এইচএসসি সমাজবিজ্ঞান
৩য় সপ্তাহের সমাধান
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এইচএসসি
পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: সমাজকর্ম পত্র : দ্বিতীয় বিষয় কোড: ২৭২ স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২
অ্যাসাইনমেন্ট শিরোনাম : বর্তমান
কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে
অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা-
(ক) নং প্রশ্নের উত্তর:
মৌলিক মানবিক
চাহিদার ধারণা:
সমাজে
বসবাস করার জন্য মানুষকে বেশ কিছু চাহিদা পূরণ করতে হয়। এসব চাহিদা পূরণের
মাধ্যমে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ সুষ্ঠ ও সুন্দরভাবে হয়ে থাকে।
এ চাহিদাগুলো দু'প্রকার,
১.
মৌলিক চাহিদা।
২.
মানবিক চাহিদা।
·
মৌলিক চাহিদাঃ মানুষের মৌলিক চাহিদা কে অনেক সময় জৈবিক
চাহিদাও বলা হয়ে থাকে। এ চাহিদা মূলত মানুষের দেহের বৃদ্ধি ও বিকাশের সাথে সম্পর্কিত।
যেমন--খাদ্য, ঘুম, যৌন চাহিদা ইত্যাদি।
খাদ্য ছাড়া যেমন মানুষ বেঁচে থাকা অসম্ভব, তেমনি ঘুম ছাড়াও মানুষ দিনের
পর দিন জেগে থাকতে পারে না। তাই বেঁচে থাকার জন্য মানুষের এই চাহিদাগুলো পূরণ করা
জরুরি।
· মানবিক চাহিদাঃ আদিম যুগে মানুষ বনেজঙ্গলে কিংবা
পাহাড়ের গুহায় বসবাস করত। লজ্জা। নিবারণের জন্য তারা গাছের ছাল বাকল পাতা ও
পাখির পালক ব্যবহার করত। তখন মানবিক চাহিদার গুরুত্ব ছিল না।
পরবর্তীকালে
মানুষ যখন সমাজবদ্ধভাবে বসবাস শুরু করে অর্থাৎ সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে
সামাজিক জীবন যাপনের জন্য যে চাহিদাগুলো পূরণ অপরিহার্য সেগুলোই মানবিক চাহিদা।
যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, মানবিক চাহিদা। যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন, নিরাপত্তা ইত্যাদি।
· মৌলিক মানবিক চাহিদাঃ মানুষের শারীরিক, মানসিক ও
সামাজিক বিকাশ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয়।
সেগুলোই
মৌলিক চাহিদা। যেমন--- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন
ইত্যাদি।
উপসংহারঃ
পরিশেষে বলা যায় প্রত্যেক মানুষের জন্য চাহিদাগুলো পূরণ করা অবশ্যক। এতে যদি কেউ
ব্যর্থ হয় তাহলে নিরক্ষরতা, পুষ্টিহীনতা ও স্বাস্থ্যহীনতার নানা ধরনের সমস্যা
দেখা দেয়।
(খ) নং প্রশ্নের উত্তর:
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
0 Comments
Please do not enter any spam link in the comment box.