিত্যক, আর্টিস্ট, ব্যাবসায়িক, উদ্যগতা ইত্যাদির যেকোনো একটি হয়ে যেতে পারো যেকোনো SUBJECT এই পড়োনা কেনো …

৫ । এইখানে মাঝে মাঝেই Concert হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো লেগেই থাকে। আর এইখানে যেইসব Concert হয়, তুমি ভাবতেও পারবেনা। নামকরা গায়ক, নায়করা এখানে অতিথি থাকে।💥

— 


Rajshahi University Admission test:   Rajshahi University



৬ । এখানে হয় সেমিনার। সেমিনারে আমন্ত্রিত থাকে নামকরা ব্যাক্তিত্ত্ব। যেমন…তোমরা যদি BCS ফোরামে যুক্ত থাকো তাহলে সুসান্ত পাল এর সেমিনার পাবে।


এর থেকেও নামকরা ব্যক্তিত্বরা এখানে আসে। এরা মোটিভেট  করে,গাইডলাইন দেই। এইরকম সব ক্লাব তাদের প্রোফেশন অনুযায়ী নামকরা ব্যাক্তিদের হাজির করে। 👌

৭ । Classroom গুলো পাবা AC room. Wifi সুবিধা। আলাদা চেয়ার-টেবিল। গ্যালারি সিস্টেম ও থাকবে। তবে কিছু কিছু Department এ গ্যালারি থাকেনা। 😎

৮ । উন্নত মানের ল্যাব ব্যাবস্থা। যেখানে ঢুকলে আর বের হতে ইচ্ছে করবেনা।🤓

৯ । পাবা উচ্চতর গবেষণা করার অপার সুযোগ।

১০ । তুমি তোমার ক্ষুদ্র প্রতিভা গুলোও এখানে তুলে ধরতে পারবা।

এখানে সব সময় সাংবাদিক Ready থাকেই। তুমি কিছু একটা করেই ভাইরাল হতে পারবে।🤟

১১ । এখানে পাবা অনেক পরিশ্রমী ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতা করার সুযোগ। যেইটা তুমি কোথাও পাবেনা। এখানে যারা আছে সবাই Multitalented। এমনকি তারাই হবে তোমার সেরা বন্ধু। 😌


এখানে আছে ৬৪ জেলার মানুষ । আর DU, KU, RU, BUET, BAU, JU, CU, JUST, SUST সহ অন্য বিশ্ববিদ্যালয়ে এ দেখা পাবে বিদেশি শিক্ষার্থীদের। যারা তাদের কালচারের সাথে তাল মিলিয়ে লেখাপড়া করছে।🤗

১২ । বিকেলে, রাতে বন্ধুবান্ধব দের সাথে চায়ের দোকান, রেস্টুরেন্টে আড্ডা দিতে পারবে।🥳

১৩ । লেখাপড়া করবে ফ্রি। সেমিস্টার বা এয়ারলি অল্প কিছু টাকা লাগবে, ফ্রি আবাসন ব্যাবস্থা, ফ্রি যাতায়াত ব্যাবস্থা, খাবার খরচ খুবই স্বল্প।

সব কিছুরই একটা কমিউনিটি থাকে। তেমনি মেধাবী শিক্ষার্থীর মিলনমেলা এই পাবলিক

 বিশ্ববিদ্যালয়!!!🖤 



You can check  out here another English Grammar link ...

👇👇👇👇👇👇


1.Rules of Modifier


2.Simple, Complex & Compound



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You,,,,

 

Post a Comment

0 Comments