Header Ads Widget

Responsive Advertisement

MIST and BUP University Admission Notice | 30minuteeducation

 

MIST and BUP University Admission Notice 


MIST and BUP University Admission Notice | 30minuteeducation
MIST and BUP University Admission Notice | 30minuteeducation



#30minuteeducation
Published Date: 8/02/2021



MIST & BUP নিয়ে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন আছে,কেননা এই ২ টা ভার্সিটি অন্য পাবলিক ভার্সিটি গুলোর চেয়ে একটু ভিন্ন।


তোমরা জানো অলরেডি এই ২ টা ভার্সিটির এডমিশন ডেট সহ পুর্নাঙ্গ সার্কোলার দিয়ে দিয়েছে,এবং বিউপি তে অলরেডি এপ্লাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে,


তাই ভাবলাম তোমাদের কে কিছু প্রশ্ন ক্লিয়ার করে দেই যেনো ফর্ম টানার আগে সবকিছু সিউর হয়ে ফর্ম তুলতে পারো।


১)বহুল আলোচিত প্রশ্ন,এই ২ টা ভার্সিটি কি পাবলিক নাকি প্রাইভেট?

-উত্তর হলো ভার্সিটি ২ টাই পাবলিক ভার্সিটি,তবে এই ২ টা ভার্সিটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে তাই অন্যান্য পাবলিক ভার্সিটি থেকে এটাতে একটু হলেও ভিন্নতা আছে এবং খরচের পরিমান টাও একটু বেশি।(Wikipedia)



২)খরচের হিসেব টা কেমন?

*BUP তে ৪ বছরে টোটাল খরচ পড়বে ১ লাখ ৫৩ হাজার টাকা,তবে ট্যুর ফি এটা ওটা মিলে হয়তো খরচটা ১ লাখ ৭০ এ গিয়ে পৌছাতে পারে।



*MIST তে বাবা/মা সরকারি চাকরিজীবী হলে(সিভিল) ৪ বছরে ৩ লাখ ১৫ হাজার এবং বাবা মা সরকারি চাকরিজীবী না হলে ৪ বছরে ৩ লাখ ৮৫/৯০ হাজারের মতো লাগবে।



তবে থাকা খাওয়া সহ বাকি খরচ এই হিসেবের বাহিরে।

৩)বাবা/মা কি সেনাবাহিনী তে চাকরি করতে হয়?

-না এমন কোনো কন্ডিশন নাই,তবে উভয়টাতেই সেনাবাহিনীর ছেলে মেয়েদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয়,তাদের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা ও আছে।


Top 10 Public University Admission Question Bank PDF 


৪)এবছর কোনটাতে পরীক্ষা কবে?

-বিউপি তে ২৬&২৭ ফেব্রুয়ারী এবং মিস্টে ৫ ই মার্চ,যেহেতু এটার অনলাইন এপ্লাই শুরু হয়ে গেছে তাই এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম।



| Public University Admission | MIST | BUP |



৫)সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারে কিনা?

-হ্যা ২ টাতেই সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে,তবে মিস্টের শর্টলিস্টে সেকেন্ড টাইমারদের কম সিলেক্ট করা হয়।

যেমন গতবছর ১০ হাজার সিলেকশন করছিলো এর মধ্যে সেকেন্ড টাইমার ছিলো ২ হাজার।



 Why at Public University 


৬)পরীক্ষা কি এমসিকিউ নাকি লিখিত?

-মিস্টে ১০০ মার্ক রিটেন হবে।

-আর বিউপি তে আগে থেকেই সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা ই হয়।



৭)নেগেটিভ মার্ক কাউন্ট করে কিনা?

-হ্যা ০.২৫ করে নেগেটিভ মার্ক আছে,তবে মিস্টে সেকেন্ড টাইমারদের জন্য ৫% মার্ক বেশি কর্তন করা হয়।



শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন/দাও।


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You,,,,

 

Post a Comment

0 Comments