Header Ads Widget

Responsive Advertisement

Learning of English | Spoken English | spoken english conversation in bangla


 Learning of English



Learning English Speaking






• ইংরেজিতে সঠিক ভাবে কথা বলার সঠিক ফর্মুলা ........... 😃😃😃😃




Learning of English #30minuteeducaiton
Learning of English #30minuteeducaiton


#30minuteeducation

Last Update:18/07/2020


How To Learning English Speaking




Recipe #01 


বাংলা ভাষায় যে সব বাক্য action word থাকে না, সে সব বাক্য ইংরেজি করার সময় am/is/are ব্যবহার করতে হয়। 


এগুলো মূলত বাক্যের principle action word হিসেবে ব্যবহৃত হয়। 



আমি একজন বালক — - I am a kid. 


পৃথিবী গোলাকার — - The earth is round. 


তারা সাহসী — - They are bold. 






Recipe #02 

বাংলা প্রশ্নবোধক বাক্যে action word না থাকলে ঐ বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি am/is/are দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হবে। 


আমি কি একজন ছাত্র? — - Am I an understudy? 


পৃথিবী কি গোলাকার? — - Is the earth round? 


তারা কি সাহসী? — - Are they bold? 




Recipe #03 

বাংলা বাক্যে নই/নও/নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় am/is/are-এর পরে not ব্যবহার করতে হয়। 


আমি মিথ্যাবাদী নই। — - I am not a liar. 

ধনীরা সব সময় সুখি নয়। — - The rich are not generally glad. 





 Recipe #04 

বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোন অবস্থা অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত বুঝায়, তাহলে ইংরেজি করার সময় have been/has been বসে। 



সে তিন দিন যাবত অসুস্থ। — - He has been sick for three days. 


তারা সোমবার হতে অনুপস্থিত। — - They have been missing since Monday last. 




 Learning English Word 👈👈👈are very important in our education life





এক ঘণ্টা যাবত প্রবল বৃষ্টি হচ্ছে। — - It has been pouring vigorously for 60 minutes. 


Note: Singular Subject-এর পরে 'has' এবং Plural Subject-এর পরে 'have' বসে। 



ইংরেজি ভাষায় Adjective (Noun-এর দোষ-গুণ-অবস্থা)- এর পূর্বে An/A বসে না।


 কিন্তু Adjective-এর পরে Noun থাকলে একবচন বুঝাবার জন্য An/A বসে। 



সে সুন্দরী। — She is excellent. 


সে সুন্দরী বালিকা। — She is an excellent young lady. 


এটা খুব শক্ত। — It is extremely hard. 


একা খুব শক্ত কাজ। — - It is an extremely difficult work. 





Recipe #05 

ধর্মগ্রন্থ বা পত্রিকা, বিমান, রেল প্রভৃতির নামের পূর্বে The বসে। 


The Holy Quran. The Ittefaq. 



 | Learning English in New York | Online Learning of English |




Recipe #06 

সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে The বসে। 



The earth. The moon, The sun. The east. The west. 





Recipe #07 

Modifier এর Comparative এবং Superlative Degree-এর পূর্বে The বসে। 


The prior, The better, The best kid. 





Recipe #08 

বর্ণনামূলক ও অর্থপূর্ণ দেশ বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের পূর্বে The বসে। 


The Sundarbans, The USA. The Tajmahal, The High Court. The UK. 





Recipe #09 

তারিখ ও ক্রমিক সংখ্যার পূর্বে The বসে। 


Sani is the primary kid in the class. 


He will come on the fifteenth June. 





Recipe #10 

কতোগুলো রোগের নামের পূর্বে The বসে। 


The malignant growth. 

The Corona. 

The Cholera. 






Recipe#11 

যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় তাদের পূর্বে The বসে। 


He joined the Bar. He joined the Army. 


He joined the police. 





Recipe#12 

কোন কিছুর বিশেষ কোন অংশকে বুঝাতে Adjective-এর পূর্বে The বসে। 


He enjoys the piece of an egg. 





Recipe #13 

Thing এর পূর্বে All/Both/Half প্রভৃতি থাকে, তবে তাদের পরে এবং Noun-এর পূর্বে The বসে। 

He went through all the cash. 


He ate a large portion of the bread. 


Both he and I are available in the class. 





Recipe #14 

কারো কিছু আছে বুঝালে 'আছে' ক্রিয়ার ইংরেজি Have/Has বসে। 

এটি মূলত বাক্যে principle action word হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশই Noun বসে। 



আমার একটি বই আছে। 

I have a book. 



