Life Changing Quotes for Students
Life Changing Quotes for Students #30minuteeducation |
#30minuteeducation
Published Date: 20/06/2021
Most Life Changing Quotes
মনে রাখবেন,,, গতকাল হলো অতীত,,, অর্থাৎ মৃত,,, আগামীকাল হলো একটা রহস্য,,, অর্থাৎ, অনিশ্চিত,,, কিন্তু আজকের দিনটা একটি উপহার,,,তাই একেই বলা হয় ”বর্তমান”!
সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমতে শুরু করে তাহলে,,, বুঝে নেবেন সেটা কখনোই ভালোবাসাই ছিলো না,,,সেটা ছিলো কেবলমাত্র সময়ের প্রয়োজন,,, অর্থাৎ,,, ভালো লাগা!
কারো মনে আঘাত করাটা অনেকটা সাগরের বুকে পাথর ছুরে মারার মতো
কেউ বলতে পারবেনা সেই পাথর কত গভীর পর্যন্ত যাবে,,,একইভাবে যার মনে আঘাত লাগবে কেবলমাত্র সেই বুঝতে পারবে!
কিছু বিষয় বুঝতে পারলে জীবনে কষ্ট কিছুটা হলেও কম পাবেন.....Life Hacks
পাশাপাশি থাকলেই কাছাকাছি থাকা বোঝায় না,,,বরং দূরে থেকেও কাছাকাছি থাকা যায়,,,আর এটা কেবলমাত্র নির্ভর করে আপনার চিন্তাভাবনার উপর!
পৃথিবীতে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই,,,শুধু নিজের কাছে সৎ থাকা,,, নিজের উপর বিশ্বাস করা,,,নিজেকে ভরসা করা,,,
কিছু বিশ্বাসী মানুষ, যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে এবং যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবেন
আর অল্পকিছুতেই সন্তুষ্ট হওয়ার মানসিকতা অর্জন করুন। কারো জন্য নিজের মনে ক্ষোভ পুষে না রাখা বরং সবাইকে ক্ষমা করে দেওয়া।
Read more post.........ধীরে চলো বৎস
কখনো কাউকে বেকার বা অযোগ্য বলে অবহেলা করবেন না,,,কারণ,,,বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দিয়ে থাকে,,,
তাই সবাই সবার স্থান থেকে কিছু না কিছুতে অবশ্যই যোগ্য
আপনি আপনার Problem এর কারণ কখনও অন্য কাউকে মনে করবেন না। বরং সব দোষ নিজের ওপর নিয়ে সেগুলোকে সমাধান করে দ্রুত সামনের দিকে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন।
একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না,,,কিন্তু সেটা আমাদের বৃষ্টি থেকে সেভ করতে সাহায্য করে,,,তেমনি ভাবে,,,
নিজের প্রতি Confidence হয়তো নিশ্চিত Success এর নিশ্চয়তা দেয় না। তবে তা আমাদের যেকোনো challenge এর মোকাবিলা করার শক্তিটা দেয়।
সেই সময় টা খুব কঠিন, যে সময়ে কষ্ট পেয়ে চোখের অশ্রু ফেলতে হয়। কিন্তু ওই সময়টাই তার থেকেও অনেক বেশি কঠিন হয়, যে সময়টা চোখের অশ্রু লুকিয়ে হাসার জন্য বাধ্য হয়।
ভালো করো ভালো হবে,,,এটা সবসময় সঠিক হয়না,,,যেমনঃ সাপকে আপনি যতোই দুধ পান করান না কেন ছোবল সে একদিন অবশ্যই দেবে!
#Hard work করতে সবাই ভয় পাই। কিন্তু সাফল্য সেই কঠিন পরিস্থিতির পরেই আসে।
কারণ যে জিনিস আপনাকে challenge করে সেই জিনিসটাই আপনাকে পরিবর্তন করে।
খুশীতে থাকতে চাইলে সবসময় হাসতে থাকুন,,,কারণ,,,হাসিমুখে সবকিছুকেই রঙিন মনে হয়,,,তা না হলে কান্নাকে তো চোখও জায়গা দেয় না!
স্মৃতি শক্তি বাড়াতে মহানবী (সা.) ৫টি কাজ বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..
👇👇👇👇
কাপড়কে রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হয়,,,কিন্তু জীবনকে রঙিন করতে কোনো রঙের প্রয়োজন হয় না,,,, শুধু প্রয়োজন হয় কিছু ভালো ও বিশ্বস্ত মানুষের!
আপনি এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন,,, যে আপনার ভালো গুনগুলো মনে রাখে,,, আর ভুলগুলো সংশোধন করিয়ে দেয়!
আর সেই ভুলগুলোকে ভুলে যায়
জীবনে দুঃখ,,,ব্যর্থতা,,, হতাশা,,, অপূর্ণতা থাকবেই,,, তাই বলে জীবনটাকে সেগুলোরর মধ্যে ডুবিয়ে না রেখে,,,
সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর,,,,তাহলে আপনি অবশ্যই সফল হবেন,,,, কারন আপনার চেষ্টাই আপনার সফলতা বয়ে নিয়ে আসবে!
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank You............
1 Comments
The Tamil Nadu Board has conducted the Secondary School Leaving Certificate (SSLC) Examination successfully for the year 2023. An enormous number of Students have participated in the Tamil Nadu Xth TN 10th Syllabus 2023 Class Annual Examination 2023. Now all the participants are keenly waiting for their TN SSLC 10th Syllabus 2023.
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.