Facts About CMA
Facts About CMA #30minuteeducation |
#30minuteeducation
Published Date: 11/04/2021
1. ICMAB( Institute of Cost & Management Accountants of Bangladesh) প্রতিষ্ঠান থেকে
CMA(Cost & Management Accountants) ডিগ্রিটা প্রদান করা হয়।
2. একজন স্টুডেন্ট সব সাবজেক্টে পাস করার পর তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে পারলে তাকে ACMA= ASSOCIATE COST & MANAGEMENT ACCOUNTANT বলে গন্য করে থাকে।
তারপর বছর পাঁচেক পর নিদিষ্ট কিছু বিষয় এবং শর্তাদি পূরন সাপেক্ষে
FCMA = FELLOW COST & MANAGEMENT ACCOUNTANT বলা হতে থাকে।
3. ইন্টারমিডিয়েট বা অনার্স চলাকালীন সময়ে ভর্তি হলে 2000 মার্কের 20 টা সাবজেক্ট পড়তে হয়।
অনার্সের পর ভর্তি হলে 1700 মার্ক পড়তে হয়।
4. Accounting, Finance, Marketing, Management এ অনার্স করা থাকলে এবং CGPA 3+ থাকলে LEVEL 2 বা BUSINESS LEVEL এ চারটা সাবজেক্ট ছাড় পাবে ।
তাহলে ওই স্টুডেন্টকে 1300 মার্ক পাস করতে হবে।
ভাব-সম্প্রসারণ লেখার নিয়ম ... Expressionist Writing Rules
5. CMA তে কোনো নির্দিস্ট পাস মার্ক নেই। 33 পেলে পাস বা 50 পেলে পাস এমন কোনো নির্দিস্ট পাস মার্ক নির্ধারন করা নেই।
প্রশ্নের সহজ কঠিনের উপর ভিত্তি করে প্রতি এক্সামে পাসের নম্বর চেঞ্জ হয়। পাস মার্ক কত কোনো স্টুডেন্ট বলতে পারে না। এক্ষেত্রে খুবই গোপনীয়তা রক্ষা করা হয়।
6. বছরে দুইবার এক্সাম হয়। জুন আর ডিসেম্বর অথবা, জুলাই আর জানুয়ারী।
| Cost & Management Accountants |
7. সব মিলিয়ে খরচ হয় 100000 টাকারও কম। সরকারি প্রতিষ্ঠান তাই কম খরচে পড়ার ব্যবস্থা। বাৎসরিক সাবস্ক্রিপশন চার্জ দিতে হয় 1500 টাকা।
8. সাবজেক্ট প্রতি এক্সাম ফি 500 থেকে 625 টাকা সর্বোচ্চ। আর করেসপন্ডনসে ভর্তি হলে এসাইনমেন্ট জমা না দিলে প্রতি সাবজেক্টে 500 টাকা জরিমানা দিতে হবে।
আর কোচিং এ ভর্তি হয়ে ক্লাস 75% এর নিচে হলে প্রতি সাবজেক্টের জন্য 500 টাকা জরিমানা দিতে হবে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র....Production Management and Marketing 2nd Paper
9. দুইটা প্রদ্ধতি আছে ভর্তি হওয়ার যেকোনো একটা গ্রহন করা যায়।
কোচিং প্রদ্ধতি আর করেসপন্ডনস প্রদ্ধতি।
কোচিং প্রদ্ধতিতে ভর্তি হলে ক্লাস করতে হয় 75 % এটেনডেন্স দরকার হয়। সম্ভব না হলে করেসপনডেন্সে ভর্তি হতে হয়।
এক্ষেত্রে ক্লাস না করলেও চলে তবে প্রতি সাবজেক্টের এসাইনমেন্ট জমা দিতে হয়।
এসাইনমেন্ট না দিলে বা ক্লাস না করতে পারলে প্নতি সাবজেক্টে 500 টাকা জরিমানা দিলে এক্সাম দিতে পারবে।
10. CMA প্রফেশনাল ডিগ্রি। এটাকে অনার্স মাস্টার্সের সাথে তুলনা করা যাবে না। গতানুগতিক পড়াশোনার চেয়ে এখানে বাড়তি কেয়ার নিয়ে পড়াশোনার দরকার হয়।
প্রতিটি সাবজেক্টের জন্য একাধিক বইয়ের দরকার হয় বা পড়তে হয়।
অংকের সাবজেক্টের জন্য অনেক সময় পাঁচটা থেকে সাতটা বইও পড়া লাগতে পারে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank You............
0 Comments
Please do not enter any spam link in the comment box.