আমার একটি পেন্সিল আছে । 

I have a pencil. 



গরুর দুইটি শিং আছে। 

The dairy animals has two horns. 






Recipe #15 

ইংরেজি ভাষায় Adjective-এর পূর্বে The ব্যবহার করলে সেটা Noun হয়ে যায় এবং বহুবচন বুঝায়। 


অন্ধরা দেখতে পায় না। 

The visually impaired can not see. 



জ্ঞানীরা বেশি কথা বলে না। 

The astute don't talk more. 





Recipe #16 

জাতি বুঝাতে Singular Common Noun-এর পূর্বে The বসে। 


The feline. 

The rose.

The bovine. 

The Bangladeshi. 

The Indian. 

The English. 



Note: Man অর্থে মানব জাতি এবং Woman অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে কোন Article (An/A/The) বসে না।






Formula #17

ব্যক্তি বা বস্তু যা আগে বলা হয়েছে, তা নির্দেশ করার জন্য The বসে।


I have read a book. 

The book is interesting.





Formula #18

শ্রেণী বা সম্প্রদায় বুঝাতে The বসে।


The rich are not always happy.    

  




Formula #19

নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী এবং জাহাজের নামের পূর্ব The বসে।

The Padma, The Bay of Bengal. 





Formula #20

কারো কিছু আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।


তার বই আছে কি? — Has he a book?/Does he have a book?


তোমার কি একটি বই আছে? —-Have you a book?/Do you have a book?






Formula #21

কারো কিছু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।



আমার বই নাই। —- I have no book./I don’t have any book.


তার কোন অহংকার নেই। —- She has no pride./She does not have any pride.


Note: 3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়।






Formula #22

নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Am/Is/Are বসে।


সে বাড়িতে আছে। —- He is in the house.


তারা বিপদে আছে। —- They are in danger.






Formula #23

নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি করতে বাক্যের 

ঐ Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া হয়।


সে বাড়িতে আছে কি? —- Is he in the house?


তারা বিপদে আছে কি? —- Are they in danger?





Formula #24

কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালে ‘আছে’ কথার ইংরেজি There is/There are হয়।


মাঠে পাচঁটি গরু আছে। —- There are five cows in the field.


রাজশাহীতে একটি জাদুঘর আছে। —- There is a museum in Rajshahi.




 
Learning of English #30minuteeducation
 Learning of English #30minuteeducation



Formula #25


অনির্দিষ্ট কেহ বা কিছু ‘আছে কি’ বুঝালে তার ইংরেজি করার সময় Is/Are শব্দগুলো There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।



এই গ্রামে কোন ডাক্তার আছে কি? —- Is there any Doctot in this village?


তোমার পকেটে পাচঁটি কলম আছে কি? —- Are there five pens in your pocket?


Note: কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি There is no বসে। 


যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই। —- There is no doctor in our village.







Formula #26

অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have been/Has been বসে।


আমি গত সোমবার হতে এখানে আছি। —- I have been here since Monday last.



মনি তিন ঘণ্টা যাবত স্কুলে আছে। —- Moni has been in the school for three hours.





Formula #27

অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত ঐ ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয়, 

তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অবস্থিত has/have শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় 

এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।



সে কি পাচঁ দিন যাবত অসুস্থ? —- Has he been ill for five days?



তারা কি সোমবার হতে অনুপস্থিত? —- Have they been absent since monday last?





Formula #28

অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ঐ ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদি ‘না বোধক’ হয়, 

তাহলে ইংরেজি করার সময় Have not been/Has not been বসে।



তারা তিন মাস যাবত অসুস্থ নয়। —- They have not been ill for three months.


সকাল হতে বৃষ্টি হচ্ছে না। —- It has not been raining since morning.






Formula #29

বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে।

কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়।



ঢাকা একটি পুরাতন শহর। —- Dhaka is an old city.




Hello Viewers,

You can check it out here another  Learning of English /English Grammar link ...👇👇👇👇👇


1.Rules of Articles


2.Simple, Complex & Compound


3.admission english exam topics


 

If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

 


Any Question Comment Box blank ........😃😃😃

Post a Comment

4 Comments

  1. This post is outstanding.
    আমি এই পোস্ট থেকে অনেক উপকৃত হয়েছি।

    ReplyDelete
  2. I love this post. Because I have benefited a lot from this post.

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.