Header Ads Widget

Responsive Advertisement

SSC Assignment 2021 1st Week Accounting Answer | Accounting 1st Week Assignment 2021 Solution | SSC Assignment Answer


 এস এস সি ২০২১ পরীক্ষার্থীদের

হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট  উত্তর



Two Learning

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

 

বিষয়: হিসাববিজ্ঞান   বিষয় কোড: ১৪৬    স্তর: এস.এস.সি

 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১

অ্যাসাইনমেন্ট শিরোনাম : ব্যবসায়িক লেনদেনের পরিচিতি

 

উত্তর:

 

(ক) লেনদেনের প্রকৃতি বৈশিষ্ট্য

 

) অর্থের অঙ্কে পরিমাপযোগ্য

 

লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না।

 

যেমন : ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি, যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়,

তাই এটি কোনো লেনদেন নয়।

 কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়ায় ২০,০০০ টাকা ক্ষতি হলো- এটি একটি লেনদেন।

 

 


) আর্থিক অবস্থার পরিবর্তন।

 

কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, তবে সেটিই লেনদেন হবে।

যেমন : নগদ ,০০০ টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ ,০০০ টাকা হ্রাস পেয়েছে।

 



SSC Assignment 2021 1st Week Accounting Answer | 30minuteeducation | twolearning
SSC Assignment 2021 1st Week Accounting Answer

 


Two Learning

 

সুতরাং এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের। আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে, সেহেতু এটি লেনদেন। আবার যদি ,০০০ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ (Order) দেওয়া হয়,

তবে এটি কোনো লেনদেন হবে না, কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি।

 

 

এইচএসসি পরীক্ষা ২০২২ অ্যাসাইনমেন্ট বন্ধ.............

fulll information click this link......

👇👇👇👇👇👇

এইচএসসি পরীক্ষা ২০২২ অ্যাসাইনমেন্ট বন্ধ



) দ্বৈত সত্তা :

 

প্রতিটি লেনদেনেই দুটি পক্ষ থাকতে হবে। অর্থাৎ একপক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা। প্রদান করবে। যেমন- কর্মচারীদের বেতন দেওয়া হলো ,০০০ টাকা।

এখানে একটি পক্ষ বেতন খরচ। হিসাব এবং অপর পক্ষ নগদান হিসাব।

 

 

) সয়ংসম্পূর্ণ স্বতন্ত্র :

লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা।

 

যেমন১০,০০০ টাকায় পণ্য বিক্রয় করে ০৭ দিন পর টাকা পাওয়া গেল। এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং ০৭ দিন পরে টাকা প্রান্তি আরেকটি লেনদেন।

 



 এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুটি পরিকল্পনা প্রকাশ করেছে .....


👇👇👇👇



 


) দৃশ্যমানতা :

লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে। যেমন: আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। এটা একটি দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অবচয় ,০০০ টাকা একটি অদৃশ্যমান লেনদেন।

 

 

) ঐতিহাসিক ঘটনা :

 

যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে, সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়।

ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়।

 আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে।

যেমনঅনাদায়ী পাওনা সঞ্চিতি,বাট্টা সঞ্চিতি ইত্যাদি।

 

 

Two Learning

 

(খ) সকল ঘটনা লেনদেন তা কারণসহ ব্যাখ্যা :

সমাধান :


এস এস সি ২০২১ পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট পুরো উত্তরটি পেতে আমাদের  ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..

                                     👇👇👇👇👇

 


২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কভার পেজ লেখার নিয়ম জানতে হলে আমাদের  ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..


                                  👇👇👇👇

অ্যাসাইনমেন্ট কাভার পেজ লেখার নিয়ম 



সবার আগে সকল শ্রেণীর এ্যাসাইনমেন্ট সমাধান পেতে হলে আমাদের YouTube Channel টি এখনি Subscribe করে ফেলুন......

👇👇👇👇
Our YouTube Channel Link.. Two Learning




If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#TwoLearning


Thank You............

Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.