এসএসসি ২০২১ ১ম সপ্তাহের
ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্ট উত্তর
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এস.এস.সি
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় কোড: ১৫২ স্তর: এস.এস.সি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট শিরোনাম : আর্থিক
ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক
বিষয়টির যৌক্তিকতা নিরূপণ ।
উত্তর:
(ক) অর্থায়নের
ধারণা
নমুনা উত্তরঃ
ফিন্যান্স বলতে বুঝি, অর্থায়ন বা অর্থসংস্থান
যার মানে অর্থ সংগ্রহ করা। কিন্তু, ফিন্যান্স শুধু অর্থ সংগ্রহই নয় বরং অর্থের
উৎস নির্বাচন, আর্থিক নীতি নির্ধারণ, মুলধন বাজার, অর্থ বিনিয়োগ, বিভিন্ন
প্রকল্প বিশ্লেষন সহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ কে
অর্থায়ন বলে।
অর্থায়নের ধারণা :
অর্থায়নের গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায়
অর্থায়ন। ব্যবসায়ের জন্য প্রয়োজন তহবিলের। আর এই তহবিলের উৎস হল নিজিস্ব মূলধন
বা ঋণ।
তহবিলকে সঠিকভাবে ব্যবহারের জন্য দরকার হয়
অর্থায়ন ব্যবস্থাপনার। অর্থায়ন ব্যবস্থাপনা সঠিক না হলে ব্যবসা ফলপ্রসু হয় না।
অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন
উৎস থেকে কী পরিমান তহবিল সংগ্রহ করে, কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে সর্বাধিক
মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে।
উদাহরণসরূপ বলা যায়, ব্যবসায়ের জন্য একটি মেশিন ক্রয় করা হল।
মেশিনটি ক্রয়ের জন্য তহবিলের প্রয়োজন, তহবিল সংগ্রহের
মাধ্যম কী হবে, কত টাকা ঋণ নিতে হবে এবং কীভাবে মেশিনটি থেকে কাঙ্ক্ষিত উপযোগ
পাওয়া সম্ভব, মেশিনটি ক্রয়ের ফলে মুনাফা বৃদ্ধি পাবে কিনা এসব কিছুই অর্থায়নের
ধারনার অন্তর্ভুক্ত।
কারবারি অর্থায়নের গুরুত্বঃ
কারবারি প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন খুবই
গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুপরিকল্পিত অর্থায়ন যেকোনো কারবারি প্রতিষ্ঠানকে
প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘ সময় টিকে থাকতে সহায়তা করে।
নিচে কারবারি অর্থায়নের
৪টি গুরুত্ব তুলে ধরা হলঃ
১. ব্যবসায়িক মুলধন সংকটঃ
যেকোন সময় কারবার প্রতিষ্ঠান অর্থের সংকটের
সম্মুখীন হতে পারে। তাই প্রয়োজনের সময় ব্যবসায় অর্থের জোগান দেওয়া এবং সেই
অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে অর্থায়নের ধারনা সহায়ক ভূমিকা পালন করে।
২. অনগ্রসর ব্যাংক ব্যবস্থাঃ
আমাদের দেশে আর্থিক প্রতিষ্ঠাগুলো সুসংগঠিত
নয় বিধায় কারবারি ব্যবসায় প্রতিষ্ঠান সঠিক সময়ে পর্যাপ্ত ঋণ পায় না। সঠিক
আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় অর্থায়নের ধারনা গুরুত্বপূর্ণ ভুলিকা রাখে।
৩. স্বল্পশিক্ষিত উদ্যোগতাঃ
দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন
কার্যক্রম পরিচালিত করতে না পারার কারণে অনেক স্বল্পশিক্ষিত উদ্যোক্তারা কাঙ্ক্ষিত
মুনাফা অর্জনে ব্যর্থ হয়। অর্থায়ন ব্যবস্থাপনার ধারনা থাকলে দীর্ঘমেয়াদের
অর্থায়ন কার্যক্রম পরিচালিনা করা সম্ভব।
Full Information click this link.....
👇👇👇👇👇
SSC Assignment 2021 Finance and Banking Answer
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#TwoLearning
#SSC_Assignment_2021_1st_Week_Finance_&_Banking_Solution
#ssc_assignment_2021
#SSC_Assignment_2021_1st_Week
Thank You............
0 Comments
Please do not enter any spam link in the comment box.