৪র্থ সপ্তাহ এস এস সি ২০২১
ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্ট
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এস.এস.সি
পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় কোড: ১৫২ স্তর: এস.এস.সি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৩
অ্যাসাইনমেন্ট শিরোনাম :
অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা
বিশ্লেষন-
ক. অর্থের বর্তমান
মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া:
*অর্থের বর্তমান মূল্যের ধারণা : বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত
অর্থের আজকের মূল্যকে বুঝায়। অর্থের সময় অগ্রাধিকার তত্ত্ব অনুযায়ী আগাম
প্রাপ্ত বা প্রাপ্য অর্থের মূল্য ভবিষ্যত দূরবর্তী সময়ে প্রাপ্য অর্থের তুলনায়
বেশি মূল্যবান।
কাজেই অর্থের বর্তমান মূল্য ধারণা অনুযায়ী কী পরিমান অর্থের ভবিষ্যতে প্রাপ্য নির্দিষ্ট পরিমান অর্থ বা অর্থ প্রবাহের মূল্য বর্তমান সমতুল্য তা নিরূপন করা হয়।
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই
গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, মনে কর রহমান ৫ বছর পর ৩,০০০ টাকা পেতে চান।
তাহলে আজকে তাকে ব্যাংকে সঞ্চয়ী হিসাবে কত টাকা জমা রাখতে হবে, যদি
বার্ষিক সুদের হার হয় ১০%? এটি অর্থের বর্তমান মূল্যের উদাহরণ।
* বাট্টাকরণ প্রক্রিয়া: যে প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য
অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয় তাকে বাট্টাকরণ বলে। ভবিষ্যৎ অর্থের বর্তমান
মূল্য বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিরূপন করা হয়।
বিভিন্ন সময় ব্যবধানে
প্রবাহিত অর্থ বা অর্থ প্রবাহের ধারাকে প্রযোজ্য বাট্টার হারে উক্ত সময়ে
ব্যবধানের সাপেক্ষে বাট্টা করে বর্তমান মূল্য নিরূপন করা হয়।
এক কথায়, বাট্টাকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে ভবিষ্যতে Qucatic প্রাপ্য বা পরিশোধ্য অর্থ বা অর্থপ্রবাহের ধারার বর্তমান মূল্য নিরূপণ করা হয়।
বাট্টাকরণ মূলত চক্রবৃদ্ধিকরণের বিপরীত। অর্থাৎ,
বাট্টাকরণ পদ্ধতিতে প্রতিবছর ভবিষ্যত সুদআসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান
মূল্য নিরুপন করা যায় ।
বাট্টাকরণের সূত্রটি হচ্ছে :
FV
বর্তমান মূল্য, Pv =
(1+i)n
উদাহরণস্বরূপ, জনাব জলিল ২০% হার সুদে ২ বছর পরে ব্যাংক থেকে ১০০০
টাকা পেতে চান। তবে তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? উপরিউক্ত সূত্র ব্যবহার
করে আমরা এর সমাধান করতে পারি। সূত্র ব্যবহার করে এর ফলাফল হবে বর্তমানে তাকে
৬৯৪.৪৪ টাকা ব্যাংকে রাখতে হবে। তবে, সুদের হারের পরিবর্তনের ফলে বর্তমান মলের
তারতম্য ঘটে।
খ. বার্ষিক
বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণ:
*বার্ষিক বাট্টাকরণ :বাট্টাকরণ
প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয়। বার্ষিক বাট্টাকরণের
ক্ষেত্রে ভবিষ্যত সুদাসলকে প্রতিবছর ১ বার করে সুদের হার দিয়ে ভাগ করা হয়। ফলে
ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বের করা যায়। বার্ষিক বাট্টাকরণে ব্যবহৃত
সূত্রটি হচ্ছে :
FV
বর্তমান মূল্য, Pv =
(1+i)n
ভবিষ্যত মূল্য জানা থাকলে বর্তমান মূল্য উক্ত সূত্র ব্যবহার করে
বের করা যায়।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#twolearning #ssc_assignment_2021_finance_4th_week #ssc_assignment_2021_finance_4th_week_answer #ssc_2021_assignment_4th_week #ssc_2021_assignment_4th_week_finance
0 Comments
Please do not enter any spam link in the comment box.