Header Ads Widget

Responsive Advertisement

15 Questions To Ask At Facts About ICMAB | 30minuteeducation


Facts About ICMAB


Facts About ICMAB #30minuteeducation
Facts About ICMAB #30minuteeducation


#30minuteeducation

Published Date: 14/04/2021




1. এক্সামের 50 - 60 দিনের মধ্যে সাধারনত রেজাল্ট দিয়ে দেয়। রেজাল্টে মার্ক ব্যবহার করা হয় না। গ্রেড ব্যবহার করা হয়। এই গ্রেড অন্য যেকোনো গ্রেড থেকে আলাদা।


2. মূলত অনার্সের পর দুই বছরের কোর্স বলা হলেও এভারেজে 4 থেকে 6 বছর লেগে যায় একেকজন স্টুডেন্টের। 


ভর্তির সময় রেজিস্ট্রেশনটার মেয়াদ দেয়া হয় 10 বছর। কারো কারো 10 বছরের উপরে লাগে তাদের পূনরায় রেজিস্ট্রেশনটা করতে হয়।


3. মোট 5 টা LEVEL পড়তে হয়।


Level 3 পর্যন্ত কেউ পাস করতে পারলে সে নিজেকে PARTLY QUALIFIED বা CMA(INTER) বলে দাবি করতে পারে।


4. লাইব্রেরি ইউজ করতে চাইলে ভর্তির পর লাইব্রেরিতে যোগাযোগ করে লাইব্রেরি কার্ড তৈরি করে নিতে হবে।


প্রতিবছর লাইব্রেরি কার্ড রিনিউ করতে হয়। বাৎসরিক রিনিউ খরচ হবে 300 টাকা।


এছাড়া লাইব্রেরি ইউজে আর কোনো খরচ কখনোই দিতে হয় না। লাইব্রেরিতে অসংখ্য বই আছে সেগুলোও ইউজ করতে পারবেন।



5. সম্পূর্ন পড়াশোনা লেখা ইংলিশে, সুতরাং ইংলিশে দুর্বলতা থাকলে সমস্যা হতে পারে।



6. যেকোনো সাবজেক্টে ফেল করলে আজীবন এক্সাম দেয়া যায়। বয়স লিমিটেশন বলে কিছু নেই। যেকোনো বয়সে যেকেউ ভর্তি হতে পারেন। ভর্তির জন্য কোনো এক্সাম দিতে হয় না।



7. ইন্টারমিডিয়েটের পর ভর্তি হতে চাইলে SSC + HSC মিলিয়ে 8 (আট )পয়েন্ট থাকতে হবে। আট পয়েন্ট না থাকলে ভর্তি হতে পারবে না।


আর যেকোনো সাবজেক্টে অনার্স করলেই সিএমএ তে ভর্তি হওয়া যায়। সাইন্স আর্টসের অসংখ্য স্টুডেন্ট সিএমএ করছেন বর্তমানে।




| CMA | ACMA | FCMA | ICMAB ASSIGNMENT |




8. এসাইনমেন্ট কিভাবে লিখতে হবে এটা ICMAB এর ওয়েব সাইটে দেয়া আছে।

 গুগলে সার্চ দেবেন- "ICMAB ASSIGNMENT" আশা করি পেয়ে যাবেন। ASSIGNMENT FILE আপনার ERP একাউন্টে ভর্তির পর সেন্ট করবে। 


ERP তে ফাইলগুলো আসার পর থেকে ত্রিশ দিন সময় পাবেন এসাইনমেন্ট হাতে লিখে জমা দেওয়ার।

ডেট ওভার হয়ে গেলে জরিমানা দিতে হবে।



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

0 Comments