Header Ads Widget

Responsive Advertisement

Impact of Covid-19 on Online Education | Impact of COVID-19 on university students


Impact of Covid-19 on Online Education



Impact of Covid-19 on Online Education #30minuteeducation



#30minuteeducation
Published Date:21/05/2021



Impact of Covid-19 on Online Education



 এই যে বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে করোনার ছুটির নাম করে এতে লাভ কতটুকু হচ্ছে আর লস কতটুকু হচ্ছে সেই হিসাব টা একটু মিলিয়ে দেখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


এই ১সপ্তাহ, ১৫ দিন, ১মাস করে ছুটি দিয়ে শুধু শুধু একটা অনিশ্চয়তা তৈরি করা হয়েছে।এতে করে শিক্ষার্থীদের মানসিক চাপ বেড়ে যাচ্ছে। 

                          

--Kenya Education Statistics 2021----


যেহেতু সকল বিশ্ববিদ্যালয়েরই প্রায় পূর্ণ আবাসন ব্যবস্থা নেই সেহেতু বিপুল সংখ্যক শিক্ষার্থী মেসে থাকে  যারা লাস্ট ১৪-১৫ মাস যাবৎ শুধু শুধু মেস ভাড়া দিয়ে যাচ্ছে যেটা নিছকই এই করোনায় শিক্ষার্থীদের পরিবারের উপর মরার উপর খাঁড়ার ঘা এর মতো। 


এছাড়াও শিক্ষার্থীরা বর্তমানে অল্প অল্প করে ছুটি বৃদ্ধির কারণে অন্য কোন বিকল্প কাজেও যোগ দিতে পারছে না, সারাদিন মনমরা হয়ে ঘরে শুয়ে বসে দিন কাটাচ্ছে। 

এর ফলস্বরূপ অনলাইনে সোস্যাল মিডিয়াতে অত্যাধিক সময় নষ্ট করছে। 



অনেকেই হতাশাগ্রস্ত হয়ে নেশাদ্রব্য সেবনের দিকে ঝুঁকছে। এছাড়াও ব্লু ফিল্ম, পর্নোগ্রাফিতে মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে যাচ্ছে।

 এর ফলে একদিকে যেমন শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনই নৈতিকতার ও অবক্ষয় ঘটছে।


সর্বোপরি আমাদের শিক্ষিত যুবসমাজ ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে।


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

0 Comments