৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা
এসাইনমেন্ট ২০২১
৯ম শ্রেণীর ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর
ক্লাস : ৯ম বিষয়: পৌরনীতি ও নাগরিকতা
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৩
অ্যাসাইনমেন্ট শিরোনাম : নাগরিকতা
তারিখ: ১/০৯/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
কাপাশিয়া উচ্চ বিদ্যালয়
রাজশাহী
বিষয়: পরিপূর্ণ
নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয় ।
সূত্র:
জনাব,
বিনীত নিবেদন এই যে,আপনার আদেশ নং...
সূচনাঃ
আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয়।প্রাচীন গ্রিসে তখন নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল, সে গুলোকে নগররাষ্ট্র বলা হতো।
এসব নগর রাষ্ট্রের যারা প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করত তারা নাগরিক হিসেবে পরিচিত
ছিল। তাদের ভোটাধিকার ছিল তবে নগর রাষ্ট্রের নারী, বিদ্বেষী ও গৃহভৃত্য এরা
নাগরিক ছিল না।
সময়ের পরিক্রমায় নাগরিকত্বের ধারণায় অনেকটা পরিবর্তন হয়েছে। বর্তমান নাগরিক হওয়ার ক্ষেত্রে ব্যক্তিতে ব্যক্তিতে কোন পার্থক্য করা হয় না।
যে ব্যক্তি কোন রাষ্ট্রে
স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রপ্রদত্ত
অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে রাষ্ট্রের নাগরিক
বলে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#class_9_civics_14th_week_assignment_answer #Class_9_Assignment_Answer
#Assignment_Answer_2021
#assignment_class_9_civics_answer #twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.