Header Ads Widget

Responsive Advertisement

অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লেখা থাকে । এইটার মানে কী?

 


অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লেখা থাকে। এইটার মানে কী? অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লিখা থাকে। 


এই TM লিখাটা নিয়ে আমিও ছোটবেলা থেকেই চিন্তা করতাম কিন্তু কখনও জানতে পারি নাই। কারণ তখন কাওকে জিজ্ঞেসই করা হয়নি।

 গত বছর এক বড় ভাইয়ের কাছে জানতে পারলাম এই TM মানে কী। TM ছাড়াও অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে ® লিখা থাকে।


TM লেখাটির পূর্ণরূপ হলো Trademark(ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লিখা থাকলে বুঝতে হবে নামটি তাদের ব্রান্ডের প্রতীক।


 আবার ® লেখাটির মানে হলো Registered Trademark (রেজিস্টারড ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে ® লিখা থাকলে বুঝতে হবে তাদের ব্রান্ডের প্রতীকটি রেজিষ্ট্রেশনভুক্ত।


 ফলে অন্য কোনো ব্রান্ড এই প্রতীকটি ব্যবহার করতে পারবেনা। অন্য কোনো ব্রান্ড প্রতীকটি ব্যবহার করলে সেই ব্রান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।


আশা করি এবার জানতে পেরেছেন কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে TM কেন লিখা হয়।


===================



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation

#twolearning #muktarhossain #টুলার্নিং #two #learning #2learning

Post a Comment

0 Comments