এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
২০২১
সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পত্র : দ্বিতীয়
বিষয় কোড:
২৭৮
স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৪
অ্যাসাইনমেন্ট
শিরোনাম : ব্যবস্থাপনার
নীতিমালা
(ক)
ব্যবস্থাপনা নীতির ধারণা
নীতি হল একটি রূপরেখা যা ব্যবসায় পরিচালনায় সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে।অর্থনীতি অর্থ হলো নিয়ম বিধান।
আর ব্যবস্থাপনার নীতিমালা হচ্ছে
ব্যবস্থাপকীয় কার্যাবলী সুষঠুভাবে সম্পাদনের মৌলিক বিবৃতি। হঠাৎ ব্যবস্থাপনার
কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে যে সকল রুপরেখা বা নিয়ম অনুসরণ করতে হয় তাই হল
ব্যবস্থাপনার নীতিমালা।
বিভিন্ন
ব্যবস্থাপনাবিদ, ব্যবস্থাপনা নীতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন--
(১)
জি আর টেরি এবং ফ্রাঙ্কলিন-এর মতে, নীতি হচ্ছে একটি মৌলিক বিবরণী বা সত্য যা ভাবনা
বা কার্যের দিক নির্দেশক হিসেবে কাজ করে।
ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা। দীর্ঘদিনে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে যেয়ে ব্যবস্থাপকগণ যে সকল নিয়ম-নীতি পালন করে এসেছেন তার।
মধ্য হতে সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত
নিয়ম-নির্দেশিকাই ব্যবস্থাপনার নীতি হিসেবে গণ্য।
একজন ব্যবস্থাপক যখন কিছু লোক নিয়ে প্রতিষ্ঠান চালায় তখন অধস্তনদের মাঝে কাজকে ভাগ করে দিতে হয়। তাদের প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেয়ার প্রয়োজন পড়ে। এতে প্রত্যেকেই প্রত্যেকের কাজ নিয়ে।
ব্যস্ত থাকে এবং জবাবদিহি করতে বাধ্য থাকে। এভাবে কে কাকে নির্দেশ দেবে, কে ২ ব নির্দেশ পালন করবে।
তা যদি ঠিক করে দেয়া না হয়, একজন কর্মীর একাধিক আদেশদাতা
যাতে না থাকে এটা যদি নিশ্চিত করা না হয় তবে কাজে বিশৃঙ্খলা দেখা দেয়াই
স্বাভাবিক।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
0 Comments
Please do not enter any spam link in the comment box.