Header Ads Widget

Responsive Advertisement

পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভাবক বলে কাকে মনে করেন? 30minuteeducation

 

পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভাবক

 বলে কাকে মনে করেন?



                                                              টিম বার্নাস-লি ( Tim Berners-Lee )


ইন্টারনেট ও world-wide-web। আজকের বিশ্বে ইন্টারনেট আর নানা ওয়েবসাইট ছাড়া জীবনযাত্রাকে চিন্তা করা একেবারেই অসম্ভব।


 ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, অ্যামাজন থেকে শুরু করে উইকিপিডিয়া, মোবাইল ব্যাংকিং, অনলাইন শপিং সবকিছু সম্ভব হয়েছে বিশ্বজুড়ে আন্তর্জাল তথা world-wide-web এর কারণে। 


1991 সালে জন্ম নেওয়ার পরে 27 বছরে বিশ্বের যে পরিবর্তন হয়েছে তার অভাবনীয় হাজার — 1991 এর আগের পৃথিবীর কাউকে এখনকার জগতে এনে দিলে তার সাথে গুহাবাসী মানুষের বিশেষ পার্থক্য থাকবে না হয়তো — 

কারণ ইন্টারনেট আমাদের জীবনটাই পাল্টে দিয়েছে অল্প সময়ে।



ইন্টারনেটের সাথে জড়িত সব প্রযুক্তির উদ্ভাবক সেই প্রযুক্তির উপরে কোম্পানি খুলে বিলিয়নিয়ার হয়েছেন। গুগল-


ফেসবুকের কথাই ধরা যাক সার্চ কিংবা সোশ্যাল নেটওয়ার্ক প্রযুক্তির উপরে এই দুই কম্পানির মালিক সের্গেই ব্রিন বা ল্যারি পেইজ এবং মার্ক জাকারবার্গ এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বিশ্বের সেরা ধনীদের তালিকায় তাদের নাম।


কিন্তু এই সবকিছু যার উপরে দাঁড়িয়ে আছে, সেই world-wide-web যিনি উদ্ভাবন করেছেন, তিনি এ থেকে কত টাকা কামিয়েছেন? হয়তো ভাবছেন তিনিও বিলিয়নিয়ার। 


কিন্তু না world-wide-web প্রযুক্তি উদ্ভাবক যিনি, তিনি অকাতরে জনসাধারণের উপকারের জন্য এই প্রযুক্তি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। 


যার কারণে আজ আরও অবাধে ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করতে পারি - সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে গেছে ওয়েব। 


এক হিসেবে দেখা যায়, ওয়েভ প্রযুক্তিকে পেটেন্টের বেড়াজালে আবদ্ধ রেখে যদি তিনি ব্যবসায় নামতেন, তাহলে এতদিনে তিনি ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারতেন — 


বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস বা জেফ বেজোসের এর চেয়ে দশগুণ ধন-সম্পদের মালিক হতেন। কিন্তু এই নির্লোভ মানুষটি তা করেননি; 


বরং মানুষের কাছে তথ্য পৌঁছে দেয়ার এই প্রযুক্তি তিনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন।

এই মহান ব্যক্তির নাম টিম বার্নাস-লি ( Tim Berners-Lee)। ইনি একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ।


===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation

#twolearning #muktarhossain #টুলার্নিং #two #learning #2learning #voiceofmuktar

Post a Comment

0 Comments