hsc assignment 2021 6th week
islamic history 2nd paper
২০২১
সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
পত্র : দ্বিতীয়
বিষয় কোড:
২৬৮
স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৪
অ্যাসাইনমেন্ট
শিরোনাম :
পূর্ব বাংলার
প্রতি পাকিস্তানের সীমাহীন বৈষম্যমূলক আচরণের ফলে পূর্ববাংলায় বিভিন্ন আন্দোলনের
সূত্রপাত ঘটেছিল এ বিষয়ে যৌক্তিকতা নিরূপণ—
(ক) পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের রাজনৈতিক বৈষম্যঃ জনসংখ্যার দিক দিয়ে পূর্ব পাকিস্তান পাকিস্তানের বৃহত্তর অংশ হওয়া সত্ত্বেও দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান কুক্ষিগত করে রাখে।
জনসংখ্যার ভিত্তিতে ক্ষমতার বণ্টন পূর্ব পাকিস্তানের
অনুকূল হওয়ায় পশ্চিম পাকিস্তান এক ইউনিট
তত্ত্ব নামে এক অভিনব ধারণার সূত্রপাত করে, যেখানে সমগ্র পশ্চিম পাকিস্তান একটি
প্রদেশ হিসেবে বিবেচিত হয়।
এর
একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের ভোটের ভারসাম্য আনা। মজার
ব্যাপার হল বাংলাদেশ স্বাধীন হবার পর পাঞ্জাব প্রদেশ প্রস্তাব করে পাকিস্তানে
সরাসরি জনসংখ্যার বণ্টনের ভিত্তিতে ভোট অনুষ্ঠিত হোক, কারণ পাঞ্জাবিরা ছিল
সিন্ধি, পশতুন, বালুচ বা পাকিস্তানের অন্য যেকোন গোত্রের তুলনায় সংখ্যাগরিষ্ঠ।
একেবারে শুরু থেকেই পাকিস্তানে শাসনের নামে ষড়যন্ত্র শুরু হয়, আর এই ষড়যন্ত্রে মূল ভূমিকা পালন করে সামরিক বাহিনী।
যখনই পূর্ব পাকিস্তানের কোন নেতা, যেমন খাজা
নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া, অথবা হোসেন শহীদ সোহরাওয়াদী পাকিস্তানের
প্রধানমন্ত্রী
নির্বাচিত
হতেন, তখনই পশ্চিম পাকিস্তানীরা কোন কোন অজুহাতে তাদের পদচ্যুত করত। নানারকম
টালবাহানা করে জেনারেল আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের শাসন ক্ষমতা দখল। করে নেন
এবং দীর্ঘ ১১ বছর ধরে পাকিস্তানে তার স্বৈরতান্ত্রিক শাসন চালু থাকে।
পশ্চিম
পাকিস্তানের সামরিক শাসকদের এই অনৈতিক ক্ষমতা। দখল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের
মধ্যে দূরত্ব বাড়িয়েই চলে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#hsc_assignment_2021_islamic_history_6th_week_answer #hsc_assignment_2021
#hsc_2021_assignment_6th_week
#hsc_assignment_2021_6th_week
#twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.