Header Ads Widget

Responsive Advertisement

আগামী ১০ বছরে বাংলাদেশ আরেকটি আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে | 30minuteeducation

 অনেকে বলেন আগামী ১০ বছরে বাংলাদেশ আরেকটি আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে, কারণ উগ্রপন্থী লোকেরা রাষ্ট্রের সব বিভাগে ঢুকে পড়েছে। কথাটি কতটুকু সত্য?


আগামী ১০ বছরে বাংলাদেশ আরেকটি আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে | 30minuteeducation


কোন ভাবেই এটা হবে না। উগ্রবাদীরা আসার আগেই বাংলাদেশের বড় ধরনের ইকোনমিক্স কলাপ্স শুরু হয়ে যাবে যেটার আভাস পাবেন ব্যাংক গুলোর দিকে তাকালেই।


সরকার কোন ভাবে ঢেকে রেখেছেন আর চেপে যাচ্ছেন ব্যাপার গুল! তবে সেটা বেশীদিন ঢেকে রাখা সম্ভব না।

 ব্যাপারটা এমন না যে অন্য সরকার আসলেই সেটা ঠিক হয়ে যেত বা যাবে। আসলে এই পরিস্থিতি থেকে উত্তরনের আর কোন রাস্তা বাংলাদেশের সামনে নেই।



বিগত দু-দশক ধরে শিক্ষাকে ক্রমাগত ধংশ করার ফলে এই সমস্যা তৈরি হয়েছে। সিমাহীন লুট-পাট, দুর্নিতি আর অশিক্ষার অন্ধকারে তলিয়ে যাওয়ার রাস্তায় এখন দেশ। 


এই পরিস্থিতি থেকে বাচাতে পারত সঠিক শিক্ষা কিন্তু শিক্ষার পটু মেরেই বিগত সময়ে সরকার গুলো ক্ষমতায় টিকে থেকেছেন।


শিক্ষার মেরুদন্ড ভেজ্ঞেই ক্ষান্ত হন নি, পুরো পাওডার গুরো করে সেগুলা পানিতে গুলিয়ে দেয়া হয়েছে। 

লক্ষ্য করলে দেখবেন, প্রাইমারি স্কুলের শিক্ষক হতে কয়েক লাখ টাকা লাগে তাহলে একজন শিক্ষক যিনি কিনা নিজেই টাকা দিয়ে চাকরী নিচ্ছেন তিনি কি দায়িত্ব নিয়ে পড়াবেন?


আচ্ছা, মুল কথায় ফিরে আসি! সরকার অর্থনিতিক কলাপ্স ঠেকাতে হয় আরও বেশী টাকা ছাপাতে পারে অথবা দুর্ভিক্ষ ডেকে আনতে পারে। 


যদি টাকা না ছাপায় তাহলে তো আন্দলন হবে যেটা সরকার চাইবে না কোন ভাবেই। আর যদি টাকা ছাপায় তাইলে ভেনিজুয়েলা হতে আর কয় দিন লাগে।


সব শেষে আবার বলছি, এই পরিস্থিতির জন্য বর্তমান সরকার নয়, বিগত সময়ে যে সব সরকার ক্ষমতায় ছিল বা যারা আছেন, তাদের সাথে আমলাদের সম্মিলিত পটু মারার ফলে তৈরি হয়েছে এবং এটা ঠেকানোর আর কোন রাস্তা নেই।


বাংলাদেশ আফগান হবে না, হবে ভেনিজুয়েলা…



===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation

#twolearning #muktarhossain #টুলার্নিং #two #learning #2learning #voiceofmuktar

Post a Comment

0 Comments