Header Ads Widget

Responsive Advertisement

SSC Assignment 2021 2nd Week Accounting Solution | এসএসসি ২য় সপ্তাহের হিসাববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর | 30minuteeducation

 

এসএসসি ২য় সপ্তাহের


 হিসাববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর


SSC Assignment 2021 2nd Week Accounting Solution | two learning | 30minuteeducation
SSC Assignment 2021 2nd Week Accounting Solution 


Published Date: 22/07/2021



মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

  

       বিষয়: হিসাববিজ্ঞান               বিষয় কোড: ১৪৬           স্তর: এস.এস.সি


অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২


অ্যাসাইনমেন্ট শিরোনাম : সাধারণ জাবেদা

 

উত্তর:

(ক) জাবেদার ধারণা ও গুরুত্ত :

 

জাবেদার ধারণা ;

 

লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়।

 

লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয়। পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে।

 

যার কারণেই জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। জাবেদা বই সক্ষণ বাধ্যতামূলক নয় কিন্তু হিসাব তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন। জাবেদায় লিপিবদ্ধ থাকার কারণে হিসাবে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায়।

 

 

জাবেদার গুরুত্ব:

প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়।

 

 হিসাববিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা কীভাবে সহায়ক ভূমিকা পালন করে, তা সংক্ষেপে বর্ণনা করা হলো –

Two Learning

 

 

লেনদেন লিপিবদ্ধকরণ :

 প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘঠিত হয়। এই লেনদেন সংঘঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব না-ও হতে পারে। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ থাকলে পরবর্তীতে খতিয়ানে অন্তর্ভুক্তকরণে কোনো অসুবিধা হয় না।

 

 

 লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা :

খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংঘঠিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদায় লেনদেন তারিখের ক্রমানুসারে লিখা হয় বলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন ঘটেছে তা সহজেই জানা যায়।

মোট কত টাকার লেনদেন বিভিন্ন সময়ে হয়েছে, তা-ও জাবেদা থেকে জানা সম্ভব।



==============

 এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুটি পরিকল্পনা প্রকাশ করেছে .....


👇👇👇👇

==============

 

দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত :

দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদায় লিখা হয়। ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

 

লেনদেনের ব্যাখ্যা :

লেনদেন সম্পর্কিত কোন সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব। কারণ জাবেদা বইতে লেনদেন লিপিবদ্ধের পাশাপাশি লেনদেন সংঘটিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ করা হয়।

 

 

ভুল-ত্রুটি হ্রাস :

লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তির পূর্বে জাবেদায় লিখা হলে হিসাবে ভুল ত্রুটি ও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়।

 

 

ভবিষ্যৎ সূত্র :

জাবেদায় লেনদেনসমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়। ভবিষ্যৎ যেকোনো প্রয়োজনে জাবেদা দলিল। প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়।

 

পাকা বহির সহায়ক : জাবেদা খতিয়ানের সহায়ক বইরূপ কাজ করে বিধায়, খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়।


এস এস সি ২০২১ পরীক্ষার্থীদের ১ম সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট পুরো উত্তরটি পেতে আমাদের  ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..

                                     👇👇👇👇👇



এস এস সি ২০২১ পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের  হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট পুরো উত্তরটি পেতে আমাদের  ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..

                                     👇👇👇👇👇

 


২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কভার পেজ লেখার নিয়ম জানতে হলে আমাদের  ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..


                                  👇👇👇👇

অ্যাসাইনমেন্ট কাভার পেজ লেখার নিয়ম 




সবার আগে সকল শ্রেণীর এ্যাসাইনমেন্ট সমাধান পেতে হলে আমাদের YouTube Channel টি এখনি Subscribe করে ফেলুন......

👇👇👇👇
Our YouTube Channel Link.. Two Learning



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#TwoLearning

#SSC_Assignment_2021_2nd_Week_Accounting_Solution 


Thank You............



Post a Comment

0 Comments