এইচএসসি বিএম অ্যাসাইনমেন্ট
হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১
বাংলাদেশ কারিগরি
শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এইচ.এস.সি
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ শ্রেণী: একাদশ
বিষয় কোড: ১৮১৫
স্তর: এইচ.এস.সি (বিএম)
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২
অ্যাসাইনমেন্ট শিরোনাম : তুমি তোমার স্যার এর কাছ থেকে
শিরোনামটি জেনে নিও...
(ক) নং প্রশ্নের
উত্তর
উদাহরণ সহ কারবারি
লেনদেন ব্যাখ্যা করা হলো:
লেনদেন
হিসাববিজ্ঞানের
মূল ভিত্তি হচ্ছে লেনদেন। কোন ঘটনার মাধ্যমে কারবার প্রতিষ্ঠানে কোন কিছু গ্রহণ
অথবা প্রদান করা হলে তাকে কারবারি লেনদেন বলে। অর্থাৎ যে লেনদেনের মাধ্যমে কারবার
প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ, দায় ও মালিকানাসত্বের পরিবর্তন ঘটে তাকে কারবারি
লেনদেন বলে।
অতএব,
অর্থের দ্বারা পরিমাপযোগ্য কোন দ্রব্য সামগ্রী বা সেবাকর্মের। আদান প্রদানের
মাধ্যমে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্টানের আর্থিক অবস্থার কোনরুপ পরিবর্তন সাধিত
হয় তাকে কারবারি লেনদেন বলে।
নিচে
ব্যাখ্যাসহ একটি কারবারি লেনদেনের উদাহরণ দেওয়া হলো:
১। রহমত আলী ২০,০০০ টাকার পণ্য ক্রয় করলেন।
*এটি
একটি লেনদেন*
প্রচলিত অর্থে ব্যাখ্যা ২০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফলে রহমত আলীর ব্যবসায়ের নগদ
অর্থ হ্রাস পায় এবং মালামালের বা খরচের পরিমাণ বৃদ্ধি পায়।
সুতরাং এটি লেনদেন।।
আধুনিক অর্থে ব্যাখ্যা ঘটনাটির ফলে হিসাব সমীকরণ A = L + OE তে A উপাদান হ্রাস
এবং উপাদান OE বৃদ্ধি পেয়েছে। তাই এটি লেনদেন।
(খ) নং প্রশ্নের
উত্তর
নিচে খতিয়ানের সঠিক ছক তৈরি করা হলো:
জাবেদা থেকে খতিয়ান তৈরি করা হয়। লেনদেনের দ্বৈত সত্তার উপর ভিত্তি করে খতিয়ানের ছককে ডেবিট এবং ক্রেডিট দুটি ভাগে বিভক্ত করা হয়।
খতিয়ান হিসাবের পাকা বই বলে
জাবেদায় যতগুলো ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক ও আয় ব্যয় বাচক হিসাবের নাম আসবে
প্রত্যেকটির জন্য আলাদা আলাদা খতিয়ান বই তৈরি করতে হয়।
নিচে
খতিয়ান হিসাবের T ছক এবং আধুনিক বা চলমান জের ছকের একটি নমুনা দেওয়া হলো---
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#twolearning #hsc_bm_3rd_week_assignment_answer #hsc_bm_accounting_assignment_answer_3rd_week #hsc_bm_3rd_week_accounting_assignment_solution #এইচএসসি_বিএম_হিসাববিজ্ঞান_নীতি_ও_প্রয়োগ_১_এসাইনমেন্ট_৩য়_সপ্তাহ
0 Comments
Please do not enter any spam link in the comment box.