এসএসসি 2021 প্রথম সপ্তাহের
অর্থনীতি অ্যাসাইনমেন্ট উত্তর
SSC 2021 Assignment 1st Week Economics Answer | Two Learning | 30minuteeducation |
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এস.এস.সি
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: অর্থনীতি বিষয় কোড: ১৪১ স্তর: এস.এস.সি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট শিরোনাম : বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে সম্মিলিতভাবে কাজ করে- উক্তিটিতে নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেকপূর্বক বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন ।
উত্তর:
(ক)
বিভিন্ন ধরনের অর্থনৈতিক
ব্যবস্থার ধারণা :
অর্থনৈতিক ব্যবস্থা সর্বদা তিনটি প্রশ্নের উত্তর খুঁজছে..
ক) আমরা কী উৎপাদন করব এবং কী উৎপাদন করব না? যেমন: আমরা কি বন্দুক
উৎপাদন। করব , না কি কাপড় উৎপাদন করব ?
খ) আমরা যা উৎপাদন করতে চাই, তা উৎপাদন করার জন্য কী ধরনের প্রযুক্তি
বা যন্ত্র ব্যবহার। করব ? কাপড় কি আমরা শ্রম নিবিড় প্রযুক্তি তাঁত দিয়ে তৈরি
করব, না কি পুঁজি নিবিড় মেশিনে। তৈরি করব ?
গ) আমরা যা উৎপাদন করব তা
আমরা কাদের জন্য করব ?
সেই হিসাবে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে
প্রধানত: তিনটি মূল পদ্ধতিতে বিভক্ত করা যায়।
১। বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি
ক) এই পদ্ধতিতে সমস্ত সিদ্ধান্তই বাজারের যুক্তি অনুযায়ী
নির্ধারিত হবে।
যেমন- যে পণ্যের চাহিদা
বাজারে বেশি হবে এবং যার দাম বেশি হবে, সেটাই বেশি বেশি করে উৎপাদিত হবে। বাজাতেন
আপেক্ষিক চাহিদাই নির্ধারণ করে দেবে উৎপাদনের বিন্যাস।
Two Learning
খ) 'যে প্রযুক্তিতে একটি পণ্য তৈরি করার বাজার নির্ধারিত খরচ
সর্বনিম্ন, সে প্রযুক্তি ব্যবহার করেই ঐ। পণ্য তৈরি হবে।
গ) বাজারে যে উৎপাদন উপকরণের দাম যেরকম নির্ধারিত হবে, তার মালিকরা
ঠিক সেরকম আয় ও
ভাগে করবেন।
সতরাং দেখা যাচ্ছে এ ব্যবস্থায় বাজার দ্বারাই উপকরণের মালিকদের
এবং ক্রেতা-বিক্রেতার।
২। নির্দেশমূলক পদ্ধতি
এই পদ্ধতিতে কি উৎপাদন হবে, তা নির্ধারণ করে
দেয় কেন্দ্রীয় কর্তৃপক্ষ।
এখানে সমস্ত সম্পদ ও উৎপাদন উপকরণের মালিক
হচ্ছে রাষ্ট্র বা সমাজ। তাদের প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রণালয়ই
চূড়ান্ত বিচারে কী উৎপাদিত হবে, তার জন্য কী প্রযুক্তি বাছাই হবে, কার কী। দাম
হবে, কার কী আয় ও ভোগ হবে ইত্যাদি সব নির্ধারণ করে দেন।
এ ব্যবস্থায় ব্যক্তি স্বার্থ বা মুনাফার চেয়ে
সামাজিক স্বার্থ বা সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়।
৩। প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা
পৃথিবীতে কোনো কোনো প্রাচীন সমাজে যে আদিম
অর্থনীতি রয়েছে, সেখানে রাষ্ট্রীয় বা পরিকল্পনা কমিশন বা মুক্তবাজারের কোন
শক্তিশালী উপস্থিতি নেই।
সেসব সমাজে ব্যক্তি সচরাচর ধর্মীয় মূল্যববোধ
বা আবহমানকাল ধরে চলে আসা বাবা-দাদাদের প্রথা অনুযায়ী অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ
ও পরিচালনা করেন।
এ সব
অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু প্রথা ও সামাজিক বিশ্বাসই সবকিছু নির্ধারণ করে দেয়।
সেহেতু এসব অর্থনৈতিক ব্যবস্থাকে প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়।
৪। ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা
ইসলামের মৌলিক নিয়ম-কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা
অর্থব্যবস্থাকে ইসলামি অর্থব্যবস্থা বলা হয়।
ইসলামী অর্থব্যবস্থায় পৃথিবীর যাবতীয় সম্পদ মানবজাতির কল্যাণে
ব্যবহারের কথা বলা হয়েছে।
Two Learning
(খ) মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য
অ্যাসাইনমেন্ট কাভার পেজ লেখার নিয়ম
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#TwoLearning
#ssc_assignment_2021
#SSC_Assignment_2021_Economics
#1st_Week_Economics_Answer
Thank You............
0 Comments
Please do not enter any spam link in the comment box.