Header Ads Widget

Responsive Advertisement

Chittagong University Admission Test Marks Distribution | CU Admission Test 2020-21

 


Chittagong University Admission Test

 Marks Distribution



Chittagong University Admission 



Chittagong University Admission Test Marks Distribution #30minuteeducation
Chittagong University Admission Test Marks Distribution #30minuteeducation


#30minuteeducation

Published Date:26/08/2020




তোমার স্বপ্ন যদি হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,,তাহলে এই পোস্ট একবার হলেও পড়া তোমার জন্য বাধ্যতামূলক | 💨💨



আজ তোমাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চ্যান্স পেতে কিছু স্পেশাল টিপ্স শেয়ার করবোঃ 


তার পূর্বে তোমাদের সুবিধার্থে একটা কথা বলি:চবি গুচ্ছ পদ্ধতি ভর্তি পরিক্ষা তে যাচ্ছে না,,সো তোমাদের কে চট্টগ্রাম এসে ভর্তি পরিক্ষা দিতে হবে তাই তোমাদের যদি 


থাকা,খাওয়ার কোনো প্রব্লেম হয় বা কোনো পরিচিত কেও না থাকে তাহলে আমাকে বইলো ভাইয়া তোমরা ছেলে/মেয়ে উভয়ের জন্য পরিক্ষার সময় আলাদা করে ছেলে-মেয়ে দের হলে থাকার ব্যবস্থা করে দিবো,


তখন পরিক্ষা দিয়ে যতদিন ইচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় ক্যাম্পাস চবি তে যতদিন ইচ্ছে থেকে ঘুরতে পারবা। 



এবার আসি বিশেষ কিছু টিপ্স এর কথায়............


প্রথমেই বলে রাখি:-

চবিতে শুধুমাত্র এমসিকিউ হবে কোনো রিটেন হবে না এই নিয়ে কনফিউশান এর কিছু নাই। 


**নেগেটিভ মার্কিং আছে তবে মার্কস কাটা যাবে টোটাল মার্কস থেকে সো টেনশনের কিছুই নাই । এটা অনেক বড় সুযোগ তোমাদের জন্য । 


**১০০ তে ৮০-৯০ পাওয়া লাগবে না  ৬৫+ নম্বর পেলেই চান্স হবে। মানে ১০০ তে ৬৫-৭০ পেলেই সিউর চান্স হবে জিপিএ ছাড়া৷ 



**পরীক্ষার রেজাল্ট ২৪ ঘন্টার মধ্যেই দিয়ে দেয়৷ 


যে বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এতো ফার্স্ট রেজাল্ট দেই না।


**চবিতে শুধু ফার্স্ট টাইমাররা পরীক্ষা দেয় বিধায় সবাই সেইম এইখানে কেউ থেকে কেউ বেশি অভিজ্ঞ না কারন সবাই ই প্রথম বার পরীক্ষা  দিবে।



**টেনশনের কিছু নাই A/B/D ইউনিটে ২০০০ সিরিয়াল এর ভিতরে থাকতে পারলে মোটামুটি চান্স সিউর । 



**আমি একটা কথা বলে রাখি তোমাদের কে: বিগত বছরের প্রশ্ন পড়া ছাড়া চবিতে চান্স পাওয়া অসম্ভব । 


কারণ বিগত বছরের প্রশ্ন না পড়লে তুমি প্রশ্নের প্যাটার্ন-ই বুঝতে পারবা না অনেক পিছিয়ে যাবা।তাই বিগত বছরের প্রশ্ন সলভ করো। 



**বিগত বছরের প্রশ্ন থেকে ১৫-২০% হুবহু কমন পড়ে এবং ব্যাখ্যাসহ ঐ সব টপিকসগুলা থেকে ৬০-৭০% কমন পড়ে৷  



**বিগত বছরের প্রশ্ন পড়ার পর দেখবা বিগত বছরে যেসব টপিক্স থেকে প্রশ্ন এসেছিল সেসব বা তার আশেপাশের গুলা বেশি ইম্পরট্যান্ট৷  ঐগুলা শেষ সময়ে ভালো করে ঝালিয়ে নাও শেষ সময়ে  । 



**চবি ডি ইউনিটের বিশ্লেষণ দক্ষতার জন্য |


**চবির জন্য শুধু পাগলের মত পড়লেই পারফেক্ট প্রিপারেশন হয় না । এজন্য একটু চোখ কান খোলা রাখতে হয়। কারণ চবিতে বেসিক থেকে প্রশ্ন হয় এতো বেশি প্যাচায় না কঠিন ও হয় না৷  


**চবিতে সহজে চান্স পেতে শেষ সময়ে করণীয়ঃ

 চবির বিগত বছরগুলার প্রশ্ন পড়তে  হবে  ব্যাখ্যাসহ ভালো মানের একটা প্রশ্নব্যাংক থেকে ।


এতে করে প্রশ্নের প্যাটার্ণ ও বুঝতে পারবে এবং অনেক প্রশ্ন কমন ও পেয়ে যাবে আর ব্যাখ্যাসহ সম্পূর্ণ পড়লে মোটামুটি চান্স পাওয়ার জন্য প্রিপারেশন কমপ্লিট বলা যায় ৷ 


তাই পরামর্শ থাকবে পরীক্ষার আগে কমপক্ষে ৩-৪ বার পুরো প্রশ্নব্যাংক রিভিশন দিবা । 

  

**চবি স্ট্যান্ডার্ড প্রশ্ন,যেসব চবির জন্য ইম্পরট্যান্ট টপিক্স তা সনাক্ত করে পড়তে হবে ৷ যদি ভালো করে পড়তে পারো 



| Chittagong University Admission 2020-21 |



ইনশাআল্লাহ একটি সাবজেক্ট পাবেই।


#ইংরেজির জন্য পড়তে হবে " SOS or Apex" বইটি। 


আর


#সাইন্স এর ক্ষেত্রে - 

অবশ্যয় মেইন বই ভালো করে পড়া থাকতে হবে ভাই ।  কারন প্রশ্ন মেইন বই থেকেই করা হয় । ৷


২১০০ একরের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ,বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস চবি 


***আরেকটি কথা লাখ লাখ ক্যান্ডিডেটস দেখে ভয় পাওয়ার কিছু নেই কেননা সবাই ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে আসে না,,


অনেক স্টুডেন্টস আসে ক্যম্পাস ঘুরে দেখতে বা যাদের আগে থেকেই  ঢাবি/রাবি বা জবি তে চ্যান্স হয়ে গিয়েছে অথবা অল্প প্রিপারেশন নিয়ে পরিক্ষা দিতে আসছে,,,


সো হাড্ডাহাড্ডি লড়াই বা মূল কম্পিটিশন টা হবে মাত্র ৩০-৩৫% এর মধ্যে ।


তাই এরই মাঝে নিজের ১টা সিট কনফার্ম করে নাও। 

আজ এইটুকুই।


সবার জন্য শুভ কামনা রইলো।🎈

#ভর্তি সর্ম্পকে কোনো প্রস্ন থাকলে করতে পারো




Hello Viewers,

You can check it out here another English Grammar link ...👇👇👇👇👇


1.Rules of Articles


2.Simple, Complex & Compound



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank you.......

Post a Comment

0 Comments